প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড এক্সিকিউটের জন্য অসাধারন অনলাইন টুল

প্রোগ্রামারদের জন্য তৈরী করা অসাধারন অনলাইন টুল ideone. এর মাধ্যমে প্রোগ্রামিং ভাষার কোড চালাতে পারবেন। মজার এই কম্পাইলার থাকার কারনে আপনাকে আর বড় বড় ল্যাঙগুয়েজ প্যাক ইন্স্টল করতে হবে না।

শুধু মাত্র টেক্স ইডিটরে গিয়ে প্রোগ্রামিং ভাষা সিলেক্ট করে কোড লিখতে থাকবেন আর হয়ে Run Code এ ক্লিক করবেন। এটি কয়েক সেকেন্ডেই আপনার কোডকে সিনটেক্স হাইলাইট করবে। কোডে ভুল থাকলে তা প্রকাশ করবে আর কোডটি এক্সিকউট করে ফলাফল্ও দেখাবে।

এর মাধ্যমে আপনি আপনার কোড অনেক প্রোগ্রামারের সাথে শেয়ারও করতে পারবেন। এসমব্লি, ব্যাশ, প্রোগ্রামিং সি, ভিজুয়াল ডট নেট, জাভা, প্যাসকেল, পাইথন, পিএইচপি, রুবি সহ ৩৮ টি প্রোগ্রামিং ভাষার কোড কম্পাইল করতে পারবেন।

Leave a Comment