ওয়েব সাইটের স্পিড টেস্ট করার জন্য ফ্রী অনলাইন টুলস(পার্ট-১)

20 Free Online Tools for Website Speed Testing

এখন সবাই সব কিছু তাড়াতাড়ি চায়। ওয়েব সাইট যদি ধীর গতি হয় তাহলে তাহলে ভিজিটর ধরে রাখা যায় না। তাই আপনার সাইটের স্পিড কেমন তা জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার সাইটের স্পিড টেস্ট করার জন্য এখানে কিছু ফ্রী টুলস শেয়ার করা হলো।

টিপসঃ ভিন্ন ভিন্ন টুলস দিয়ে স্পিড টেস্ট করে আপনার সাইট যাচাই করা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে সাইটের স্পিড সম্পর্কে ভাল আইডিয়া পাবেন।

1. Page Speed Online

Page Speed Online

এটা গুগলের তৈরি ওয়েব এপস,যেটা আপনার সাইটের পারফর্ম্যান্স গুগলের নিজের পারফর্ম্যান্স দিয়ে যাচাই করে ফলাফল দিবে। এটা দিয়ে অনেক বিস্তারিত তথ্য পাবেন এমনকি মোবাইল ডিভাইস দিয়ে স্পিড হবে তাও জানিয়ে দিবে।

2. Pingdom Tools

Website speed testing tool: Pingdom Tools

 

এটা দিয়ে অনেক রকম রিপোর্ট পাবেন যেমন, ইমেজ, জাভা স্ক্রিপ্টস সহ সব কিছুরই আলাদা আলাদা রেজাল্ট দেখাবে। অর্থাৎ কোনটা লোড হতে কত সময় লাগে তা জানতে পারবেন। পেজ সাইজ সহ অনেক কিছুরই বিস্তারিত তথ্য জানতে পারবেন।

3. Free Website Performance Test (BrowserMob)

Free Website Performance Test (BrowserMob)

 

এই ফ্রী টুলস দিয়ে আপনার সাইটের অনেক তথ্য পাবেন। যেমন এভারেজ লোড টাইম, টোটাল পেজের ওজন এবং পেজের অব্জেক্টের সংখ্যা। এটা চারটি জায়গা থেকে পিং করে তাই পাচ্ছেন আপনার সাইটের গ্লোবাল ভিউ পারফর্ম্যান্স।

4. Which loads faster?

Website speed testing tool: Which loads faster?

 

এই মজাদার টুল দিয়ে আপনি একটি সাইটের সাথে অন্যটির তুলনা করতে পারবেন। যেমন কোন সাইট বেশি ফাস্ট গুগল নাকি বিং? ঠিক এই ভাবে সাইটের সাথে অন্য সাইটের তুলনামূলক ফলাফল জানতে পারবেন। এটা একটি ওপেন সোর্স টুল।

 

5. WebPagetest

Website speed testing tool: WebPagetest

এই ছিমছাম টুল আপনার সাইট কোন ব্রাউজারে কত টাইম লাগে লোড হতে তা জানিয়ে দিবে। বিভিন্ন দেশে কেমন স্পিড হবে তাও জানিয়ে দিবে। শুধু তাই নয় কত নেট স্পিডে কেমন লোড হবে এবং এড সহ কেমন বা এড ছাড়া কেমন স্পিড তাও জানা যাবে।

 

Leave a Comment