ওপেনসোর্স মোবাইল অপারেটিং সিস্টেম বানাবে এইচ পি

এইচপি মোবাইল ওপেনসোর্স অপারেটিং সিস্টেম ওয়েবওএস বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এ বেপারে তাদের একটি দল কাজ শুরু করেছে এবং কাজের ধারাও প্রকাশিত হয়েছে।

এই অপারেটিং সিস্টেমের লক্ষ্য মূলত টাচ প্যাড। Open webOS 1.0 নামের এই অপারেটিং সিস্টেম এ বছর সেপ্টেম্বরে উম্মুক্ত হবে বলে আশা করছে এইচপির ডেভলপার দল। এ বেপারে তারা যে বেশ আশাবাদি তা এইচপির মুখপাত্রের কথায় বুঝা যায়।

এ বেপারে তিনি বলেন,

We’ve got a full development staff on it, 1.0 in September is just the beginning. We’re going to be collaborating with the community. But it’s tough to speculate. We want webOS to take on a life of its own, and there’s no better way to do that than open-sourcing it.”

মজার বেপার হলো ওপেনসোর্স পণ্য দিয়ে যে ভাল ব্যবসা করা যায় তা হয়তো এন্ড্রয়েডের উত্থান থেকেই তারা বুঝতে পেরেছেন। এ ক্ষেত্রে এপলের আইওএস, মাইক্রোসফটের উইনডোজ ফোন আর এন্ড্রয়েডের বিশাল জগতকে কতটা প্রভাবিত করতে পারে তা-ই দেখার বিষয়।

Leave a Comment