DJ প্রেমীদের জন্য ফেসবুকের নতুন সার্ভিস “Listen With”!

গান ভালবাসেন না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। আর যারা সাধারন গান ভালবাসা থেকে একটু বেশিই কিছু(DJ) মনে করেন তাদের জন্য ফেসবুকের নতুন সার্ভিস “Listen With”। সম্প্রতি ফেসবুক ঘোষণা দিয়েছে তাদের ডিজে লাভারদের জন্য তাদের নতুন এই সার্ভিস খুব শীঘ্রই মিডিয়াতে আসছে। বলা চলে এটি হবে ফেসবুকের মিউজিক প্লাটফর্ম।

ফেসবুক জানিয়েছে, যারা গান শুনতে পছন্দ করেন তারাতো সুবিধা উপভোগ করবেনই। সাথে আপনার বন্ধুকেও আপনার সাথে যোগ দান করাতে পারবেন। এই সার্ভিসটির মাধ্যমে আপনি এবং আপনার বন্ধুদের জন্য ফেসবুক চ্যাটের মধ্যে একটি নতুন চ্যাটরুম তৈরীর সুবিধা পাবেন যেখানে আপনি আপনার বন্ধদের আমন্ত্রন জানাতে পারবেন। আর এই সার্ভিসটি উপভোগ করতে আপনাকে স্পটাইফী এবং আরডিও এর সহায়তা নিতে হবে।

ফেসবুক তাদের নিজেস্ব ব্লগে জানিয়েছে,

“when your favorite vocal part comes in you can experience it together, just like when you’re jamming out at a performance or dance club.”

নতুন এই সেবাটি আগামী কয়েখ সপ্তাহের মধ্যেই রিলিজ পাবে। তখন এটি ব্যবহার করতে হলে আপনার চ্যাট সাইডবার থেকে মিউজিক নোট খুঁজতে হবে। এখানে থেকেই আপনি আমন্ত্রন করতে পারবেন কে আপনার সাথে গান শুনতে আগ্রহী। আর যখনই আপনি আপনার কোন বন্ধুর নামের উপরে মাউস রাখবেন এটি আপনাকে “Listen with “আপনার বন্ধুর নাম”” বাটন দেখাবে। আর যখনই আপনি বা আপনার বন্ধু কোন গান নির্বাচন করবেন তখনই একই সাথে দু’জনই শুনতে পারবেন।

আর যদি গানটির আওয়াজ ভাল থাকে দুই এর অধিক বা তারো বেশি বা সম্পূর্ণ একটি গ্রুপকে নিয়েও গান উপবোগ করতে পারবেন।

তাহলে অপেক্ষায় থাকুন DJ-তে আমন্ত্রন পাবার। 😀

সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

পোস্ট লিখেছেনঃ আরিফুল ইসলাম শাওন, একই সাথে তার ব্যক্তিগত ব্লগেও প্রকাশিত।

Leave a Comment