দুঃর্যোগের খবর জানাবে গুগল ম্যাপ

গুগল ম্যাপ শুধু মাত্র ম্যাপই থাকছে না, কোন অঞ্চলের প্রাকৃতিক দুঃযোগের সম্ভাবনা থাকলে তার খবরও পৌছে দিবে। গতকাল গুগলের অফিসিয়াল ব্লগে জানানো হয় ২৫ নভেম্বর থেকে এই সুবিধা স্থায়ীভাবে চালু করা হলো।
যদিও এর আগেও কয়েকবার গুগলের বিশেষ ম্যাপিং ব্যবস্থাপনা দেখা গেছে যার মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার অবস্থা সম্পর্কে অবহিত করা হয়।

ম্যাপ থেকে দুগর্ত সম্ভাবনাময় এলাকার অবস্থান হাইলাইট করা হবে, বিভিন্ন সময়ের আবহাওয়া সংকেত এবং আবহাওয়া অফিসের সংবাদও উপস্থাপনা করা হবে।

লেখকঃ মাহবুব টিউটো

Leave a Comment