Finding Nemo মুভিটি খুব শিঘ্রই রি-রিলিজ হচ্ছে 3D রুপে

Disney ঘোষনা দিয়েছে এই সিজনেই ক্লাসিক অ্যানিমেশন Finding Nemo মুভিটি 3D রুপে থিয়েটারে দেখা যাবে। Finding Nemo মুভিটি ২০০৩ সালে রিলিজ হয়েছিল। ডিজনির এটাই প্রথম রি-রিলিজ নয়। Toy Story এবং Toy Story 2 ইতমধ্যেই 3D রুপ দান করেছে এই জনপ্রিয় স্টুডিওটি।

Finding Nemo 3D মুভিটিও সফলতার মুখ দেখবে আশা করা হচ্ছে যেমনটা The Lion King মুভিটি ৩০ মিলিয়ন ডলার আয় করেছিল সেপ্টেম্বরের রি-রিলিজে এবং Beauty and the Beast মুভিটিও ভাল ব্যবসায়ের মুখ দেখছে।

স্টুডিওটি আশা করছে Finding Nemo 3D মুভিটিও তেমন আয় করবে। যদিও হারান পুত্রকে খুজে বের করছে পিতা এই কাহিনী নিয়ে নির্মিত মাছের ছবিটি পূর্বের অসংখ্য রেকর্ডকে তেমন কোন সমস্যায় ফেলবে না এই রি-রিলিজে। Finding Nemo মুভিটি ২০০৩ সালে অস্কার পেয়েছে অ্যানিমেশন বিভাগে এমনকি the American Film Institute in 2008 এর সেরা দশের তালিকায় ছিল এই মুভিটি।

ডিজনি The Little Mermaid and Monsters Inc মুভিটিও রি-রিলিজের চিন্তা ভাবনা করছে।

Finding Nemo 3D মুভিটি কিছু মজার প্রতিযোগিতার সম্মুক্ষিন হচ্ছে। ডিজনিই একমাত্র স্টুডিও নয় যারা 3D রি-রিলিজের দৌড়ে অবতীর্ণ হয়েছে। এই ফেব্রুয়ারীতে ফক্স Star Wars Episode I: The Phantom Menace টি রি-রিলিজ করছে। এপ্রিলে বহুল পরিচিত Titanic মুভিটিও 3D রুপে রি-রিলিজ করবে ফক্স।

এই রকম রি-রিলিজ কি আনন্দ বয়ে আনবে নাকি হতাশ হতে হবে ডিজনিকে? সেটা হয়তো সময় বলে দিবে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট।

Leave a Comment