সারভারের ব্যন্ডউইথ খরচ কমাবেন কিভাবে?

ব্যান্ডউইথ খুবই দামী জিনিস, আগে বুঝি নি। যেই সাইটের হিট বাড়তে লাগল, শেয়ার হোস্টং নিয়ে চিন্তিত হয়ে পরলাম। খরচটা বুঝি বেড়ে গেল। এমন অনেকেরই হতে পারে। তাই এখানে ব্যান্ডউইথ কম রাখার কয়েকটি ব্যবস্থার কথা উল্যেখ করলাম।
১.আপনার ওয়েব সাইটে ছবির পরিবর্তে HTML,CSS ব্যবহার করা সম্ভব হলে সেটাই অনেক ব্যন্ডউইথ বাচাবে।
২. ছবি হোস্টিং এর জন্য কমদামি সারভার থেকে জায়গা কিনে নিতে পারেন, অথবা Free ছবি হোস্টংএর ব্যবস্থা করুন। এ ক্ষেত্রে Flickr.com ছবি ব্যবহার করতে পারেন।
৩. আপনার ব্যন্ডউইথ চুরি হচ্ছে কিনা তা পরিক্ষা করে দেখুন। আপনার সাইটের ছবি বা এনিমেশন ইত্যাদি অন্যে ব্যবহার করতে পারে। চুরি বন্ধের কৌশলগুলো শিখে নিন।
৪. HTML ও CSS এর ফাইলের কোডের মধ্যবর্তি গ্যাপ মুছে দিন। এখানে আপনি কম্প্রশনের ব্যবস্থা পাবেন।
৫. DIV /SPAN কাজ করলে টেবিল এরিয়ে চলুন।
৬. আপনার RSS ফিডের জন্য বাইরের সাইটের সোর্স ব্যবহার করুন।