স্যামসাং রিলিজ করলো Galaxy S III

কয়েক মাস ধরে গুজবের পর এখন অফিসিয়ালি স্যামসাং গ্যালাক্সির নতুন সদস্য Galaxy S III রিলিজ করেছে। গত বৃহস্পতিবার এন্ড্রয়েড চালিত এই সেটটি লন্ডনে একটি ইভেন্টের মাধ্যমে রিলিজ করা হয়।

এই ফোনের রয়েছে ৪.৮ ইঞ্চি টাচ স্ক্রিন, ৮ মেগাপিক্সেল ক্যামেরা সামনে এবং ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা পিছনে আর এন্ড্রয়েডের লেটেস্ট ভার্শন আইস ক্রিম স্যান্ডউইচ তো রয়েছেই!

Galaxy S III এর রয়েছে সুপার এমোলেড এইচডি (১২৮০x৭২০) স্ক্রিন এবং কালার দিবে সব থেকে পরিস্কার।

নতুন একটি ফিচার হলো ‘Smart Stay’ যা হলো ফোন আপনার ভয়েস এবং নড়াচড়া চিহ্নিত করতে পারবে ফলে আপনি ই-বুক পড়ার সময় বা নেট ব্রাউজ করার সময় ফোন কিভাবে রাখেন তা মনে রাখবে এবং পরেরবার ফোনের স্ক্রিন ঐভাবেই থাকবে।

আপনি যদি কাউকে ম্যাসেজ করার সময় সিদ্ধান্ত নেন তাকে কল দিবেন তাহলে তাহলে ফোন জাস্ট আপনার কানে লাগালেই অটো তার কাছে কল চলে যাবে।

চলুন দেখে নেই কিছু ছবি।

 

Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III

 


Galaxy S III


Galaxy S III


Galaxy S III

 


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III


Galaxy S III

 

4 thoughts on “স্যামসাং রিলিজ করলো Galaxy S III”

  1. হুউম মাত্র কয়েকদিন হলো সামসাং গ্যালাক্সি এস টু কিনেছি। আর আজকে শুনলাম গ্যালাক্সি এস থ্রি! যদি আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারতাম তাহলে অনেক ভালো হত কারন এস থ্রি টা কিনতে পারতাম 😛

    ধন্যবাদ হাসান যোবায়ের।

    1. হাসান যোবায়ের

      তাওতো আপনি ব্যবহার করে দেখছেন। আমিতো ধরতেও পারলাম না। 🙁

Leave a Comment