Spotify মিউজিক সার্ভিস এবার আইপ্যাডের জন্য এপস রিলিজ করলো

Spotify হলো মিউজিক স্ট্রিমিং সার্ভিস যা ডিজিটালি মিউজিক অফার করে। পছন্দ অনুযায়ী মিউজিক খুজে পেতে বা মিউজিক রেকর্ড করতে এর বেশ সুনাম রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২.৫ মিলিয়ন মেম্বার রয়েছে।

গর বুধবার Spotify আইপ্যাডের জন্য এপস রিলিজ করেছে। দেখতে বেশ ভাল এবং সাউন্ড অনেক সুন্দর।

Spotify আইপ্যাড ভার্শনের জন্য কোম্পানীর কিছু লক্ষ্য রয়েছেঃ

  • ভাল মানে স্টেরিও রিপ্লেসমেন্ট তৈরি করা।
  • নতুন ফিচার যুক্ত করা।
  • মিউজিক শোনার জন্য নতুন স্বাধ এনে দেয়া।

Spotify এপসটি আইপ্যাডের নতুন রেটিনা ডিসপ্লের জন্য অপটিমাইজড করা। Spotify ডেস্কটপ ভার্শনে কভার আর্ট ছোট কিন্তু আইপ্যাডে আর্ট বেশ বড় এবং সুন্দর।

Spotify ৩২০ kpbs এ স্ট্রীম করার সুযোগ দিয়েছে। ব্যবহারকারী ইচ্ছা করলে 2G/3G/4G এনাবল বা ডিজেবল করতে পারবে। Spotify এখনি মোবাইলের জন্য পাওয়া যাবে না তবে কোম্পানী চেষ্টা করে যাচ্ছে কিভাবে অন্যান্য প্লাটফর্মে এই এপস গ্রহনযোগ্য করা যায়।

এই এপসের আরেকটি বড় ফিচার হলো ডিসকভার। তাদের ভাষায়ঃ আমরা আগেও বলেছি, এটা অনন্য সার্ভিস কেননা এখানে ব্যবহারকারীরা অনেক বড় মিউজিক লাইব্রেরি পান যাতে করে নতুন মিউজিক পাওয়া যায় খুব সহজেই। গত ৬ মাস আগে Spotify নতুন প্লাটফর্মে স্থানান্তর করে মিউজিক ডিসকভারি ইম্প্রুভ করার জন্য।

Spotify আইপ্যাড ব্যবহারকারীরা ইচ্ছা করলে মিউজিক ফেসবুক এ শেয়ার করতে পারবে।

Inbox


Login screen with frame


Now Playing 2 iPads


Play


Playlists with frame


Playlists


Search


নতুন লুক!

 

 

 

Leave a Comment