ছবি আঁকা, পেইন্ট এবং এডিট করার জন্য ১০টি ক্রিয়েটিভ অনলাইন টুলস! (পর্ব-২)

6. SumoPaint

এটা বেশ শক্তিশালী ওয়েব টুল যেখানে ফটোশপের মত সম্পূর্ণ প্যাকেজ পাবেন। বিভিন্ন ব্রাশ, কালার প্যাটার্নের সাথে থাকবে অনেক রকমের ছবি যা দিয়ে ইফেক্ট দেয়া যাবে। এডিট শেয়ার করার পাশাপাশি এই টুল আপনাকে আপনার ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করবে। এছাড়াও ছবিটি আপলোড থাকবে এবং যে কেউ ডাউনলোড করে নিতে পারবে আর এই জন্যই সেরা একটি সাইট এটি।

7. DoodleWall

এটা আপনার ব্যক্তিগত দেয়াল বলা যায়। যেখানে আপনার ইচ্ছা মতো আকা আকি করবেন কিন্তু সবাই দেখতে পারবে না আপনার অনুমতি ছাড়া। আপনার ওয়ালে কেউ যদি লিখে তার সাথে চ্যাটও করতে পারবেন।

8. Pictaps

আপনার চিত্রকে জীবন দিন! এটা শুধু আপনাকে ড্রয়িং করারই ইন্টারফেস দিবে না, সাথে সাথে আপনার চিত্রের সেরা অংকনটিও এনে দিবে। বিভিন্ন ইফেক্ট দিয়ে জীবন্ত করে ফেলুন আপনার চিত্রকে। অন্যদের চিত্রও আপনি দেখতে পারবেন।

9. Pixlr

অন্যান্য টুল থেকে এটার অনেক পার্থক্য রয়েছে। তিনটি ভিন্ন ভিন্ন মুড দিয়ে খুব তাড়াতাড়ি আপনার সেরা চিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন।


10. Scribbls

পরিচিত অন্যান্য পেইন্টারের ছবির সাথে তাল মিলিয়ে আপনিও ছবি অঙ্কন করতে পারবেন এই সাইটে। অনেক কিছু মিলে যেমন তৈরি হয় মজার পিঠা তেমন অনেক ছবির সমন্ময়ে তৈরি হতে পারে সেরা চিত্রটি!

Leave a Comment