ছবি আঁকা, পেইন্ট এবং এডিট করার জন্য ১০টি ক্রিয়েটিভ অনলাইন টুলস! (পর্ব-১)

পেইন্টার চায় তার কাজটি সারা পৃথিবী জানুক। সবার কাছ থেকে অনুপ্রেরণা চায়, সবার সাথে কাজ করতে চায়। একটা সময় ছিল এই সব ক্রিয়েটিভ কাজগুলো একটা নির্দিষ্ট এলাকা বা দেশে সীমাবদ্ধ থাকতো। কিন্তু এই ইন্টারনেটের যুগে খুব সহজেই সারা বিশ্বকে আপনার ক্রিয়েটিভ কাজকে জানিয়ে দিতে পারবেন।

এখানে সেরা কিছু ক্রিয়েটিভ অনলাইন টুল দেয়া হলো যেখানে আপনি আপনার কাজ শেষ করে শেয়ার করতে পারবেন সবার সাথে।

1. Queeky

এটা একটি অনলাইন ড্রয়িং কমিউনিটি যেখানে চিত্র তৈরি,এডিট সহ অনেক কিছুই করা যাবে সাথে সাথে শেয়ার করা যাবে। এখানে কিছু ইউনিক ড্রয়িং টুল রয়েছে যা দিয়ে বিভিন্ন প্রজেক্টের জন্য যথাপযুক্ত। এছাড়াও অন্যান্য আর্টিস্ট এর সাথেও আপনার চিত্রের ব্যবপারে আলোচনা করতে পারবেন।

asd

2. Scriblink

এটাকে হোয়াইট বোর্ড এর সাথে তুলনা করা যায়। এই টুল বেশ মজার এবং কাজের জন্য ব্যবহার করা যাবে যখন পাচ্ছেন ফ্রী হ্যান্ড রাইটিং, কনসেপ্ট ডায়াগ্রামিং, অথবা আপনার বন্ধুকে শেখাবেন গনিত! ডাইনামিক এই টুলটি ড্রয়িং সুবিধা ছাড়াও প্রাইভেসি, চ্যাট সহ আরো অনেক সুবিধাই দিবে।

3. Webcanvas

ছোটবেলায় অন্যে বাড়ীর দেয়ালে আকা-বুকির কথা নিশ্চয়ই মনে আছে? এখন হয়তো অন্যের দেয়ালে আকতে পারবেন না তবে অনলাইনে সেই ছোটবেলার ক্রিয়েটিভিটি খুব সহজেই প্রকাশ করতে পারবেন। অন্যদের চিত্রের সাথেও পরিচিত হতে পারবেন।

4. Sketchfu

একটি ছবি হাজার শব্দ থেকেও বেশি প্রকাশ করে আর এই বিষয়ের সাথে ভিত্তি করেই তৈরি করা হয়েছে এই টুলটি। এখানে খুব সহজেই মনের এক্সপ্রেশনটি ফুটিয়ে তুলতে পারবেন। আপনার ছবিটি শেয়ার করার পর সবার মতামত চ্যাটের মাধ্যমে জেনে নিতে পারবেন।

dg

5. TwitPaint

এই এপসটি টুইটারে পেইন্ট করার সুযোগ করে দিবে। এটার মাধ্যমে আপনার অংকন চিত্র টুইটার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। আপনার ফলোয়াররা আপনার ছবিটিতে রিপ্লাই করে তাদের মতামত জানাতে পারবে।

1 thought on “ছবি আঁকা, পেইন্ট এবং এডিট করার জন্য ১০টি ক্রিয়েটিভ অনলাইন টুলস! (পর্ব-১)”

  1. ডেভিড চিরান

    আসা করি ভাল পোস্ট পাবো । মজার পোস্ট ছিল –
    শুভকামনা রইল ।

Leave a Comment