শিক্ষার্থীরা হাত মেলাও,বিত্তবানরা হাত বাড়াও(একটি আবেদন)

শুধু প্রাইমারী নয়,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা হোক সবার জন্য-

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য দেশের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মিলে আমরা একটি অলাভজনক সংগঠন তৈরী করি যার নাম ই-এডুপ্রেস ।

এই সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে আপনার সহযোগীতা আমাদের খুবই প্রয়োজন।

কেন এই সংগঠন : 

১/১/২০১২ , আহসানুল্লাহ ইনসটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি,ঢাকা

থেকে একটি মিটআপের মাধ্যমে আত্বপ্রকাশ করে।

বাংলাদেশের মত দরিদ্রে এবং  জনবহুল দেশে শিক্ষার হার দিন দিন যতটুকু পরিমানে বাড়ার দরকার তা বাড়ছে না,কেননা সবাই শুধু সরকারের দিকে চেয়ে আছে,বেসরকারী ভাবেও তেমন কাজ হচ্ছে না বা হলেও তা খুব বেশি নয়।হাতে গোনা কিছু বেসরকারী প্রতিষ্ঠান শিক্ষার বিস্তার নিয়ে কাজ করছে,তাই আমরা কিছু শিক্ষার্থী মিলে এডুকেশন নিয়ে কাজ শুরু করছি,আপনি আমাদের সাথে এই মহান কাজের অংশীদার হতে পারেন।

আপনি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন,কিন্তু অনেক মেধাবী মুখ দেখা যায় যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না,আমরা চাই আর কোন মেধাবী ছাত্র/ছাত্রী পড়াশোনা বন্ধ না করুক। আমরা দশে মিলে তাদের জন্য কিছু করি।

ই-এডুপ্রেস এর কাজ : 

  • ইনশাআল্লাহ আমরা  গরিব মেধাবী  ছাত্র/ছাত্রীকে বই কিনে দেব ।
  • পরীক্ষার ফি কিংবা বেতন দেব
  • যারা পড়াশোনা করতে আগ্রহী কিন্তু অভাবের কারনে পারছে না,আমরা তাদের পাশে দাড়াব
  • গরিব শিক্ষার্থীদের সাহায্যের জন্য কনসার্ট এর আয়োজন
  • শিক্ষা প্রতিষ্ঠানে ইভেন্টস করবো
  • কলেজ/ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করবো
  • বিভিন্ন এলাকায় গিয়ে মানুষ কে  শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলবো।

আমাদের এই সংগঠন চালাতে এবং গরিব মেধাবী ছাত্র/ছাত্রীদের বই ,খাতা,বেতন ইত্যাদি দিতে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি।

তাই আমরা একটি নিউজ/কমিউনিটি পোর্টাল তৈরী করি।

এটি আমাদের শুধু নিউজ পোর্টাল নয়,এটি আমাদের কমিউনিটি পোর্টাল,যেখান থেকে দেশের যে কোন প্রান্ত থেকে আপনার প্রয়োজনীয় সব ধরনের এডুকেশনাল নিউজ পেতে পারেন এবং আমাদের টিমের সবার নিজেদের অবস্থান প্রকাশ করতে পারি।

এই অনলাইন এডুকেশন নিউজ পোর্টাল থেকে দেশের যেকোন প্রান্তে থাকা আপনার আরেক বন্ধু কিংবা যে কোন ছাত্র/ছাত্রী আরেক কলেজ/ইউনিভার্সিটির সকল ইনফরমেশন পেতে  পারে।

আপনার কলেজ/ইউনিভার্সিটির সকল প্রকার একাডেমিক,ক্যাম্পাস,কিংবা জরুরি সব নিউজ আমাদের পাঠাতে পারেন । আপনি চাইলে নিজেই রেজিস্ট্রেশন করার পর সাইটে লগিন করে সাবমিট করতে পারেন।

এছাড়াও আমাদের ফেইসবুক গ্রুপে সাবমিট করলেও আমরা তা এখানে প্রকাশ করি।

আপনি কিভাবে সরাসরি আমাদের হেল্প করবেন ? 

 আমাদের ডোনেট করতে চাইলে জানাতে পারেন।আপনার দেয়া অর্থ গরিব ছেলেমেয়েদের বই কিনে দেওয়ার কাজে খরচ করা হবে এবং আপনার নাম চিরদিন আমাদের পোর্টালে লেখা থাকবে।

আপানর দেয়া অর্থ দিয়ে কোন কাজ করা হয়েছে আপনাকে তার প্রমান দেখানো হবে এবং আপনি যেকোন সময় আমাদের থেকে কাজের প্রমান চাইতে পারবেন।

আপনি কিভাবে আমাদের সাথে কাজ করবেন ?

আমাদের সাথে কাজ করার কয়েকটা অপশন আছে,যে যার অবস্থান এবং সুবিদা অনুযায়ী আমাদের হেল্প করতে পারেন,

১. আপনার সামর্থ অনুযায়ী আমাদের ডোনেট করতে পারেন,আপনি প্রতিদিন চা/সিগারেট/কপি পান করে যে টাকা খরচ করেন অন্তত তার থেকে কিছু টাকা এই গরিব শিক্ষার্থীদের কল্যানে খরচ করুন,এরা পড়তে চায় দয়া করে এদের পড়তে সুযোগ করে দিন।

২. যারা কলেজ/ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তারা নিজেদের ক্যাম্পাস এর সকল আপডেট এখানে সাবমিট করতে পারেন,প্রতিদিন কলেজ/ইউনিভার্সিটিতে যান,আপনার হাতেই মাল্টিমিযিয়া মোবাইল ফোন আছে, যে কোন মুহুর্তের বিশেষ খবর কিংবা ক্যাম্পাস এর যে কোন হালচাল আপনি ক্যামেরা বন্দি করতে পারেন আর তা আমাদের পাঠান,আপনার ক্যাম্পাসে কোন অনুষ্ঠান হলে তা আমাদের জানান এবং আপনি নিজেই তা আমাদের সাইটে সাবমটি করুন।

৩ .আপনি যদি চাকরি করেন তবে আপনার পরিচিত গরিব ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ডোনেট করতে আগ্রহী তাদের সাথে আমাদের একটা কানেকশন করিয়ে দিতে পারেন এবং নিজেও আমাদের ডোনেট করতে পারেন।

৪. আপনি ফেইসবুকে কিংবা টুইটারে বেশি আড্ডা মারেন কিংবা স্যোসাল নেটওয়ার্কিং সাইটে আপনি বেশ পরিচিত,তবে আপনি আমাদের প্রতিটি আপডেট নিউজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

৫. আপনার একটা ভালো ব্লগ আছে,আপনি সেই ব্লগে/সাইটে আমাদের এই সংগঠনের কথা সবার সাথে শেয়ার করুন

৬. আপনি চাইলে যেকোন সময় যে কোন ধরনের এডুকেশনাল নিউজ আমাদের সাইটে রেজিস্ট্রেশন করে সাবমিট করতে পারেন।

৭. আপনার এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠানের যেকোন প্রতিবেদন এখানে প্রকাশ করুন,কারো না কারো নজরে আসবেই ওই নিউজ ।

৮। আপনি পত্রিকা/ইলেকট্রনিক মিডিয়ার সাথে জড়িত হলে আমাদের সংগঠন নিয়ে একটি প্রতিবেদন করতে পারেন।

আমাদের নিউজ পোর্টালে আপডেট নিউজ প্রকাশ করতে পারলে আমরা বেসরকারী প্রতিষ্ঠান হতে সাড়া পেতে পারি,দয়াকরে কোন না কোনভাবে আমাদের এই মহান কাজের অংশীদার হোন।

 

এরা পড়তে আগ্রহী,শুধু আপানর একটু সহযোগিতা পেলেই ওরা পড়তে পারবে।

বর্তমানে আমরা দেশের বিভিন্ন স্থানের  ১৬ জন শিক্ষার্থী এই সংগঠনের জন্য কাজ করছি

আমাদের এই মেসেজ ছড়িয়ে দিন চারদিকে, আসুন সবাই মিলে কাজটা সহজ করি,দেশের মানুষের জন্য কিছু আর মাথা তুলে দাড়াই,কারন এই দেশ আমাদেরই………..

আমাদের ফেইসবুক গ্রুপ  : www.facebook.com/groups/288902381160601

পেইজ :  https://www.facebook.com/CampusNews.com.bd

মেইল :               ahrnetwork@gmail.com

আমাদের সাথে যোগ দিতে চাইল ব্রাউজ করুন  http://campusnews.com.bd/e-edupress

 

* মিডিয়া আর সংবাদ পত্রের পিছে অনেক ছুটেছি,ঘন্টার পর ঘন্টা পত্রিকা অফিসে বসে থেকেছি,কিন্তু কেউ টাকা ছাড়া আমাদের সংগঠনের কোন প্রতিবেদন প্রকাশ করবে না,তাই আপনাদের কাছে একটু বিরক্তি লাগলেও প্লিজ ক্ষমা করবেন  ।

[ বিজ্ঞপনের জন্য এই প্রতিবেদন নয়,কিছু গরিব মেধাবীদের সহায়তা করার জন্যই এই প্রতিবেদন লেখা,যে কেউ এটি যেকোন সাইটে/ব্লগে কপি করে প্রকাশ করতে পারবেন ]

 

 

 

1 thought on “শিক্ষার্থীরা হাত মেলাও,বিত্তবানরা হাত বাড়াও(একটি আবেদন)”

Leave a Comment