গুগল প্লাস টিউটোরিয়ালঃ জিমেইল থেকে স্ট্রীম শেয়ার করা!

গুগল প্লাস এর নিত্য নতুন সব ফিচার গুলোর মতো এবার আরো একটি যোগ হল জিমেইল থেকে স্ট্রীম শেয়ার করার পদ্ধতি। আসলে অন্যান্য সোস্যাল জায়েন্টদের থেকে গুগল প্লাস এর নান্দনিক সব ফিচার এরি মাঝে গুগল প্লাস-কে এনে দিয়েছে তাদের সাফল্য। এই সাফল্যের ধারাকে আর বেগবান করতে প্রতিনিয়তি যুক্ত করছে নতুন সব সেবা। তো চলুন এবার নতুন এই ফিচারটি কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করা যাক…

১. প্রথমে আপনার জিমেইল একাউন্টে লগইন করুন।

২. মেইল একাউন্টে লগইন থাকা অবস্থায় ডানদিকে থেকে নিচের দেখান SHARE বাটনে ক্লিক করুন।

৩. SHARE বাটনে ক্লিক করার সাথে সাথে স্ট্রীম লিখার জন্য একটি ড্রপডাউন উইন্ডো পাবেন। সেখানে আপনার স্ট্রীম লিখুন। এবং আবারো SHARE বাটনে ক্লিক করুণ। ঠিক নিচের মতো…

৪. এবার দেখুন, SHARE বাটনে ক্লিক করার পরেই একটি নোটিফিকেশন পাবেন। ঠিক নিচের মতো…

৫. এবার আপনার গুগল প্লাস প্রোফাইলে চলুন। আমি আমার প্রোফাইলে গেলাম। দেখুন নিচের মতো স্ট্রীম প্রদর্শন করবে …

আজ এ পর্যন্ত!

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

1 thought on “গুগল প্লাস টিউটোরিয়ালঃ জিমেইল থেকে স্ট্রীম শেয়ার করা!”

  1. জাহাঙ্গীর

    খুব বালা লেকচেন যদি অল্প দিনের বিেত্ত হুরাডা দিলে বালা অইত

Leave a Comment