ReSpelt -– ইংরেজি বানান পরীক্ষক!

আমারা সচারচর যারা ইংরেজি ব্লগ লিখি বা ওয়েব সাইট নিয়ে কাজ করি তাদের ইংরেজি জানা এবং শিক্ষাটা কতটা জরুরী তা একমাত্র যারা করেন বা করছেন তারাই বুঝতে পারেন। কারন হিসেবে দেখা যায়, আপনি যদি ইংরেজিতে ব্লগ লিখেন তাহলে বানানের শুদ্ধতা অধিকতর গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। আর একজন ওয়েব মাস্টার হলে আপনার কন্টেন্টকে ইংরেজি করতে আপনার অবশ্যই ভাল দক্ষতা লাগবে ইংরেজিতে। অনলাইনে আপনি যে কাজই করেন না কেন আপনাকে ইংরেজি অনেক বেশি ভাল মানের না হলেই অন্তত একটি বিষয়কে ইংরেজিতে গুছিয়ে লিখতে জানতে হবে কোন ধরনের ভুলে ছাড়াই।

কিন্তু আমাদের কাজ করার ইচ্ছা থাকলেও তা শেখার আগ্রহ সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া অনেক দায়। আর এই কারনেই আমরা অনেক কাজেই ভুল করে চলছি অনবরত, সেটা ইংরেজি ব্লগ লিখা বলেন আর ইংরেজি নিয়ে অন্য যেকোন ব্যাপারই হোক না কেনো। যাহোক, যাদের ইংরেজি জানার আগ্রহ আছে বা মোটামুটি ধারনা নিয়ে কাজ করছেন কিন্তু ইংরেজি বানানের প্রতি এখনো ভাল ধারনা আনতে পারছেন না তাদের জন্য একটি অনলাইন ইংরেজি বানান পরীক্ষক টুল শেয়ার করতে যাচ্ছি। আশা করি নতুনদের অনেক কাজে আসবে। তো চলুন শুরু করা যাক…
১. ReSpelt এর ওয়েব সাইটে চলে যান।
২. Paste the document below, enter the URL or RSS feed to check spelling – এর নিছে আপনার লিখা ইংরেজি টেক্সট পেস্ট করুন বা আপনার ওয়েব সাইট থেকে সরাসরি চেক করতে চাইলে সেটার লিঙ্ক বা আরএসএস লিঙ্ক পেস্ট করুন। প্রথমে সরাসরি লিঙ্ক থেকে চেক করব তাই আমার সাইটের লিঙ্কটি পেস্ট করলাম এবং Check Spelling এ ক্লিক করলাম নিচের মত করে…

৩. কিছুক্ষনের মধ্যে পাশেই দেখা যাবে আমার লিখায় কোথায় এবং কয়টি ভুল খুঁজে পেয়েছে। যদি ভুল না থাকে তবে নিচের মত দেখাবে…

এবার সবাররি টেক্সট দিয়ে চেক করবো…

৪. একইভাবে Paste the document below, enter the URL or RSS feed to check spelling – এর নিচে আমার লিখা ইংরেজি টেক্সট পেস্ট করলাম তারপর এবং Check Spelling এ ক্লিক করলাম নিচের মত করে…

৫. কিছুক্ষনের মধ্যে পাশেই দেখা যাবে আমার লিখায় কোথায় এবং কয়টি ভুল খুঁজে পেয়েছে। যদি ভুল না থাকে তবে নিচের মত দেখাবে…

এই ফ্রী টুলস থেকে এর চেয়ে বেশি সুবিধা পেতে চাইলে আপনাকে নিবন্ধিত হতে হবে। তারপর সেখানে আপনার ইচ্ছা মত কাজ চালিয়ে যেতে পারবেন। তাহলে আজ থেকেই শুরু করে দিন ইংরেজি নিয়ে আপনার কার্যক্রম, পারবেন তো?

পোস্টের এখানেই সমাপ্তি!

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। 🙂

Leave a Comment