সাইট আপডেট

সাইটটি আপডেটের কাজ চলছে। কিছু কিছু ফিচার কাজ না করার জন্য দূ:খিত। সাইটটিতে আরও কি কি যুক্ত করলে ভাল হবে সে ব্যপারে সবার মতামত চাই।
মূলত ওয়ার্ডপ্রেসকে কেটে ছেটে অনুবাদকরে সাইটটি বানাচ্ছি। ওয়েব মাস্টারদের সমাধানসহ পরামর্শ আরও বেশি প্রয়োজন।

4 thoughts on “সাইট আপডেট”

  1. আমার মনে হয় ভিডিওর পাশাপাশি বাংলায় লেখা টিউটোরিয়াল দিলে ভালো হয়। কারণ স্লো স্পিডে ভিডিও দেথা এক বিরক্তিকর।

  2. ধন্যবাদ সুলতান ভাই। সামনের দিনগুলোতে বাংলায় লেখা টিউটোরিয়াল পাবেন আশা রাখি। তবে সবাইকে এ ব্যপারে সহযোগিতার হাত বাড়াতে হবে। জানেন তো দশের লাঠি একের বোঝা।

  3. টেকটিউনসের মাধ্যমে আমি আজকেই বাংলা টিউটরিয়ালকে জানতে পারলাম । এক কথায় বলতে গেলে টেকটিউনসের মতো বাংলা টিউটরিয়ালকে প্রথম দেখাতেই ভাল লেগে গেল। বর্তমান সময়োপযোগী প্রদক্ষেপ হিসাবে বাংলা টিউটরিয়াল বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি বাংলা টিউটরিয়াল পরিবারের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলা টিউটরিয়াল-এর উত্তরোত্তর সফলতা কামনা করছি।

    মোহাম্মদ রেজাউল করিম মনি
    জেদ্দা,সৌদি আরব ।
    reza_ismail25@yahoo.com

Leave a Comment