নতুন একটি ওয়েব প্রোজেক্ট শুরুর ক্ষেত্রে…

লেখালেখি করার কারনে অনেকের সাথেই পরিচয় হয়েছে, টিউটোহোস্টের কারনেও আরেক ধরনের পরিচিতি হয়েছে আমার। আর একারনেরই অনেক কথার মাঝে নতুন একটি ওয়েব প্রোজেক্টের কথা স্বভাবতঃই চলে আসে এবং অনেকেই এ পর্যন্ত তাদের চিন্তা চেতনার অংশিদার করেছেন। অনেক সময় অনেক ওয়েবসাইটের জন্ম দেখলাম, উত্থান ও শেষ হয়ে যাওয়াও দেখলাম।

মূলতঃ একটি ওয়েবসাইট সেটা ব্লগ হোক বা একটি ই-কমার্স অথবা যা-ই  হোক শুরু করার সময় একটু রোমঞ্চিত থাকেন। আর অনেক চিন্তাই প্রকাশ করার সময় পরিবর্তণ হয়ে যায়। এ দেশে যারা নতুন ব্লগসাইট বানিয়েছেন তাদের অনেকেই আয়ের লক্ষ্য নিয়ে কাজ করেছেন। আর কিছু দিন পর পথটা একটু কঠিন মনে হয়েই পিছ পা। আয়ের সাথে ব্লগিং এর বেশ বৈচিত্রময় একটা সম্পর্ক আছে। আর এই বৈচিত্রতা অনুভব না করে বেশ কিছু ধারণা নিয়ে ব্লগ শুরু করলে তা পথমধ্যে মারা যাবে এটা নিশ্চিত।

নতুন বাংলা ব্লগ শুরু করার সময় অনেকেরই কিছু ভুল ধারণা-

  • ১. আমি একটি  ব্লগ শুরু করবো আর হৈ হৈ করে লোক জন এখানে লিখতে আসবে। আমি কাজ না করলেও জমজমাট চলবে ব্লগ।
  • ২. ব্লগের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে স্পন্সর এসে আমাদের দড়জা নক করে দিয় যাবে বিজ্ঞাপণ।
  • ৩. একটি ওয়েবসাইট পরিচালনা করতে খুব বেশি টাকা এবং সময়েরও দরকার পরে না এবং সেই হিসেবে লাভের অংকটা বেশ ভাল।
  • ৪. ওয়েবসাইটটি পরিচালনার জন্য কোন লোক নিয়োগের দরকার পরবে না, নিজেরাই চালানো যাবে।

পরিচিত তিনজন নিয়মিতভাবে তিনটি ই-কমার্স সাইট চালাচ্ছিলেন। নিজেরা ইবে বা আমাজানের মতো কিছু একটা হওয়ার ইচ্ছা পোষণ করেছিল। নিজেরা কিছু দিন অন্যর পন্য আপডেট দিয়ে একসময় ক্লান্ত হয়ে সাইট আপডেটহীন হয়ে পড়ছে।

আসলে আজ অনেক ব্লগই জনপ্রিয়তার উপরের স্তরে আছে তারাও কি একই ভাবনা ভেবেছে? আসলে তা নয়। আবার এর চেয়ে কম আশা করেও অনেকে সফল হয়েছেন। অনেক ব্লই কোন টাকা আয়ের উদ্দেশ্যে জন্ম নেয় নি অথচ তারা একটি বিশাল অবস্থানে চলে গেছেন। প্রকৃত ব্যপার হলো এটা যে, ওয়েব প্রোজেক্টগুলো বেশ কিছু ভিত্তির উপরে দাড়িয়ে থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- INNOVATIVE IDEA. অন্য দশজনের মতো প্রোজেক্ট করতে চান? পথ সহজ হবে না, আপনাকে তাদের উপরে যেতে হলে এমন কিছু করতে হবে যা তারা করেন নি। আর মানে সেই একই কথা।

 

বিশ্বের কোন ওয়েব প্রোজেক্টই টাকার উপরে দাড়িয়ে তৈরী হয় নি। দাড়িয়ে যাওয়ার পরে অবস্থানটি শক্ত করার জন্য টাকার দরকার হয়েছে। আর তাই কেউ যদি ভেবে নেন যে কিছু টাকা খরচ করে একটি ওয়েবসাইট বানালেই আয়ের একটি পথ তৈরী হবে – তাহলে সেটা ভুল।

আপনার চিন্তাকে বাস্তবায়ন করতে গেলে কখনো পরিবর্তন পরিবর্ধন করে নিতে হতে পারে। আর লক্ষ্যে পৌছানো পর্যন্ত কাজ করে যেতে হবে…।

2 thoughts on “নতুন একটি ওয়েব প্রোজেক্ট শুরুর ক্ষেত্রে…”

  1. ভাই, আপনার কথাগুলো খুব মুল্যবান। যারা সফল,তারা নতুন কিছু উপহার দিয়েছেন।যেমন-সার্জেই বিন,স্টিভ জবস,বিল গেটস ইত্যাদি।

Leave a Comment