অনেক আগে থেকেই টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। অনলাইনেও ভিডিওর অবস্থান দিন দিন সু-প্রতিষ্ঠিত হচ্ছে। মূলতঃ ভিডিওর মাধ্যমে সহজে অনেক কিছু এক সাথে প্রকাশ করা যায়। আর তাই একটি পণ্যের ব্র্যান্ডকে সু -প্রতিষ্ঠিত করতে টেলিভিশনে চমৎকার কিছু বিজ্ঞাপণ দেখা যায়।
অনলাইন কোন প্রোজেক্টেরও ভিডিও ব্র্যান্ডিং দরকার আছে। কোন ব্র্যান্ডকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বেশ কিছু নিয়ামকের মধ্যে ভিডিও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান তার উদাহরণ দেওয়ার জন্য বেশ কিছু জনপ্রিয় ব্যান্ডের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন।
স্কাইপ
ইউটিউব
ইয়াহু
নিউইয়র্ক টাইমস
ইউটিউব চ্যানেলগুলোর কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, হলফ করেই বলা যায় যে চ্যানেলগুলোর সাথে তাদের স্ব স্ব ওয়েবসাইটের চেহারার সাথে মিল রয়েছে। আর তাদের ব্র্যান্ডকে এগিয়ে নিতে এটি চমৎকার সহায়তা করছে তাও বুঝা যায় তাদের সাবক্রাইবারের সংখ্যা দেখে। আপনি নিজে ছোট করে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে হলেও ইউটিউবকে বাদ দেওয়া যাবে না। এটি একটি সামাজিক নেটওয়ার্কের চেয়ে কম কিছু না।
বিশ্বসেরা ব্র্যান্ড এপলের চ্যানেল পরিসংখ্যান দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের ব্র্যান্ডের জন্য ভিডিওর ভূমিকা কতদূর।
আর এপলের সাইটেও তিনটি ভিডিওর লিংক দেখেই বুঝা যায় তাদের ব্র্যান্ডের ভিডিওর ভূমিকা।
প্রতিটি পণ্য উৎপাদনের সাথে সাথেও ব্লগ, খবরের সাথে সাথে মানসম্পন্ন ভিডিও ও টিভি এড দেওয়ার কারন হলো সহজেই পন্যটির গুনাগুন সম্পর্কে মানুষ জানুক। সর্বশেষ প্রকাশিত পন্যের প্রচারের জন্য তারা টেকনিক্যাল বিষয়ের চেয়ে বাস্তব সম্মত ব্যবহারের গুরুত্ব দিয়ে প্রকাশ করেছেন ভিডিও । এক ঝলকে দেখে নেই সেই ভিডিও।
এটা গেল ভিডিওর এক ধরনের প্রকাশ। আরেক ধরনের প্রকাশ দেখতে পাবেন এখানে গেলে। হোস্টগেটর একটি ওয়েব হোস্টিং কোম্পানী তারা তাদের কাষ্টমারদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল বানিয়েছেন এবং সেটা প্রকাশ করেছেন। একই সাথে সাপোর্ট ও ব্র্যান্ডিং এর কাজ চলছে।
আবার অনেকে একটি ওয়েবসাইটে ঢুকে কিভাবে রেজিস্ট্রেশন করবে বা সেখানকার কাজগুলো কিভাবে করবে তা বুঝতে পারে না। আর এর জন্যও ভিডিও টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।