AND গেইটের লজিক্যাল অপারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা

মনে করুন আপনি একটি সিস্টেম ডিজাইন করতে চাচ্ছেন যেখানে দুটি সুইচ থাকবে, এবং একটি বাল্ব থাকবে ।যখন দুইটা সুইচই অন করা হবে তখনই কেবল লাইটটা জ্বলে উঠবে। আসলে এটাই হচ্ছে একটা AND Gate এর সাধারণ অপারেশন।

AND Gate

AND Gate হচ্ছে এমন একটি লজিক সার্কিট, যার দুই বা ততোধিক ইনপুট থাকলেও একটি মাত্র আউটপুট থাকে। যখন ইনপুটগুলোর সবগুলোতে লজিক 1 বা High প্রয়োগ করা হয় তখনই কেবল আউটপুট লজিক 1 বা High পাওয়া যায়। অন্য যে কোন ধরণের ইনপুটের কম্বিনেশনের জন্য আউটপুট লজিক 0 বা Low পাওয়া যায়।

সমতুল্য সুইচ বর্তনী

পাশের এনিমেশনটিতে দুইটা সুইচের মাধ্যমে AND Gate এর সাধারণ অপারেশনের সমতুল্য সার্কিট দেখানো হয়েছে।

সমতুল্য ট্রানজিস্টর বর্তনী

নিচের ছবিটিতে AND Gate এর ট্রানজিস্টর সমতুল্য বর্তণী দেখানো হয়েছে।

AND Gate এর Truth Table

পাশের ছবিটিতে AND Gate এর Truth Table বা সত্য সারণী দেখানো হয়েছে। যা বিভিন্ন ইনপুট সিগন্যালের জন্য আউটপুট নির্দেশ করে।

AND গেইটের অপারেশন

এনিমেশনটা এবং Truth Table টা ভালভাবে লক্ষ করুন এবং AND Gate এর সংজ্ঞার সাথে ভালভাবে মিলিয়ে দেখুন। যখন Input A এবং Input B উভই Logic 0 তখন Output Logic 0; যখন Input A Logic 0 এবং Input B Logic 1 তখনও Output Logic 0; অনুরূপভাবে যখন Input A Logic 1 এবং Input B Logic 0 তখনও Output Logic 0 কিন্তু যখন Input A এবং Input B উভই Logic 1 তখন Output Logic 1 ।

এনিমেশনটাতে দেখা যায় যখন Input A এবং Input B উভই +5v সরবরাহ এর সাথে যুক্ত হয় তখনই কেবল মাত্র LED টি জ্বলে উঠে অন্য সকল ক্ষেত্রে LED টি OFF থাকে।

………………………………………………………………………………..

আজ এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা রইল ।

1 thought on “AND গেইটের লজিক্যাল অপারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা”

  1. Apnar ei AND logic operation ti valo legeche…Kintu vaya akti onurodh pls evabe sohoj vasay DC circuit er bivinno point e Voltage,current kivabe ber korte hoy tao shikia dile chiro kritoggo thakbo……….

Leave a Comment