আসুন ডিজিটাল লজিক গেইট সম্পর্কে জানি

ডিজিটাল সিস্টেমের মৌলিক উপাদান হচ্ছে লজিক গেইট। বর্তমানে প্রতিনিয়ত অসংখ্য ডিজিটাল আই সি তৈরি হচ্ছে যা বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে। এ সকল আই সির মূল উপাদান বিশ্লেষণ করলে শেষ পর্যন্ত গিয়ে পাওয়া যাবে লজিক গেইট। একটা ডিজিটাল আই সির কার্যাবলী অনেক জটিল হতে পারে কিন্তু একটি লজিক গেইটের ফাংশন খুবই সহজ। তাই সহজে ডিজিটাল সার্কিটের কার্যবলী বিশ্লেষণ, ডিজিটাল সার্কিট ডিজাইন ইত্যাদি সম্পর্কে জানার জন্য ডিজিটাল লজিক গেইট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন খুবই গুরুত্বপূর্ণ।

ডিজিটাল লজিক গেইটের মূলমন্ত্র

লজিক গেইটকে সহজভাবে বলা যায় বিশেষ ধরণের ইলেকট্রনিক সুইচ, যা কতগুলো নিয়ম(বুলিয়ান এলজেবরা) মেনে কাজ করে থাকে। লজিক গেইটে একাধিক ইনপুট থাকলেও একটি মাত্র আউটপুট থাকে এবং ইনপুটগুলোর মাধ্যমে আউটপুটটিকে নিয়ন্ত্রণ করা হয়।ডিজিটাল লজিক গেইটের ইনপুটগুলোর এবং আউটপুটের দুইটি স্টেট থাকে,যথা

  • লজিক 1 (High) বা On স্টেট
  • লজিক 0 (Low) বা Off স্টেট

মৌলিক গেইট সমূহ

যেকোনো ডিজিটাল সিস্টেমের মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট।যথা,

  • AND Gate
  • OR Gate
  • NOT Gate

AND Gate

AND Gate হচ্ছে এমন একটি লজিক সার্কিট, যার দুই বা ততোধিক ইনপুট থাকলেও একটি মাত্র আউটপুট থাকে। যখন ইনপুটগুলোর সবগুলোতে লজিক 1 বা High প্রয়োগ করা হয় তখনই কেবল আউটপুট লজিক 1 বা High পাওয়া যায়। অন্য যে কোন ধরণের ইনপুটের কম্বিনেশনের জন্য আউটপুট লজিক 0 বা Low পাওয়া যায়।

OR Gate

OR Gate ও AND Gate এর মত এক ধরণের লজিক সার্কিট, যার দুই বা ততোধিক ইনপুট থাকলেও একটি মাত্র আউটপুট থাকে। কিন্তু ইনপুটগুলোর যেকোনো একটিতে লজিক 1 বা High প্রয়োগ করলেই আউটপুটে লজিক 1 বা High পাওয়া যায়। শুধুমাত্র যখন ইনপুটগুলোর সবগুলোতে লজিক 0 বা Low প্রয়োগ করা হয় তখনই কেবল আউটপুট লজিক 0 বা Low পাওয়া যায়।

NOT Gate

NOT Gate কে ইনভার্টার গেইট ও বলা হয়। এর একটি মাত্র ইনপুট এবং একটি আউটপুট থাকে। যখন ইনপুটে লজিক 1 বা High প্রয়োগ করা হয় তখন আউটপুটে লজিক 0 বা Low পাওয়া যায়। আবার যখন ইনপুটে লজিক 0 বা Low প্রয়োগ করা হয় তখন আউটপুটে লজিক 1 বা High পাওয়া যায়।

AND Gate, OR Gate এবং NOT Gate এই তিনটি মৌলিক গেইট ছাড়াও আরো চারটি গেইট যেমন NAND Gate, NOR Gate, XOR Gate(Exciusive OR Gate) এবং XNOR Gate(Exciusive NOR Gate)। সবগুলো গেইট সম্পর্কে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা যাবে।

……………………………………………………………………………

এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল ।

2 thoughts on “আসুন ডিজিটাল লজিক গেইট সম্পর্কে জানি”

  1. ডিজিটাল লজিক গেইটের মূলমন্ত্র সাধারন মানুষের কি সাধারন মানুষের? এ শুধু
    ইলেকট্রনিক্সের শিক্ষার্থীদের কাজে আসবে. সাধারন মানুষের কাজে আসবে এমন
    কিছু জানা থাকলে লিখুন – আমরা সবাই এ আশাই করি .

  2. এই রকম আরও ডিজিটাল লজিক গেইট সম্পরকে বাংলায় লেখা দিলে খুশি হব।

Leave a Comment