ফটোশপে রিবন লাগানো সাথে ডার্ক নয়েজ বাটন তৈরি

আজকের টিউটোরিয়াল আরও একটা বাটন তৈরি উপরেই। কিন্তু আজকের মূল বিষয় হল রিবন। রিবন আপনার যে কোন প্রজেক্ট এর সৌন্দর্য দ্বিগুণ করে দিতে পারে। আবার বিভিন্ন ভাবে একে আলাদা ট্যাগেও পরিণত করে হাইলাইট করতে পারে। যেটা আপনার ক্লাইন্ট অথবা পাঠক উভয়ের সুবিধা দিবে। শুধু রিবন লাগানোর বিভিন্ন টিপস-টিউটোরিয়াল নিয়েই অনেক গুলো পর্ব কারার পরিকল্পনা আছে আমার। যাই হক এই টিউটোরিয়ালে রিবন এর একটা ব্যবহারিক দিক সম্পর্কে জানতে পারবেন।

১. নিচের সাইজের একটা নতুন ডকুমেন্ট নিন। ব্যাকগ্রাউন্ড আগের টিউটোরিয়াল “ফটোশপে Prodded Style তৈরি” এর ব্যাকগ্রাউন্ড এর মতই হবে।

২. বাটন বডি

Rounded Rectangle Tool (U) এর সাহায্য নিচে মত একটা চতুর্ভুজ তৈরি করুন।

এইবার নিচের লেয়ার স্টাইল ফলো করুন। এইটার আর আলাদা করে বর্ণনা দিলাম না।

সব কিছু ঠিক-ঠাক মত করতে পারলে আপনার প্রজেক্ট এর অবস্থা এমনটি হবে।

3. রিবন তৈরি শুরু

নিচের স্কিন সট লক্ষ্য করুন। এইখানে একটা Rectangle Tool (U) এর সাহায্যে দুইটা রিবন তৈরি করুন। বড়টা বাটন বডি লেয়ারের পেছনে আর ছোটটা এর সামনে স্থাপন করুন।

পেন টুল এর সাহায্য একটা খাঁচকাটা তৈরি করুন! এবং পেন টুল এর সেটিং নিচের স্কিন সটে লক্ষ্য করুন।

এইবারের আরও একটা বৃত্ত এটার মাঝে স্থাপন করুন।

এগুলোর সব গুলো লেয়ার স্টাইল নিচের মত হবে।

সব কিছু ঠিক-ঠাক মত করতে পারলে আপনার প্রজেক্ট এর অবস্থা এমনটি হবে।

রিবন এর ওপর নিচের মত আরও একটা বৃত্ত লাগান।

এইটার লেয়ার স্টাইল নিচের মত হবে।

৪.ফাইনাল প্রজেক্ট

এটাতে নিজের মত আপনার পছন্দের ফন্ট এর যেন কোন একটা ব্যাবহার করে টেক্সটা যোগ করুন।

সর্বশেষ অবস্থা নিচের মত।

ডাউনলোড সোর্চ ফাইল

2 thoughts on “ফটোশপে রিবন লাগানো সাথে ডার্ক নয়েজ বাটন তৈরি”

Leave a Comment