স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আজ আমাদের প্রজেক্ট ফটোশপে ওয়াটার স্টেক্সট স্টাইল এবং ঐ স্টাইল দিলে ওয়াল পেপার তৈরি।
১. ব্যাকগ্রাউন্ড:
প্রথম কাজ নিচের সাইজের একটা নতুন ডকুমেন্ট্রি নিন।
Gradient Tool এর সেটিং নিচের মত করে করুন। এবং স্ক্রিন সট অনুযায়ী ড্রাগ করুন।
২. স্টাইল তৈরি:
আপনি আপনার ওয়াল পেপারের ওপর টেক্সটা যোগ করুন। দেখুন আমি যোগ করেছি Designer এবং Shibly। ফন্ট একটু চিকন টাইপের ব্যাবহার করুন। আমি Neuropol ফন্ট ব্যবহার করেছি।
এইবার এর কাজ নিচের লেয়ার স্টাইল অনুসরণ করা।
পুরোটা ঠিক ভাবে করতে পারলে আপনার প্রজেক্ট এর অবস্থা নিচের মত হবে।
৩. বাবল যোগ
এইবার Ellipse Tool এর সাহায্যে নিচের মত বাবল যোগ করুন।
এইটার স্টাইল টেক্সটা স্টাইল এর মতই হবে।
তাহলে আপনার ফাইনাল প্রডার্ক হচ্ছে নিচের মত।
হাই রেজুলেশন এ .jpg ফরমেটের ইমেজ ডাউনলোড লিংক | PSD ডাউনলোড লিংক
আপনার লেখাটা পড়ে ভাল লাগলো । ফটোশপের এমন অনেক কিছুই আছে আমি জানি না । যদি এমন কৌশল আরও জানতে পারতাম তবে উপকার হইতো । আশা করি ফটোশপের উপর আপনার আরও লেখা পড়তে পারবো । ধন্যবাদ ।
@মাহবুব সোহেল, আমার আগের টিউটোরিয়াল গুলো দেখার আমন্ত্রণ রইলো।
ফটোসপ সম্মন্ধে আপনার লেখাটা পড়ে খুব ভাল লাগলো । ফটোশপ সম্মন্ধে আমি কিছুই জানিনা । কিন্তু ফটোসপ সম্মন্ধে জানার অনেক আগ্রহ আছে । যদি এমন কৌশল আরও জানতে পারতাম তবে উপকার হতো । আশা করি ফটোশপের উপর আপনার আরও লেখা পড়তে পারবো । ধন্যবাদ ।
আপনার ফটোসপ সম্পর্কে জানতে পেরে খুব ভাল লাগলো। আমি ফটোসপ ভাল না জানার কারনে হতাসায় ভুগছি। আরও বিস্তারিত হলে উপকৃত হতাম।এবং মোবাইল নম্বর পেলে যোগাযোগ করতে সুবিধা হত।
আপনার সহযোগীতার ধন্যবাদ