ফটোশপে 3D লেয়ার স্টাইল

ফটোশপ আমার সবচেয়ে প্রিয় হল লেয়ার স্টাইল এর জন্য। নতুন CSS 3 তে দেখতে পাবেন ফটোশপ লেয়ার স্টাইল সাথে মিল আছে। ওয়েব লেআউট ডিজাইন এর ক্ষেত্রও ফটোশপে লেয়ার স্টাইল শেখার বিকল্প নাই। তাছাড়াও অনলাইনে দেখা যায় শুধু মাত্র লেয়ার স্টাইল এরও ব্যাপক চাহিদা রয়েছে।

১.ব্যাক গ্রাউন্ড এবং টেক্সটা

নিচের মত সাইজের একটা ডকুমেন্ট্রি নিন।

এইবার টেক্সটা যোগ করুন। আমি যেহেতু Showcard Gothic (প্রিমিনিয়াম ফন্ট)ফন্ট ব্যাবহার করেছি। তাই আপনিও করুন।

২. লেয়ার স্টাইল:

লেয়ার স্টাইল এর প্রথম কাজ যেটা করতে হবে সেটা হল কালার যোগ। নীল আমার প্রিয়ও রং তাই এটাই ব্যাবহার করলাম।

এবার Gradient ব্যাবহার করে রং এর একটু পার্থক্য ঘটাই।

এই প্রজেক্ট এ আমরা Inner Shadow ব্যাবহার করেই 3D করবো। দেখুন নিচের স্কিন সট।

আসেন একটু গ্লেস-ফ্লেস যোগ করি।

একটু ছায়া যোগ করি, আরও ভালো লাগবে।

প্রিয় পাঠক এইবারের এর লেয়ার স্টাইল একটু নিম্ন মানের হয়ে গেল। তবে কম থেকে শুরু করায় ভালো, কি বলেন? আপনার ফাইনাল প্রডাক্ট হবে নিচের মত।

ফটোশপে .psd ফাইল ডাউনলোড লিংক

3 thoughts on “ফটোশপে 3D লেয়ার স্টাইল”

Leave a Comment