ফটোশপে স্টিল নোটিশ তৈরি

কদিন ধরে আমি কেন জানি ভালো কোন ক্রিয়েটিভ আইডিয়া পাচ্ছি না। তার উপর আমার ক্রিয়েটিভটি এমনিতেই অনেক কম। আমার ধারণার এই জন্য আমি জীবনের অনেক কিছু মিস করবো। যাই হক মূল কাজে নেমে পড়ি। আজও ঐ ফটোশপ নিয়েই আমার লেখা পাবেন।

১. নিচের মত সাইজের একটা নতুন ডকুমেন্ট্রি নিন।

মূল বডি তৈরি:

২. এইটার জন্য আপনি নিচের মত একটা একটা একটা আয়তক্ষেত্র আঁতে পারেন। এটার Radius নিজের ইচ্ছা মত দিতে পারেন।

৩. আবার শুরু লেয়ার স্টাইল।

আপনি যদি উপরের ধাপ গুলো ঠিক ভাবে করতে সম্পন্ন করতে পারেন তাহলে আপনার প্রজেক্ট নিচের অবস্থায় চলে আসবে।

বডির উপরের অংশ অথবা ফ্রেম:

৪. এইটারও কিচ্ছা ঐ একই, নিচের মত একটা একটা একটা আয়তক্ষেত্র আঁতে পারেন। এটার Radius নিজের ইচ্ছা মত দিতে পারেন।

৫. আবার লেয়ার স্টাইল।

নিচের অবস্থার সাথে মিলিয়ে নিন।

টেক্সটা ডিজাইন:

৬. এইবারের কাজ হল আপনার বোর্ডে নোটিশ লাগানো। আমি এখানে ডিজাইনার শিবলী লিখেছি এবং Gota ফন্ট ব্যাবহার করেছি। আপনি আপনার ইচ্ছা মত কিছু লিখুন।

৭. যেই কলা সেই চিড়া চলে যান লেয়ার স্টাইলে।

দেখুন নিচের মত হয়েছে কি না?

ওপরে বল্টু(!!) যোগ:

৮. নিচের মত করে একটা বল্টু যোগ করুণ।

৯. এটার লেয়ার স্টাইল বডির উপরের অংশ অথবা ফ্রেম এর মত হবে।

পুরো প্রজেক্ট শেষ হলে আপনার প্রজেক্ট এর সর্বশেষ অবস্থা হবে নিচের মত।

ফটোশপের সোর্চ ফাইলটা নামিয়ে নিন এইখান থেকে।

5 thoughts on “ফটোশপে স্টিল নোটিশ তৈরি”

  1. কি জন্য হচ্ছে না বুঝতে পারছি না! হয়তো তুই লেয়ার স্টাইল আবার করার সময় কিছু ভুল করেছিস।
    তুই লেয়ার স্টাইল কপি করতে পারিস তো? যদি না পারিস তাহলে শিখে নে!

    ১. প্রথমে যেই লেয়ার স্টাইল কপি করবি তা ওপেন কর। তা হলে এই উইন্ডো এর পাসে দেখতে পাবি New Style.. এই খানে ক্লিক করলে আরও একটা উইন্ডো ওপেন হবে এই খানে ওকে কর।

    ২. এইবার Styles উইন্ডো ওপেন কর না থাকলে Window>Styles যা দেখবি শেষের দিকে তোর স্টাইল যোগ হয়েছে।

    ৩. এইবার যেই লেয়ারে তুই এই স্টাইল যোগ করবি সেটা সিলেক্ট কর এবং লেয়ার স্টাইল এ ক্লিক কর। তাহলেই হবে।

    আর শোন হইলেও জানা না হলেও জানা! বুঝেছিস?

  2. রাসেল১৩

    ওয়াও, দারুন হয়েছে ! সত্যি দারুন লাগছে ! ফাটাফাটি ! আচ্ছা এই সাইটটা তো একটূ ঘুরে দেখা লাগে, মনে হয় বেশ ভালো কিছু টিপস পাওয়া যাবে !

    আচ্ছা উপরের ডিজাইনটার জন্য একটা পরামর্শ দেই, স্টিল ভাব আনার জন্য গ্র্যডিয়েন্ট ঐ ভাবে না দিয়ে মনে হয় radial দিয়া করলে (অবশ্যই কালার গুলা তখন একটু আরো গুতাইতে হইবেক) মনে হয় আরো ক্লিয়ার হইতো !

    ধন্যবাদ !

  3. Wow, wonderful blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is excellent, as well as the content!. Thanks For Your article about ফটোশপে স্টিল নোটিশ তৈরি | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment