ফটোশপে একটা জোশ ডাউনলোড বাটন তৈরি

কয়েক দিন আগে একটা টিউটোরিয়াল লিখেছিলাম ফটোশপে সার্কেল বাটন তৈরি করতে হয়। আজ আবার বাটন তৈরি করার ওপরেই টিউটোরিয়াল লিখছি। কেউ কিছু মনে করবেন না।

যাই হয় আকারে কথা বলে লাভ নাই কাজে নেমে পড়ি।

১. নিচের মত সাইজের একটা নতুন ডকুমেন্ট্রি নিন।

২. এবার নিচের মত করে একটা একটা ৮০০x৮০০px সাইজের Pattern বানিয়ে নিন। কিংবা এখান থেকে .PNG ফাইলটা নামিয়ে নিন!

৩. এইবার Rectangle (U) টুল এর সাহায্যে একটা চতুর্ভুজ আঁকুন।

৪. আগের টিউটোরিয়াল গুলোর মতই এই বারো লেয়ার স্টাইল এর খেলাই দেখাতে হবে। অতএব নিচের লেয়ার স্টাইল ফলো করুণ।

সব কিছু ঠিক-ঠাক মত করলে আপনার বাটন এর অবস্থা নিচের মত হবে।

৫. এইবার পছন্দ মত টেক্স যুক্ত করে ফেলুন যেমন আমি করেছি।

বলে রাখি রং আপনার ইচ্ছা মত ব্যাবহার করতে পারবেন। তবে এই বাটন এর বৈশিষ্ট্য হল এটার রং একটু ড্রাক হবে। এটা মূলত কালো ব্যাকগ্রাউন্ড এর সাইটে বেশী মানাবে।

সোর্চফাইল ডাউলোড করুণ এখন থেকে।

5 thoughts on “ফটোশপে একটা জোশ ডাউনলোড বাটন তৈরি”

Leave a Comment