ফটোশপে সার্কেল আইকন সেট ডিজাইন

আমার কদিন ধরে কিছুই ভালো লাগছিল না। আর লেখা লেখি হল ক্রিয়েটিভ কাজ এটা কি কিছু ভালো না লাগলে করা যায়? যাই হোক আমার লেখা লেখি বেশীর ভাগ সময় ফটোশপেই থাকে আর কেউ লক্ষ্য করেছেন কি না জানি না। আমি সব সময় লেয়ার স্টাইল দিয়েই কাজ শেখাই। আসলে ফটোশপের মূল মজা হল লেয়ার স্টাইল।  আসেন কাজে নেমে পড়ি। আজ আমার বিষয় বস্তু হল ভালো “ফটোশপে সহজ আইকন সেট ডিজাইন”

১. প্রথম কাজ হল নিচের মত সেটিং নিয়ে একটা নতুন ডকুমেন্ট্রি নিন।

২. এবার আমাদের মাপ যোগ করতে হবে। তার জন্য View> New Guide… গিয়ে নিচের মাপ অনুযায়ী Guide যোগ করুণ।
10px (Horizontal)
10px (Vertical)
790px (Horizontal)
790px (Vertical)
50% (Horizontal)
50% (Vertical)

3. Ellpse Tool (U) এর সাহায্যে নিচের মত একটা বৃত্ত আঁকুন এবং এটার মাপ যেন Guide এর যেই বর্ডার দেয়া হয়েছে এটার মধ্যেই থাকে। [আমরা এখানে টুইটার আইকন বানাবো]

৪. এবার নিচের স্কিন সট এর লেয়ার স্টাইল ফলো করুণ।

সবকিছু যদি ঠিক ভাবে করতে পারেন তবে আপনার প্রজেক্ট এর অবস্থা নিচের মত হবে।

টুইটারের “t” যোগ করে দিলাম।

৫. আমরা বর্তমানে মূল কাজ শেষ করেছি এবার কিছু নিজের ইচ্ছা মত কিছু আইকন ব্যাবহার করুণ যেমন ফেজবুক, টুইটার, ফিড ইত্যাদি আর এখনে আপনি Gradient Overlay গিয়ে খুব সহজেই রং বদল করতে পারবেন। তবে রং বদল করার পর Stroke এর রংও বদল করবেন। নিচরে প্রিভিউটা দেখতে পারেন।

আর এখান থেকে পুরো সোর্চ ফাইটা নামিয়ে নিতে পারেন।

ফটোশপের ওপর আমার আরও কিছু লেখা:

১. ফটোশপে ব্লু গ্লো টেক্সট ইফেক্ট
২. ফটোশপ এবং CSS দিয়ে হোভার(hover) এনিমেশন যুক্ত বাটন তৈরি
৩. ফটোশপে চকলেট এবং তুষার এর টেক্সট এফেক্ট তৈরি
৪. ফটোশপে জাদুকরের টুপি (ম্যাজিক হ্যাট)
৫. ফটোশপে ফ্লাইং সসার তৈরি

8 thoughts on “ফটোশপে সার্কেল আইকন সেট ডিজাইন”

  1. আমি আপনার সাথে ১০০% একমত। লেয়ার খুবই জটিল জিনিষ। একি ডিজাইন নানা রকম ডিজান করে নেওয়ার যায়।
    সোর্স নামিয়ে রাখমাল পরে কাজ করা যাবে………..

  2. অনেকদিন পর আবার ফিরে এলাম। হয়তবা অনেকেই আমাকে ভুলে গিয়েছেন। বলাযায় এক রকম ওয়েব থেকে নির্বাশনে ছিলাম। আমার অনুপস্থিতিতে অনেক সমৃদ্ধ হয়েছে টিউটোরিয়ালবিডি। ঘুরে ফিরে সবকিছু দেখলাম , শিবলীর ফটোশফ টিউটোরিয়াল গুলো অসাধারণ। ধন্যবাদ শিবলী…………..

    1. @অসীম, কি যে বলেন অসীম ভাই আপনার লেখার আমি একজন ভক্ত! আপনাকে কি টিউটোরিয়াল বিডি ভুলতে পারে? আমার লেখা আপনার ভালো লেগেছে জেনে সত্যি সত্যি আজ অনেক ভালো লাগলো।

  3. অনেকদিন পর আবার ফিরে এলাম। হয়তবা অনেকেই আমাকে ভুলে গিয়েছেন। বলাযায় এক রকম ওয়েব থেকে নির্বাশনে ছিলাম। আমার অনুপস্থিতিতে অনেক সমৃদ্ধ হয়েছে টিউটোরিয়ালবিডি। ঘুরে ফিরে সবকিছু দেখলাম , শিবলীর ফটোশফ টিউটোরিয়াল গুলো অসাধারণ। ধন্যবাদ শিবলী…………..

  4. Wow, amazing blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your web site is fantastic, as well as the content!. Thanks For Your article about ফটোশপে সার্কেল আইকন সেট ডিজাইন | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment