হট লিংকিং কি? কিভাবে ব্যান্ডউইথ চুরি বন্ধ করবেন?

খুব সহজেই এক ওয়েবসাইটের ছবি, এনিমেশন বা অন্য কোন কনটেন্ট অন্য সাইটে ব্যবহার করা যায়। আর এ প্রক্রিয়ায়ই একজনের সারভার অন্যজন ব্যবহার করে। এটাকে বলে হটলিংকিং । ওয়বের কনটেন্টগুলোর জন্য প্রতিমাসে সারভার খরচ আছে। আর এই কনটেন্টগুলো সহজেই কপি-পেষ্ট করে অন্যে ব্যবহার করতেই পারে। তবে আপনার সারভারে রক্ষিত কোন ছবি যাতে অন্যের সাইটে ব্যবহৃত না হয় সে জন্য অবশ্য বেশ কিছু উদ্যোগ নিতে পারেন।

যাদের হোষ্টিং এ সি-প্যানেল সংযুক্ত আছে তারা সহজেই হট লিংকিং বন্ধ করতে পারেন। সি প্যানেলের সিকিউরিটি> হটলিংকিং এ যান।

হট লিংকিং কি? কিভাবে ব্যান্ডউইথ চুরি বন্ধ করবেন?

নিচের মতো উইনডো প্রদর্শিত হবে

হট লিংকিং কি? কিভাবে ব্যান্ডউইথ চুরি বন্ধ করবেন?

এখানে কোন কোন সাইট থেকে ছবিগুলো ব্যবহারের অনুমোতি দেওয়া যাবে তার তালিকা যুক্ত করুন। এবং কোন কোন ফরমেটের ফাইলগুলো ব্যবহারে বাধা থাকবে তাও লিখে দিতে হবে।

যাদের হোষ্টিং এ সি-প্যানেল নাই বা ওয়েবসারভারে এই পদ্ধতি নাই তারা সরাসরি .htaccess ফাইলটিতে নিচের মতো কোড সংযুক্ত করেও হটলিংকিং বন্ধ করতে পারেন।
RewriteEngine On
RewriteCond %{HTTP_REFERER} !^http://(.+\.)?mysite\.com/ [NC]
RewriteCond %{HTTP_REFERER} !^$
RewriteRule .*\.(jpe?g|gif|bmp|png)$ http://img148.imageshack.us/img148/237/hotlinkp.gif [L]

আরও বিস্তারিত এখানে দেখুন।

আরও দেখুন ওয়েব হোষ্টিং টিউটোরিয়াল

7 thoughts on “হট লিংকিং কি? কিভাবে ব্যান্ডউইথ চুরি বন্ধ করবেন?”

  1. আমার সত্যি কাজে আসবে দেখছি C-Panal এর আরও অনেক কিছু জানার আছে। আশা করি হটাৎ করে থামবেন না।

  2. চমৎকার!
    তবে মাহবুব ভাই, আমার একটা সমস্যা হচ্ছে। তা হল, এরর দেখাচ্ছে… 🙁
    Error: while opening /home/বিমবিম/public_html/.htaccess

    সমাধান কি? 🙁

  3. ভাইয়া,
    আগে প্রায়ই প্রতিদিনই আসা হতো আপনার সাইটগুলোতে। বেশ কিছুদিন যাবৎ, ই-মেইলেই পড়ে ফেলি নতুন পোষ্ট। আজকে আসলাম। টিউটোরিয়ালগুলো বেশ দারুন গোছানো হচ্ছে। শুভ কামনা রইলো ভাইয়া। ভালো থাকবেন।

Leave a Comment