পোর্টফলিও সাইটের জন্য ১০ টি ওয়ার্ডপ্রেস থিম

ওয়ার্ডপ্রেস ব্লগিং কারার জন্য থিম এর মধ্যে আমার কাছে থিসিস বেষ্ট থিম(অন্তত আমার কাছে)। কারণ এটা অত্যন্ত SEO ফ্রেন্ডলি। তারপর একটা নিজের ইচ্ছা মত স্কিনও ডিজাইন করে নেয়া যায়। কিন্তু যে সবটাই ব্লগিং কারার জন্য নয় সেসব সাইটে থিসিস নিয়ে একটু সমস্যায় পড়তে হয়। তবে ভালো CSS জানলে এটা নিজের মত করে তৈরি করে নেয়া যায়। কিন্তু খুব ভালো CSS সবার পক্ষে জানা সম্ভব নয়। তাই অন্য থিমের দিকে পা বাড়াতেই হয়। যেমন নিজের পোর্টফলিও নিয়ে যদি সাইট বানাতে চান তবে থিসিস খুব একটা ভালো মানাবে না। তাই আমি আজ আপনাদের সাথে আমার পছন্দের ১০টি পোর্টফলিও উপযোগী থিম শেয়ার করবো।

1. Imbalance WordPress Theme

jQuery এর খুবই নিখুঁত ব্যাবহার হয়েছে এই থিমে। নিজের পোর্টফলিও উপযোগী কাস্টমাইজড করার জন্য অনেক সুবিধা এটাতে।
ডাউনলোড
ডেমো

2. Pure II Theme

এটা এক কলাম এর থিম। এর পাশে একটা সাইডবার আছে। এখনে আপনি আপনার পোর্টফলিও লিংক এবং অন্যান্য লিংক দিয়ে ভিজিটরকে সহজেই জানাতে পারবেন।
ডাউনলোড
ডেমো

3. Fullscreen

দারুণ একটা থিম এই ফুলস্কিন। লেখার চেয়ে ছবি ব্যাবহার করেই মাজা বেশী পাবেন এখনে।
ডাউনলোড
ডেমো

4. Shaken Grid

প্রফেশনাল লুকিং, হালকা থিম এটা। পিকচার গ্যালারির জন্যই এটা ভালোই উপযোগী। ছবি খুবই ভালো দেখায় এই থিমে।
ডাউনলোড
ডেমো

5. BlueBubble WordPress Theme

গুড লুকিং থিম। ব্লগিং এবং পোর্টফলিও দুটোতেই ফুটে উঠবে।
ডাউনলোড
ডেমো

6. Mansion WordPress Theme

ফটোব্লগ এবং পোর্টফলিও দুটোই ভালো হয়। কালো রং প্রিয়রা এই থিম ব্যাবহার করে দেখতে পারেন।
ডাউনলোড
ডেমো

7. Fotofolio Landscape

পোর্টফলিও, ফটোব্লগ, মিডিয়া সাইট যেটাতেই লাগান না কেন দারুণ এফেক্ট দেবে এই থিম। থিম প্যানেলটাও আকর্ষণীয়।
ডাউনলোড
ডেমো

8. AutoFocus+

ফার্ম ওয়ার্ক এবং পোর্টফলিও উপযোগী থিম এটা। দেখতেও বেশ পরিষ্কার।
ডাউনলোড
ডেমো

9. SimpleFolio

নাম সিম পিল হলেও কাম(কাজ) সিম পিল নয়। পোর্টফলিও সাইট এর উপযোগী করেই তরি করা হয়েছে এই থিম। আমার কাছে হেবি প্রফেশনাল লাগে থিমটাকে। একেবারে প্রিমিনিয়াম স্টাইলের।
ডাউনলোড
ডেমো

10. Work-a-holic

সাধারণ এর ভেতর দারুণ একটা থিম। ডিজিটাল আর্টিস এর উপযোগী করে তৈরি করা হয়েছে থিমটাকে।
ডাউনলোড
ডেমো

বিদ্র: উপরের সকল থিমই ফ্রি।

10 thoughts on “পোর্টফলিও সাইটের জন্য ১০ টি ওয়ার্ডপ্রেস থিম”

  1. জুমলাতে আমারটা জন্মাচ্ছে। ফ্রি থিম হিসেবে এগোলো বেশ সুন্দর। তবে প্রিমিয়াম থিম গুলো বেশ কাজের। কিন্তু দেখা যাচ্ছে সবই ছবির উপরে 😉

    1. @ইমরান, ঐ একটা কথা আছে সস্তার বারো অবস্থা। ব্লগিং এর উপযোগী অনেক ভালো ভালো থিম থাকলেও পোর্টফলিও সাইটের জন্য ভালো থিম পাওয়া যায় না। আর প্রিমিয়াম নতুন থিম গুলোতে PHP এর ব্যাবহার আমাকে মুগ্ধ করে।

  2. পোর্টফলিও সাইটের চিন্তা-ভাবনা আপাতত নেই তবুও রেখে দিচ্ছি থিমগুলো, কাজে লাগলেও লাগতে পারে। ধন্যবাদ শিবলী। তুই কি সাইন্সে না কমারস?

Leave a Comment