সি-প্যানেল টিউটোরিয়াল-তিনঃ ই-মেইল পরিচালনা

সবাইকে টিউটোরিয়ালবিডির সি-প্যানেল টিউটোরিয়ালে স্বাগতম। এর আগের দুইটি পর্বে যথাক্রমে সিপ্যানেলের বেসিক বিষয় ফাইল পরিচালনার বিষয়ে লিখেছিলাম। আজ মুলতঃ ওয়েব মেইলের বেপার লিখবো। যাদের নিজের সিপ্যানেল সহ ওয়েবসাইট আছে, তারা নিচের পদ্ধতিতে নিজস্ব মেইল সার্ভিস চালু করতে পারবেন। অথাৎ আপনার ওয়েব সাইটের নাম yourwebsite.com হলে  yourname@yourwebsite.com এর মতো ওয়েব মেইল বানাতে পারবেন। তাহলে ধাপে ধাপে শিখে নেই কিভাবে সি-প্যানেলের মাধ্যমে মেইল ঠিকানা বানানো যায়।

ধাপ-এক

সিপ্যানেলে লগইন করলে নিচের মতো স্ক্রিন দেখতে পাবেন।

সি-প্যানেল টিউটোরিয়াল-

সেখানে e-mail accounts এ ক্লিক করুন

ধাপ-দুই

ই-মেইল একাউন্টস এ ক্লিক করলে নিচের মতো স্ক্রিন আসবে।

সি-প্যানেল টিউটোরিয়াল-

সেখানে গিয়ে খব সহজেই e-mail address, password ও মেইল বক্সের জায়গার পরিমান নির্ধারণ করে দিন।

সি-প্যানেল টিউটোরিয়াল-

Create account এ ক্লিক করুন।

ধাপ-তিন

সব কিছু সঠিকভাবে দিলে আপনার একাউন্ট তৈরী হয়ে যাবে। আমরা firozalam.com থেকে মেইলটি তৈরী করেছি। এবার ferozalam.com:2095 এর মাধ্যমে ইনউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবো।

ঠিক নিচের মতো স্ক্রিন আসবে।

সি-প্যানেল টিউটোরিয়াল-

লগইন করার পরে নিচের মতো স্ক্রিন আসেব।

সি-প্যানেল টিউটোরিয়াল-

তিন ধরনের মেইল সফটওয়্যার ব্যবহার করে মেইল চেক করতে পারবেন। নিচে তাদের স্ক্রিনসট দেওয়া হলো।

Squirrel Mail

সি-প্যানেল টিউটোরিয়াল-

Horde

সি-প্যানেল টিউটোরিয়াল-

Roundcube

সি-প্যানেল টিউটোরিয়াল-

ই-মেইলের পাসওয়ার্ড পরিবর্তন, ই-মেইল ফরওয়ার্ড করা, স্বাক্ষর, সয়ংক্রিয় রেসপন্স-সহ আরো কিছু বিষয়ে কাজ করতে পারবেন।

সাধারনতঃ সি-প্যানেল ব্যবহারকারীরা এই সহজ বিষয়গুলো সম্পর্কে ধারনা থাকে তাই এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হলো না।

সি-প্যানেল টিউটোরিয়াল-

সবাইকে সালাম জানিয়ে ও পরবর্তি টিউটোরিয়ালের আমন্ত্রন জানিয়ে শেষ করছি আজকের পোষ্ট।

7 thoughts on “সি-প্যানেল টিউটোরিয়াল-তিনঃ ই-মেইল পরিচালনা”

  1. সি প্যানেল, হোস্টিং একাউন্টে CMS সেটিং, সম্পর্কে খুব কম লেখা দেখা যায়। আপনি এই বিষয়টা নিয়ে একটু দূরের পথ পাড়ি দেবার চিন্তা করেছেন কিনা জানি না! যদি না করে থাকেন তাহলে করেই ফেলুন।

    1. @শিবলী, সি-প্যানেল হোষ্টিং এ সিএমএস ব্যবহার খুব কঠিন কিছু না। এ বেপারে সম্ভবতঃ বাংলায় কারও কারো টিউটোরিয়াল আছে। আমি হোষ্টিং এর উপরে নিয়মিতভাবে টিউটোরিয়াল লিখে যাবো বলে আশা রাখি। সেই হিসেবে টিউটোরিয়ালগুলো চলে আসবে।

  2. সিপেনেলে কখনো আমি মেল ব্যাবহার করতে পারিনি। কারন এর ডিজাইন আর সীমাব্ধতা। আশা করি এখন চেষ্টা করব।
    টিউটো ভাইকে অনেক ধন্যবাদ এরকম একটা টিউটেরিয়াল নিয়ে আসার জন্য।

  3. মোঃ তৌহিদুল ইসলাম

    আমি এই সাইড থেকে অনেক কিছু শিখেছি।
    তার জন্য আপনাকে দন্যবাদ।

  4. ধন্যযোগ মাহবুব ভাই। আপনার টিউটোরিয়ালটি দেখার আগেই আমি একাউন্ট করেছিলাম। তবে, ডিএনএস সমস্যা থাকার কারনেই তাতে একসেস করতে পারি নাই সম্ভবত। 🙂

Leave a Comment