HTML5 স্ট্যান্ডার্ড ওয়ার্ডপ্রেস থিম টুলবক্স

ওয়ার্ডপ্রেস অফিসিয়ালভাবে তাদের প্রথম HTML5 স্ট্যান্ডার্ড থিম প্রকাশ করলো। খুবই সাদামাটা ব্লগিং থিমটিতে HTML5 এর নতুন ট্যাগগুলো ব্যবহৃত হয়েছে । টুলবক্সের মাধ্যমে খুব সহজেই ওয়েব ডেভলপাররা তাদের সাইটের জন্য ডিজাইনটিকে পরিবর্তন করে নিতে পারবে। এমনকি নিজের খিম ডেভলপমেন্টের জন্য অনেকগুলো সুবিধা এনে দিবেএই থিম।

এই থিমটি সম্পর্কে ওয়েবডিজ্ইনার স্টুয়ার্ড বলেন, এই থিমটি অনেকটা স্যান্ডবক্সের মতোই তবে এখানে এইচটিএমএল৫ এর নতুন নতুন ট্যাগ যেমন-<article>, <header>, <nav> ইত্যাদি ব্যবহার করা হয়েছে।toolbox

ওয়ার্ডপ্রেসের এই থিমটি এখনই ডাউনলোড করতে পারেন ওয়ার্ডপ্রেসের সাইট থেকে অথবা ডেমো দেখতে পারেন

ওয়েব ডিজাইনিং এ পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে-কিছুক্ষন আগেই বলেছিলাম। আমার মনে হচ্ছে- ওয়ার্ডপ্রেস সহ বিভিন্ন সিএমএসের পরবর্তি আপডেটের সাথেই HTML5 এর ট্যাগগুলো নিয়ে আসবে। এবং সাইটও অনেক হালকা হবে। তাছাড়া থিমগুলোতেও কোডিং পদ্ধতির পরিবর্তনের হাওয়া লাগবে।

8 thoughts on “HTML5 স্ট্যান্ডার্ড ওয়ার্ডপ্রেস থিম টুলবক্স”

  1. খালি চোখে কিন্তু খুব একটা পার্থক্য চোখে পড়ে না, তবে মনে হচ্ছে আমাদের জন্য নতুন চমক নিয়ে আসছে এই এইচটিএমএল ৫!

  2. আমিনুল

    ভাইয়া ভালয় লাগলো! কিন্তু নিচের লেখাটা ভুল হয়েছে নাকি? “খিম”

    [এমনকি নিজের “খিম” ডেভলপমেন্টের জন্য অনেকগুলো সুবিধা এনে দিবেএই থিম।]

  3. Wow, incredible blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is fantastic, as well as the content!. Thanks For Your article about HTML5 স্ট্যান্ডার্ড ওয়ার্ডপ্রেস থিম টুলবক্স | টিউটোরিয়ালবিডি .

  4. As was mentioned at the start of this article, due to today’s bleak economic times, everyone is looking for ways to save money. Taking advantage of coupons is one of the best ways to save. By applying the advice and info you’ve gleaned from this article, you will be able to save big bucks.

Leave a Comment