HTML5 শিখার ওয়েব পাতা ও চিট শীট

HTML5 এর উপরে ওয়েব জগতের অনেক কিছুই এক সময় নির্ভর করবে। এখন থেকেই সেই পথে এগিয়ে যাওয়া দরকার। প্রাথমিক পর্যায়ের বেশ কিছু বিষয় অবশ্য আমি আলোচনা করেছি। এখন এইচটিএমএল৫ এর উপরে বিভিন্ন সাইটের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম। আশা করি ওয়েব প্রোগ্রামিং এর সাথে জরিতদের বেশ কাজে লাগবে।
HTML5 শিখার ওয়েব পাতা ও চিট শীট

বাংলা ওয়েব রিসোর্স

ইংরেজী ওয়েব রিসোর্স

আশা করি দিন দিন বাংলায় আরো বেশি লেখা পাওয়া যাবে। আপাততঃ এই লিংকগুলো দেখে কাজ শুরু করা যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লিংক টিউটোরিয়াল।

6 thoughts on “HTML5 শিখার ওয়েব পাতা ও চিট শীট”

  1. এ জাতীয় রাউন্ড আপ পোস্ট আমার মর প্রায় সকল নতুনদেরই কাজে আসবে। অনেক অনেক ধন্যবাদ মাহবুব ভাই।

    *ইদানীং টিউটোরিয়ালবিডিতে কমেন্ট কম দেখা যাচ্ছে! বিশেষ কোন কারণ?

Leave a Comment