ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার ৬টি প্রয়োজনীয় ওয়েব-টুলস!

আসসালামুয়ালাইকুম! সকলকে স্বাগতম।

আপনি ওয়েব ডিজাইনার বা সাইট ডেভেলপার যাই হোন না কেন, ডিজাইন বা ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার জন্য নিয়মিতভাবে বিভিন্ন ওয়েব সাইট ভিজিট করা উচিত। কোন কারণে একটা ওয়েব সাইট জনপ্রিয় হয় এবং কোন কারণে হয় না, এটা জানা থাকলে আপনি আপনার সাইটের জন্য কার্যকর ডিজাইন, উপাদান বা বৈশিষ্ট্য বেছে নিতে পারেন। আপনাকে আপনার এই বিশেষণ বা গবেষণায় সাহায্য করার জন্য আমরা এ নিবন্ধে সেরা কয়েকটি ফ্রি ওয়েব টুল-এর খোঁজ দিলাম। কোনো ওয়েব সাইট সম্বন্ধে আপনার জানাকে সম্পূর্ণ করার জন্য এসব টুলের কোনো বিকল্প নেই।

১.এলেক্সাঃ

www.alexa.com

১৯৯৬ সালে যাত্রা শুরু করার পর এলেক্সা খুব দ্রুতই ওয়েব সাইটের ট্রাফিক র‌্যাংকিং-এর জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ট্রাফিক র‌্যাংকিং সেবা। এটি ওয়েব সাইটের ট্রাফিকের হিসাব রাখে এবং সংগৃহীত উপাত্তের ওপর ভিত্তি করে সংখ্যাগত একটি রেঙ্কিং করে।

Djarifonnet.blogspot.com+Site+Info 1286264388581 ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার কিছু প্রয়োজনীয় ওয়েব টুলস! | Techtunes

২.ইয়াহ্যু সাইট এক্সপ্লোরারঃ

https://siteexplorer.search.yahoo.com/

সাইট এক্সপ্লোরার এর সাহায্যে আপনি একটি ওয়েব ঠিকানা গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বিচার করতে পারেন। উপরের লিঙ্কে গিয়ে আপনার সাইটের এড্রেস দিয়ে এক্সপ্লোর ইউআরএল লেখা বাটনে ক্লিক করুন। এতে আপনার সাইটের কতগুলো লিঙ্ক ইয়াহ্যুতে আছে তা জানতে পারবেন।

Site+Explorer+ +Search+Results 1286264516189 ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার কিছু প্রয়োজনীয় ওয়েব টুলস! | Techtunes

৩.টুইট ভলিউমঃ

http://www.tweetvolume.com/

কোনো ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার আরেকটি উপায় হচ্ছে টুইটার-এ এটি সম্বন্ধে মানুষ কথা বলছে কি না তা দেখা। টুইটভলিউম দিয়ে আপনি বিভিন্ন কিওয়ার্ড (যেমন, ওয়েব সাইটের নাম, ঠিকানা ইত্যাদি) দিয়ে অনুসন্ধান চালিয়ে দেখতে পারেন কতগুলো টুইটস-এ এটির উলখ আছে।

Tweetvolume+Compare+Twitter+Results%21+Now+with+timed+results%21 1286264554216 ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার কিছু প্রয়োজনীয় ওয়েব টুলস! | Techtunes

৪.কোয়ার্কবেসঃ

http://www.quarkbase.com/

কোয়ার্কবেস একটি পরিপূর্ণ ওয়েব টুল যেটি থেকে একটি ওয়েব সাইট সম্বন্ধে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এর সামাজিক জনপ্রিয়তা ট্যাব ব্যবহার করে ডিগ, স্টাম্বল আপন এবং ডেলিশাস-এর মত সাইটগুলোতে ঐ সাইটটির জনপ্রিয়তা কেমন তাও জানা যাবে।

Website+Information,+Analysis+&+Research+Tool+ +Quarkbase 1286264576152 ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার কিছু প্রয়োজনীয় ওয়েব টুলস! | Techtunes

৫. কোয়ান্টকাস্টঃ

http://www.quantcast.com/

কোয়ান্টকাস্ট এ সময়ের একটি জনপ্রিয় সাইট ট্রাফিক মেজারিং টুল। এর সাহায্যে সাইট প্রকাশকরা তাদের সাইটকে ‘কোয়ান্টিফাই’ করতে পারেন। কোয়ান্টিফাই করা মানে হচ্ছে সাইটের পেজগুলোর মধ্যে একটি স্ক্রিপ্ট রেখে দিয়ে সরাসরি ট্রাফিক সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ করা।

Quantcast+ +Home 1286264719605 ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার কিছু প্রয়োজনীয় ওয়েব টুলস! | Techtunes

৬.পপুরিয়াসঃ

http://www.popuri.us/

পপুরিয়াস নামের এই ওয়েব টুল ব্যবহার করে আলেক্সা, টেকনোরাটি, ডেলিশাস বুকমার্ক ইত্যাদি ওয়েব সেবা ও পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আপনি একটি সাইটের জনপ্রিয়তা মাপতে পারবেন। এই ছোট টুলটি আপনাকে কোনো ওয়েব সাইটের জনপ্রিয়তা/অজনপ্রিয়তা সম্বন্ধে দ্রুত, নির্ভরযোগ্য তথ্য পেতে সাহায্য করবে।

popuri.us+  +quickly+check+your+site%27s+Google+PageRank,+Alexa+Rank+and+more%21 1286264958959 ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার কিছু প্রয়োজনীয় ওয়েব টুলস! | Techtunes

7 thoughts on “ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার ৬টি প্রয়োজনীয় ওয়েব-টুলস!”

  1. জনপ্রিয়তার জন্য আলোক্সা র‌্যাংক, আর মানের বেপারে গুগল পেজ র‌্যাঙ্ককে অনুসরণ করি। তবে এখনো আমার কাছে এগুলোকে অনেক ত্রুটিযুক্ত মনে হয়। আলেক্সার উইজেট যুক্ত করলে সাইটের প্যাজ র‌্যাংক কিছুটা বাড়ে। আবার একবার উইজেট না থাকা অবস্থায় দেখলাম র‌্যাঙ্ক অনেক কমে গেছে। তার পরের দিন আলেক্সা উইজেট যুক্ত করায় র‌্যাঙ্ক ঠিক হয়ে গেলো। অথচ সাইটের ভিজিটরের হিসেব অনুযায়ী তেমন কোন পার্থক্য দেখি নি।

    বেশ কিছু সমস্যা দেখতে পেলেও নিরপেক্ষভাবে অন্যের ওয়েবসাইট সম্পর্কে প্রাথমিক ধারনা পেতে টুলগুলো সহায়তা করবে। ধন্যবাদ ডিজে আরিফ ভাই।

    1. @মাহবুব টিউটো,
      টিউটো ভাই, অ্যালেক্সা তার র‌্যাংক তৈ্রি করে তাদের টুলবার ব্যবহার কারীদের মাধ্যমে, আপনার সাইটে কতজন অ্যালেক্সা টুলবার ব্যবহার কারী আসে সেটার ভিত্তিতে আপনার সাইটের পেজ র‌্যাংক বাড়ে এবং কমে, এটা অন্য কোন ট্র্যাকিং সিস্টেম না, তারা টুল্বারের সাহায্যে ওয়েবসাইট ট্র্যাকিং করে। নিয়মিত অ্যালেক্সা টুলবার ব্যবহার করুন এতে র‌্যাংক-এ একটু বাড়তি সুবিধা পাবেন।

      আশা করি উপকৃ্ত হবেন।
      ধন্যবাদ মাহবুব ভাই।

  2. োয়েব ডেভেলপম্টে শিখার অনেক অাগ্রহ কিন্তু কোথায় কিভাবে শিখবো বুঝে উঠতে পারছি না। আপনাদের এই সাইটের সদ্ধান পেয়ে আমার জন্য অনেক ভাল হলো। দয়াকরে আমাকে পরামশর্ দিলে উপকৃত হবো।

    1. @Sayed Ali Hasan,

      ওয়েব ডেভেলপমেন্ট এ আগ্রহ ভালো কথা, এখন কোন পরামরশের মাধ্যমেই কিন্তু আপনি ভালো মানের ওয়েব ডেভেলপার হয়ে উঠবেন না, এর জন্য ভালো কোথাও শেখার জন্য চেষ্টা করা উচিত।

Leave a Comment