মানসম্পন্ন লিংকের বৈশিষ্ট্য

আজ খুবই দ্রুতগতিতে টিউটরিয়ালটি লিখে যাবো। হাতে একদম সময় নেই তার উপর কয়েকদিনের ভ্রমনের ঝামেলায় কোন পোষ্ট লেখা হয় নি। বেশ একটা যোগাযোগ বন্ধ অবস্থায় পড়ে আছি। সাইটে পুরানো ভিজিটর এসে নতুন কিছু খুজে না পেয়ে হতাশ হচ্ছেন। বেশ কিছু দিন আমি ব্যাক লিংক সংগ্রহের চেষ্টা করে দেখি ব্যাকলিংক ঠিকমতো তৈরী হচ্ছে না। তারপর ব্যাকলিংকের বেপারে বেশ কিছু দিকের উপর নজর দিলাম।

2010-09-23_070745

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাথাটার সাথে যারা পরিচিত তারা সবাই জানে যে ব্যাকলিংক সাইটের র‌্যাংক বাড়িয়ে দেয়। আর ব্যাক লিংক সম্পর্কে যতটা পরিচিত ততটা অবশ্য লিংকের মূল্যমানের বেপারটার সাথে সাবাই পরিচতি নয়। মূলতঃ আজ আমি ব্যাক লিংকের গুরুত্বের কথা না বলে মূল্যবান লিংকের কথা বলতে এসেছি।
কতগুলো ব্যাকলিংক হলে আপনার সাইটের কতটুকু উন্নতি হবে এ বেপারে যে সব কথা বলেছিলাম তার মধ্যে কয়েকটি অক্ষরে ব্যাক লিংকের মূল্যায়নের বেপারটা আলোচনা করেছিলাম অনেকটা এভাবে

আরেকটা বেপার আপনার ব্যাক লিংকেরও একটা মূল্য মান আছে। কোন একটি ফোরামে (যার প্যাজ র‌্যাংক ৩/৪) আপনার স্বাক্ষরের লিংকের চেয়ে নিউইয়র্ক টাইমসের (প্যাজ রাংক ৯) ব্যাক লিংকের গুরুত্ব অনেক বেশি হবে। বেপারটা এরকম যে ভাল মানুষ আপনাকে ভাল বলে কিনা- ভাল মানুষ আপনাকে ভাল বললে তবেই আপনি ভাল।

এ কথাগুলোর বিস্তারিত আলোচনা করবো। এখন দেখে নেই একটি লিংকের গুরুত্ব কিভাবে নির্ধারন করা হয়।

১. একই ধরনের টপিকের ব্যকলিংক

ব্যাকলিংকের ক্ষেত্রে আমি কখনোই শুধুমাত্র সার্চ ইঞ্জিনের কথাটা চিন্তা করি না। একই ধরনের টপিকে ব্যাকলিংকগুলোতে ক্লিক বেশি পড়ে। ভিজিটরের চাহিদার উপরে ভিত্তি করে একই ধরনের আলোচনায় সেই সম্পর্কিত লিংকে ক্লিক যেমন বেশি পড়বে, সার্চইঞ্জিনেও তার গুরুত্ব বেশি হবে।

২. বিশ্বস্ত সাইটের লিংক

কবে যেন বলেছিলাম, “ভাল মানুষ যদি আপনাকে ভাল বলে তবেই আপনি ভাল মানুষ” আর এ কথাটি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে বলতে হবে তা জানতাম না। এখন দেখছি ভাল সাইটের ব্যাকলিংকের দাম বেশি। তাই ভাল সাইট যদি আপনার সাইটের ব্যাকলিংক দেয় তাহলে সেই লিংকের গুরুত্ব বেশি হয়।

৩. রিসিপ্রোকাল লিংক

অনেক সময় বিভিন্ন সাইটে লিংক আদান প্রদান করা হয়, আর সেই লিংকটিরও গুরুত্ব কম থাকে। বিশেষতঃ ওয়েব ডিরেক্টরীগুলো এই ধরনের ব্যবস্থা রেখে থাকে। অনেক সময় সেই সব লিংকের গুরুত্ব কম হয়ে থাকে।

বৈশিষ্ট্য,মান সম্পন্ন,লিংক,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

৪. জাভাস্ক্রিপ্ট/ফ্লাস বা অন্যান্য এমবেড লিংক

জাভাস্ক্রিপ্টের লিংকগুলো সার্চ ইঞ্জিনগুলো ইনডেস্ক করে না। অধিকাংশ ক্ষেত্রেই জাভাস্ক্রিপ্টে বিভিন্ন রেনডম লিংক প্রদান করা হয় আর অধিকাংশ ক্ষেত্রে এগুলো বেশি দিন স্থায়ী হয় না। আবার ফ্লাস ও বিভিন্ন এমবেড মিডিয়ার লিংকগুলোও সার্চ ইঞ্জিন বটগুলো পড়তে পারে না তাই সার্চ ইঞ্জিনের কাছে সেই লিংকগুলোর দাম নেই।

৫. এংকর টেক্সট

শুধু কীওয়ার্ডই কোন একটি লিংকের পরিচয় বহন করে না। এংকর টেক্সটগুলোও একটি লিংকের সাথে সংযোজিত হয়ে যেতে পারে। Click Here লিখে গুগলে সার্চ দিয়ে দেখুন। প্রথমে এডোবি অ্যাক্রোবেট রিডারের লিংকটি চলে আসে। তার কারন হলো এই এংকর টেক্সট দিয়ে সবচেয়ে বেশিবার এডোবি অ্যাক্রোবেট রিডারের লিংকটি প্রকাশ করা হয়েছে। কোন লিংককের এঙ্কর টেক্সটও কীওয়ার্ডের মতো ভূমিকা পালন করতে পারে!!!

৬. ভেতরের/আনইনডেক্স পাতা ও প্রথম পাতার লিংক

এটা সহজেই ধারণা করতে পারেন যে, ভেতরের পাতার লিংকের চেয়ে প্রথম পাতার লিংকের মূল্যায়ণ বেশি হবে কারন এই পাতাটি সবচেয়ে বেশি বার করে ইনডেক্স হয়।

ভবিষ্যতে হয়তো লিংকের বেপারে আরও জানতে পারবেন, ভাল থাকুন।

আরও পড়ুন

ছবি সূত্রঃ

http://www.searchlead.com/

http://linkbuilding.net

5 thoughts on “মানসম্পন্ন লিংকের বৈশিষ্ট্য”

  1. ফ্লাস ব্যাবহার করতে আমারও ভাল লাগে না। তবে কিছু নিয়ম অনুসরন করলে ফ্লাস লিঙ্কও সার্চ ইঙ্গিন বট পরতে পারে 😀
    লেখাটার তাৎপর্য অন্তর নিহিত থাকায় আমার বুঝতে সময় লাগল………

  2. SEO সম্পর্কে বিষদ জানালে উপকৃ্ত হতাম। এ সম্পর্কে জানার আগ্রহ অনেক দিনের।
    এ বেপারে একদম গোড়া থেকে শুরু করলে ভাল হয়।
    ধন্যবাদ

Leave a Comment