CMS Joomla! টিউটোরিয়াল (পর্যায়ঃ১.২ পর্বঃ হোস্টিং)

এপর্বে আলোচনা হবেঃ হোস্ট-এর ধরন নির্বাচন, হোস্ট নির্বাচন ও হোস্টিং

সার্ভারঃ

সার্ভার হচ্ছে একটি হাই কনফিগারেশনের বিশেষ রকম কম্পিউটার যা ডাটা সংরক্ষন করে। আমার এ লেখা টিটোরিয়ালবিডির সার্ভারে সংরক্ষিত,সেটি হাইস্পিড ইন্টারনেট যুক্ত এবং উন্মুক্ত তাই আমরা এ লেখা দেখতে পাচ্ছি। আমার ব্যক্তিগত একটি সার্ভার আছে যা আমার এবং আমার  ক্লায়েন্টের ডাটা সংরক্ষন করে কিন্তু এটি উন্মুক্ত নয়। এভাবে অফিস,দপ্তর,স্কুল গুলোরও সার্ভার থাকে। আমাদের আলোচনা শুধু ওয়েব সার্ভার নিয়ে যা ওয়েব সাইট সার্ভ করে।

হোস্টিং

হোস্টিং হচ্ছে আপনি একটি ২৪ ঘন্টা অন হাইস্পিড ইন্টারনেট যুক্ত সার্ভারের কিছু অংশ বা একটি সার্ভার বা একাকাধিক সার্ভার একটি লোকেশনে বা কয়েকটি লোকেশনে ভাড়া নেবেন বা কিনে নেবেন।

হোস্টিং কোম্পানিঃ

জ্বী, সবাই হোস্টিং কোম্পানি না ইন্টারনেটে বহু সাইট পাবেন এর ৯০%ই পুনঃবিক্রয় (বড় হোস্টিং কিনে ভেঙ্গে বিক্রয় মানে পাইকারি কিনে খুচরা বিক্রয়) করে থাকে বা কোম্পানি নয় । হোস্টিং কোম্পানি থেকে না কিনলে “কাঁচা বাশঁ”! আর ভাল হোস্টিং কোম্পানি থেকে কিনলে “পাকা বাশঁ”।

কোম্পানি ছাড়া হোস্টিং- এর অবস্থা বেশির ভাগ সময় এমন হয়ঃ

এই সাইটটি বন্ধ কিন্তু এর ব্যবহারকারির কি দোষ?

এই সাইটটি বন্ধ কিন্তু এর ব্যবহারকারির কি দোষ?

একটা হোস্টিং কোম্পানির নাম উল্লেখ করছি যারা সর্বদা “পাকা বাশঁ” দিয়ে থাকে

১.রাক্ষসের ভাই খোক্কস (হোস্টগ্রাটর)

উল্লেক্ষ সাইটে আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স “পাকা বাশঁ”

কাচাঁ বাশঁ বুঝলেন তো পাকা বাশঁ কি রকম?

মাথার চুল ছিড়ে দেখতে পারেন…..

হোস্ট-এর ধরনঃ

শেয়ার ওয়েব হোস্টঃ

একটি বড় সার্ভার যাতে হাজার সাইট থাকে কিন্তু সাধারন ভাবে আইপি থাকে একটা তাই একটা সাইট স্ক্যাম হলে সবার সাইটই ব্ল্যকলিস্টেড হয়। এটির নির্দিষ্ট স্থান কিনতে নির্দিষ্ট টাকা লাগে। কোম্পানি ভেদে ১০০ টাকা জিবি স্পেস আর ৫০ টাকা জিবি ব্যান্ডউথ মাসিক। তবে সাধারনত ১২ মাসের টাকা একবারে দিতে হয়। বেশি সিপিইউ ব্যবহার হোস্টিং বাতিল করে

VDS বা VPS:

এখানে পুরো সার্ভারটা কয়েকজন ব্যবহার সাধারন ভাবে আইপি থাকে আলাদা একটা তাই একটা সাইট স্ক্যাম হলে সবার সাইটই ব্ল্যকলিস্টেড হয় না। নির্দিষ্ট কিছু রিসোর্স দেয় তাই হোস্ট সহজে বাতিল হয় না। তবে মেনেজ এবং আনমেনেজ বেছে নিতে সাবধান। কোম্পানি ভেদে ১৪০০ টাকা মাসিক থেকে শুরু।সর্বনিম্ন ৩ মাসের টাকা একবারে দিতে হবে।

ভিপিএস সম্পর্কে আরও জানতে মাহবুব ভাইয়ের  লেখাটি পড়তে পারেন

ডেডিকেটেড সার্ভারঃ

পুরো সার্ভারটাই আপনার একার! প্রসেসর, র‍্যাম, হার্ডডিস্ক, পোর্ট স্পিড নিজে কাস্টমাইজ করে অর্ডার দিতে হয় কয়েকটা প্যাকেজ তৈরিও থাকে। কোম্পানি ভেদে মাসিক ৩৫০০ টাকা থেকে শুরু। প্রতি মাসের টাকা অগ্রিম দিতে হয়। চাইলে কয়েক বছরের টাকাও দিয়ে রাখতে পারেন।

ক্লাউড সার্ভারঃ

এখানে পুরো সার্ভারটা কয়েকজন ব্যবহার সাধারন ভাবে আইপি থাকে আলাদা একটা তাই একটা সাইট স্ক্যাম হলে সবার সাইটই ব্ল্যকলিস্টেড হয় না। নির্দিষ্ট কিছু রিসোর্স দেয় তাই হোস্ট সহজে বাতিল হয় না। এটি কয়েকটি দেশের কয়েকটি সার্ভারে আপনার ডাটা রাখবে।তাই দ্রুত সাইটলোড হবে (গুগল এপদ্ধতি ব্যবহার করে তাই ব্লগস্পটের সাইট অনেক দ্রুত লোড হয়) কোম্পানি ভেদে ৫৯০০ টাকা মাসিক থেকে শুরু।সর্বনিম্ন ৬ মাসের টাকা একবারে দিতে হবে।(সাবধান অনেক কোম্পানি VPS কে ক্লাউড বলে)

আরও জানতেঃ ক্লাউড হোস্টিং কি? এর সুবিধা এবং অসুবিধা

কলকুলাশন হোস্টিং

আপনি সার্ভার কিনে কোম্পানি কে দিবেন তারা ম্যানেজ কবে ভাল না লাগলে সার্ভার বাসায় এনে উইন্ডোস সেট-আপ দিয়ে (যদি না থাকে) গেম খেলবেন! পেড্রাইভে ভাইরাস নিয়ে সার্ভারে রেখে দিতে পারবেন। কোম্পানি ভেদে ৩০০০ টাকা মাসিক থেকে শুরু। প্রতি মাসের টাকা অগ্রিম দিতে হয়। চাইলে কয়েক বছরের টাকাও দিয়ে রাখতে পারেন।

আনলিমিটেড হোস্টিং

বেশি কিছু বলব না। আপনি আপনার ফ্ল্যাট থেকে একটি রুম ভাড়া দিচ্ছেন বলছেন আপনি চাইলে ১০ টা রুম ব্যাবহার করবেন। যেখানে রুম আছে ৩ টা!তারপর অতিথি আসলে আর একটি রুমে জায়গা দিচ্ছে বলে অতিথির সামনে তাকে অপমান করে বললেন, অতিথি আনলে বাড়ি কিনে নিন! তার মাল পত্র সব ক্রক করলেন………………. মাত্র মাসিক ১৪৮ টাকা থেকে খেলা শুরু………

হোস্টিং-এর মূল বিষয়ঃ

  • ডিস্ক স্পেসঃ কত পরিমান ডাটা সার্ভারে রাখতে পারবেন। হবে।এটি ফুরালে আপনার সাইটে আরকিছু যুক্ত করতে পারবেনা। সাইট তবে জুমলা সাইট বলে আর্টিকেল প্রকাশ করতে থাকতে পারবেন,যে পর্যন্ত ডাটাবেসে যায়গা থাকে।
  • ব্যান্ডউইথঃ আপনাকে কত পরিমান ইন্টারনেট ইউস করতে দেওয়া হবে।এটি ফুরালে আমরা আপনার সাইট ভিজিট করতে পারব না।
  • কন্ট্রোল প্যানেলঃ সি-প্যানেল নেওয়াই উত্তম। টাকা দিয়ে নিলে ভুলেও চি-প্যানেল ছাড়া নিবেন না।
  • ডাটাবেসঃ ডাটাবেজ সংখ্যা । এটির সাইজ প্রতেকটি যেন কমপক্ষে ১ জিবি হয়।কারন এটিতেই সব লেখা সেটিংস সব সেভ হবে।
  • এড অন ডমেইনঃ আপনি সর্বোচ্চ কয়টি সাইট হোস্ট করতে পারবেন।

হোস্ট-এর ধরন নির্বাচনঃ

  • আপনি যদি ওয়েব সাইট শুরু করতে চান তবে ফ্রি হোস্টিং দিয়ে শুরু করুন।
  • আপনার যদি মনে হয় হ্যা আমাকে দিয়ে হবে তাহলে শেয়ার কিনুন।
  • কয়েকটি ভাল সাইট হয় যেগুলোতে ৫০০০+ প্রতিদিন ভিজিটর তখন VPS কিনুন।
  • প্রফেশনালদের ডেডিকেটেড সার্ভারের বিকল্প নেই। তবে কলকুলাশন অতি উত্তম।
  • টাকা হলে বা থাকলে ক্লাউড কিনুন।

শেয়ার ও ফ্রি হোস্টিং-এ যা করবেনঃ

  • ফাইল ডাউনলোড দিবেন না।
  • ভিজটর বাড়লে সাবধান হন।
  • অকারনে জায়গা নষ্ট করবেন না।

ভাল হোস্টিং কোম্পানি সাইটের লিঙ্কঃ

১.ফ্রি সি-প্যানেল হোস্টিং এর জন্য মেগা বাইট হোস্ট

২. টাকা দিয়ে কিনতে এক ও অদ্বিতীয় (1&1)

৩. টাকা দিয়ে কিনতে অনেক আনন্দ! (Yahoo) (রেকোমেন্ডেড)

“যে সকল সাইট আনলিমিটেড হোস্টিং অফার করে তাদের কাছে থেকে কোন প্রকার হোস্টিং কিনবেন না”

পরবর্তি পর্বে আলোচনা হবেঃ ডোমেইন নির্বাচন, ডোমেইন ক্রয়, ডোমাইন সেট-আপ, ডোমাইনের নিরাপত্তা বিষয় সমুহ।

অফলাইনেও পড়ুন সাইজ প্রায় ৪৪২ কিলোবাইট

কপিরাইট সম্পর্কে অবগত হনঃ

কপিরাইট লেখকের এবং টিউটেরিয়ালবিডির এটি কোন অস্থায় কোন প্রকার সেভ,কপি,এই ওয়েব পেজ সেভ করার অনুমতি আপনাকে দিচ্ছিনা। অফলাইনে পড়তে নিচে লিঙ্কে দেওয়া পোর্টেবল ডুকুমেন্টটি (PDF) ব্যবহার করুন, সেটির টেক্সট কপিও গ্রহনযোগ্য নয়।

আমার জুমলা শেখা হয় রাসেল ভাইয়ের  raselblog.co.cc থেকে বর্তমানে এটি tutobd.com। কিন্তু কিছু দিন আগে তার একটি লেখায় ভুলবশত বাজে কমেন্ট করে আমি অনুতপ্ত।

রাসেল ভাই আপনি জুমলা না শেখালে আমি আজ ফ্রিল্যান্সার হতে পারতাম না, এপর্যন্ত আসব কল্পনা করারও জ্ঞান ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন………….

24 thoughts on “CMS Joomla! টিউটোরিয়াল (পর্যায়ঃ১.২ পর্বঃ হোস্টিং)”

  1. সুন্দর লেখা ।যারা নতুন সাইট বানাবে তাদের কাজে লাগবে । হোষ্টিং কোম্পানীর প্রতারনার হাত থেকে বাঁচতে পারবে ।রাসেল ভাইয়ের জন্য জুমলা শিখছেন .ইস্ আমি যদি সাইট ডেভলপার হতে পারতাম কোন ভাইয়ের সহযোগিতায়

    1. @sponsor a child,
      “ভাই” লাগবে না চেষ্টা লাগবে , বুঝলেন?
      রাসেল ভাইয়ের লেখা পোস্ট থেকে শিখেছি। হাতে হাতে নয়। তার সাইটের কিঙ্ক দেওয়া আছে সেখানে যেতে অনুরোধ করলাম। জুমলা পুরো শেখাতে আমি কমসেকম এক মাস লাগাব। কারন “কোর” ছাড়া শুরু করতে চাই না। আর ১০০% ক্রিস্টাল ক্লিয়ার মানে জুমলা প্রোগ্রামার বানাতে চাই।

    1. @ইমরান, হোস্টিং এর উপরে টিউটোরিয়ালটি ভাল হয়েছে। জুমলার টিউটোরিয়াল প্রকাশের আগে একটু রিভাইস করে নিলে অবশ্য অনেক সমস্যাই সমাধান করা যায়। কিছু কিছু বেপার অনেক দ্রুত বলে গেছেন, তাই বুঝতে পারি নাই। সব মিলিয়ে বেশ ভালই চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় এবার জুমলাতে ভাল করে হাত দেওয়া দরকার।

      1. @টিউটো,
        আমি মাঝারি ভাবে লিখছি। নয়তো কারো কারো কাছে “আজাইরা পেচাল” হয়ে যেতে পারে। তবে পাঠকের মতামত দেখি তারা যা চাবে তাই হবে 😀
        আর আপনার সাইটটা যদি জুমলা বানাতে চান তো বিনা থামানোতেই আমি করে দিতে পারি যেকোন সময় সাথে একটা ডিজাইন বিনামূল্যে……..

        1. টিউটোরিয়াল বিডি জুমলাতে হলে আমার খবর খারাপ আছে! তবে হোস্টিং নিয়ে এত ভালো লেখা এর আগে পড়ি নাই। সত্যি বলছি, আমার কাছে কোন পাম্প পার নাই! আপনি লেখার ধরণ এই ভাবেই চালিয়ে জান, দারুণ লাগছে।

          1. @শিবলী,
            নতুন ডিজাইন হলে টিউটোরিয়াল বিডির পেজ ভিউ আনেক বাড়বে। জুমালায় প্রিন্ট,পিডি এফ ইমেল ইত্যাদির সুবিধা আছে। আরও আছে ৯ রকম ইউজার ব্যবস্থা।

          2. @ইমরান,
            সরি ৭ রকম ইউজার ব্যবস্থা ।এমনকি এমন এডমিন বানানো যায়, যার এডমিন প্যানেলে প্রেশাধিকার নেই!

          3. @ইমরান, জুমলায় কিংবা অন্য কিছুতে অনেক অনেক সুবিধা থাকলেও টিউটোরিয়ালবিডিকে ওয়ার্ডপ্রেসেই রাখতে হবে- কিছুই করার নেই। কারন টিউটোরিয়ালবিডিতে বর্তমানে ৪০০+ পোষ্টের হাজার হাজার ব্যাকলিংকগুলো ডেড লিংকে পরিনত হয়ে যাবে। গতকাল সারাদিন থিমটির অনেক পরিবর্তন করেছি। এখন সাইটটি অনেক বেশি হালকা হয়েছে। আগামীতে সাইটের আরও কিছু আপডেট করবো… কিন্তু মৌলিক ব্যবস্থাপনা একই থাকবে।

            বাংলা ব্লগলেখকরা ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলে বেশ সুবিধা পায় কারন অনেকগুলো বড় সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে গড়া।

            আরো কিছু কথা, এ জাতীয় সাইটের জন্য ডিজাইনের চেয়ে কনটেন্ট অনেক বেশি মূল্যবান। সাইটের পরিচিতি আর ভিজিটর বাড়ানো নতুন নতুন ভাল কনটেন্টই সাইটকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। আমি প্রতিদিন ভাল লেখার প্রতিক্ষা করি । হাজার হাজার ডিজাইন আর পদ্ধতি প্রয়োগ না করে দিন দিন ডিজাইনটিকে সাদামাটা করতে ব্যস্ত। আপনারা নিয়মিত লিখেগেলেই টিউটোরিয়ালবিডি এগিয়ে যাবে

          4. @টিউটো,
            হায় হায় ডেড লিঙ্কের কথা তো আমার মনেই ছিল না! না জানি কত জনের বাড়া ভাতে ছাই দিয়েছি!
            আর ডিজাইন কনটেন্টের মতই মুল্যবান একে কম মনে করা ঠিক হচ্ছে না। যেমনঃ এই সাইটে সাইড বার না থাকায় অন্য লেখায় না গিয়ে পাঠক ক্লোজ করে দিচ্ছেন। আবার সবগুলো আইটেমও মেনুতে স্থান পায়নি। বাংলা নিয়ে যে কোন বিভাগ আছে তাকি আমি ভাবতেও পেরে ছিলাম?

          5. @ইমরান,
            হ্যা ডিজাইন বলতে আমি হাইকোয়ালিটি গ্রাফিক্স বোঝাছি না। ইন্টারফেসটা জোরাল করার কথা বলছি।

  2. অনেক লেখাই পড়তে কষ্ট হচ্ছে সম্ভবত শব্দ পরিপুর্ণভাবে প্রকাশ পায় নাই।লেখাটা বুঝতে পারছিনা,লেখা আপডেট করার জন্য অনুরোধ থাকল।ধন্যবাদ।

    1. @raj,
      হুম……..
      ভাই একটা অক্ষর তো ভাঙ্গা নেই!
      আর আপডেট যদি করা লাগে আমাকে না জনাব এডমিন সাহেব জানান! কারন আমার পারমিশন নাই।
      আপনার অপারেটিং সিস্টেম এক্সপি না হলে অসুবিধা হবার নয়।
      তবু সিস্টেম ফন্ট চেঞ্জ করে থাকলে হতে পারে………
      টিউটো ভাইয়ের দৃস্টি আকর্ষন করছি…..

      1. @ইমরান,তিনি সম্ভবতঃ আপনার লেখার ভাষার বেপারে বলেছেন। “হোস্টিং কোম্পানি” প্যারার কিছু লাইন অবশ্য আমিও বুঝি নাই। টিটোরিয়ালবিডিতে এভাবে লিখলে অনেকে বোঝতে পারে না।

  3. ভাই ইমরান, আপনার পড়াটা পরে ভালই লাগলো। ইনটারনেটে বাংলা লেখা দেখলেই প্রান ভোরে জায়। তারপর তা যদি হয় দরকারি পড়া। ভালই হয়েছে। অনেকে অনেকই বলবে। দয়াকরে তাদের বলুন আমরা ইংরেজি থেকে বাংলাকরছি তাই আপনাদের এমন লাখছে। বাংলা পরতে থাকুন সবই বুঝবেন।
    আসলে আপনার টাইপের সময় বানান গুলো একটু আবার পড়ুন তো সব ঠিক।
    ভাল থাকেন আরও নতুন কিছু জানান । আপনাকে এবং টিউটো ভাইকে ও অনেক ধন্যবাদ এত সুন্দর বাংলা সাইড উপহার দেয়ার জন্য। । । । সুমন।

  4. Md. Frioz Mahmud

    জুমলার একটা বা তার অধিক কলেজ /বিশ্ববিদ্যালয়ের টেমপ্লেট দরকার কারো কাছে থাকলে জানাবেন।
    rubelnl@yahoo.com
    ই-মেইল করতে পারেন।

    1. মাইণুদ্দিন

      জুমলা নিয়ে কাজ করি। ইন্টারনেট থেকে বিভিন্ন টিয়োটরিয়াল পড়ে কাজ করি। ভাল কাজ এখন পারিনা। আমাও একটি স্কুল/কলেজ এর জুমলা টেমপ্লেট দরকার।

  5. Md. Frioz Mahmud

    জুমলা টেমপ্লেট মেকিং (making) এর কোন টিপস্ থাকলে জানাবেন।

  6. সালাম ভাই …..কি ভাবে Jooma & WordPress এ JavaScript ডোকানো যায় ?? কেও জানলে Help কোরেন Plz. TQ in advance.

  7. ধন্যবাদ আপনার গরুত্তপূর্ণ তত্থের জন্য ।আমি একটি ব্লগস্পট সাইট করেছি আপনারা দেখতে পারেন এবং আপনাদের ভাল লাগবে। সাইটটি হল
    http://www.allinfobd24.blogspot.com

Leave a Comment