CMS joomla! টিউটোরিয়াল (পর্যায়ঃ১ পর্বঃ শুরুর কথা)

জুমলা বিনামূল্যে বিতরনযোগ্য একটি ওপেনসোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটি একটি ওয়েব ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে যে কোন ব্যক্তি সহজে ডায়নামিক ওয়েবসাইট বানাতে পারবে। এটি PHP প্রোগ্রামে লেখা যেটির ডাটা MYSQL ডাটাবেজে সংরক্ষন করা হয়। আরএসএস ফিড, প্রতি পাতার ক্যাশিং, প্রিন্টেবল ও সহজ পিডিএফ করার সুবিধা সহ নানান ধরনের সুবিধা দেয় জুমলা।

জুমলা ২.৫ মিলিয়নের বেশিবার ডাউনলোড করা হয়, ৬০০০ এরও বেশি প্লাগিন সমৃদ্ধ হওয়ায় জুমলা এখন বেশ জনপ্রিয় একটি মুক্ত সফটওয়্যার।
CMS joomla!  টিউটোরিয়াল (পর্যায়ঃ১ পর্বঃ শুরুর কথা)

ইতিহাসঃ

১৭ই আগষ্ট ২০০৫ সালে  মিরো ইন্টারন্যাশনাল (প্রাঃ) লিঃ নামে Mimbo ট্রেডমার্ক করে। তারা পরবর্তিতে ওয়েব ডেবলপারদের জন্য অলাভজনক প্রতিষ্ঠান তৈরী করেন। জুমলা ডেভলপমেন্ট দল (তখনও জুমলা নামটি দেওয়া হয়নি) তাদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন যে তারা ওপেনসোর্সের মৌলিক বিষয়গুলো মেনে চলছে না।

জুমলা ডেভলপার দল  মিলে ডেভলপমেন্টের খবর ও আপডেট জানানোর জন্য OpenSourceMatters.org নামে একটি ওয়েবসাইট খোলে এবং দলনেতা Andrew Eddie সবার উদ্দেশ্যে একটি চিঠি লিখেন mamboserver.com এর ফোরামে। এক দিনে প্রায় ১০০০ লোক OpenSourceMatters.org তে যোগ দেয়। সেই ফোরামের আলোচনা থেকেই বিনামূল্যে বিতরনের মুক্ত সফটওয়্যারের ব্যাপক চাহিদা কথা উঠে আসে।

১৮ই আগষ্ট ২০০৫ মুক্ত সফটওয়্যার বানানোর নতুন একটা দল ঘোষনা দেওয়া হয়।

১লা সেপ্টেম্বর ২০০৫ এ একটি সফটওয়্যারটির নাম ঘোষনা করা হয় Jumla যার অর্থ ‘সব কিছু একসাথে’ । তা থেকে Joomla শব্দটি নেওয়া হয়।

৬ সেপ্টেম্বর ২০০৫ এ সবার কাছ থেকে লগো চাওয়া হয়। এবং লগো বাছাইয়ের জন্যও কমিউনিটিকেই দায়িত্ব দেওয়া হয়।

১৬ সেপ্টেম্বর ২০০৫ তারিখে জুমলা ১.০.০ ভার্শন মুক্ত করা হয়।

২২ জানুয়ারী ২০০৮ তারিখে জুমলার জনপ্রিয় ভার্শন ১.৫ মুক্ত করা হয়।

বর্তমানে ডায়নামিক সাইট বানাতে হলে CMS ইউস করবেননা এমনলোক পাওয়া কষ্টকর।হাজার CMS এর ভিড়ে কোনটা ব্যাবহার করবেন? CMS পরে পাল্টানোর কথা ভুলেও চিন্তা করবেনা। কারন এতগুলো ডাটা নতুনভাবে ইনসার্ট করা অনেক ঝামেলার কাজ। তাই কাজ শুরু করার আগেই সিদ্ধান্ত নিন কোন সিএমএস-এ কাজ করবেন।

সিএমএস

আপাততঃ ওয়ার্ডপ্রেস আর জুমলার বৈশিষ্ট্য বিবেচনা করে নেই-

জুমলার বৈশিষ্ট্য

  • ক্যাশিং (এটি সাইট দ্রুত লোড করে)
  • বিশাল ডাটা সহজে নিয়ন্ত্রন
  • সহজে এডিট যোগ্য থিম (আর প্রিমিয়াম থিমে তো কথাই নাই ক্লিকেই সাইজ কালার চেঞ্জ!)
  • সাইটের বা যেকোন আপলোড,ডাউনলোড,কম্প্রেস,গ্রমজ,ডিলিট কন্ট্রোল প্যানেলেই সম্ভব
  • কম্পনেন্ট সুবিধাঃ যা জুমলার প্রায় একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় এবং চাই কি জুমলাকে নিয়ন্ত্রন করে।)
  • মডুল,প্লাগিন,লাঙ্গুয়াজ উন্নত
  • অতি উন্নত ইউজার ব্যবস্থা
  • সহজ ও সুন্দর এডমিন প্যানেল
  • সাইট ট্রান্সফারঃ খুব সহজে জুমলার সাইট ট্রান্সফার করা যায়।

যা জুমলায় নেইঃ

  • বিল্ডইন কমেন্ট সিস্টেম নেইঃ সেটআপ করতে হয়।
  • দ্রুত কন্ট্রোল করা যায় না। (যেমনঃ পুল এক্টিভ করতে একবার কম্পনেন্ট থেকে পুল বানিয়ে পাবলিশ করে, তারপর পুল মডুল এক্টিভ করে নতুন পুল দিয়ে সেভ করতে হয় আর প্রথবার আরেকটু কঠিন)
  • ইউজার মেনু তৈরি করা একটু কষ্ট কর।

তবে অনেক ওয়েব ডেভলপাররাই শুধু ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেসকে এবং বিভিন্ন রকমের সাইটের জুমলাকে পছন্দ করে বলে জানা যায়। এছাড়াও অনেকগুলো পার্থক্য আছে যা বলা হয় নি। এখানে বিল্ট-ইন অবস্থার কথা বিশ্লেষন করা হয়েছে।

জুমলা টিউটোরিয়ালটি বেশ কিছুভাগে প্রকাশিত হবেঃ

পর্যায়-১> শুরুর কথা, সাইট হোস্টিং, সাইটের ডোমেন, ডাটাবেজ তৈরি

পর্যায়-২> জুমলা শুরুর কথা, ডাউনলোড, কাস্টোমাইজ, আপলোড, ডাটাবেজ কনভার্ট, সেট-আপ

পর্যায়-৩> সাইট ম্যানেজমেন্ট

পর্যায়-৪> নিজের কম্পিউটারে জুমলা সেট আপ (চাই কি আপনার ডেডিকেটেড আইপি থাকলে আমরা সবাই ইন্টারনেট থেকে দেখতে পারব!)

পর্যায়-৫> প্রফেশনালরা যা করেন এবং যা করেন না

পর্যায়-৬> সাইট সফল ভাবে চালাতে যা করবেন

পর্যায়-৭> মাঝে মাঝে কিছু খবর, আপডেট, ডাউনলোড নিয়ে হাজির হব

পরবর্তি পর্বে আলোচনা হবেঃ হোস্ট-এর ধরন নির্বাচন, হোস্ট নির্বাচন ও হোস্টিং

অফলাইনেও পড়ুন সাইজ প্রায় ৫৪৮ কিলোবাইট


লেখাটি পড়ার আগে কপিরাইট সম্পর্কে অবগত হনঃ

কপিরাইট লেখকের এবং টিউটোরিয়ালবিডির এটি কোন অস্থায় কোন প্রকার সেভ,কপি,এই ওয়েব পেজ সেভ করার অনুমতি আপনাকে দিচ্ছিনা। অফলাইনে পড়তে নিচে লিঙ্কে দেওয়া পোর্টেবল ডকুমেন্টটি (PDF) ব্যবহার করুন, সেটির টেক্সট কপিও গ্রহনযোগ্য নয়।

আমার জুমলা শেখা হয় রাসেল ভাইয়ের  raselblog.co.cc থেকে বর্তমানে এটি tutobd.com


11 thoughts on “CMS joomla! টিউটোরিয়াল (পর্যায়ঃ১ পর্বঃ শুরুর কথা)”

  1. ওয়েব সাইট তৈরির জন্য জুমলা ভালো কিন্তু ব্লগ এর জন্য মনে হয়, ওয়ার্ডপ্রেস বেস্ট। তবে আপনার লেখাটা জোশ হয়েছে। আমি জুমলা বিদ্বেষী হয়েও পুরো লেখাটা মজা করেই পড়লাম।

  2. টিউটোরিয়ালবিডিতে ইমরানকে লেখক হিসেবে পেয়ে বেশ ভাল লাগছে। আর টিউটোরিয়াল লেখার সুনির্দিষ্ট পরিকল্পনাটাও সুন্দর। জুমলা অত্যন্ত জনপ্রিয় একটি সিএমএস এতে কোন সন্দেহ নাই। বাংলাদেশের অনেক ভাল ভাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটসহ বিশ্বের অনেক নামকরা সাইটও জুমলা দিয়ে গড়া।

    কয়েকদিন আগে একটি পত্রিকায় জুমলার প্রশিক্ষনের ট্রেনিং এর বিজ্ঞাপন দেখলাম। তার মানে, অনেকে টাকা দিয়ে জুমলা শিখছে। জুমলার উপরে নিয়মিত টিউটোরিয়াল পেলে অনেকেরই উপকার হবে।

    1. @টিউটো,
      টিউটো ভাই আপনি অনেক কষ্ট করে ঠিক করার জন্য ও আরও সমবৃদ্ধ করার জন্য ধন্যবাদ। পরবর্তিটা আগামিকাল প্রকাশ করেন। আজ কিছু কারেকশন করব।

      1. @ইমরান, আরও কয়েকদিন পরে প্রকাশিত হতে পারে। একইরকম টিউটোরিয়াল একাধারের প্রকাশ হলে অনেকের কাছে একঘেয়ে লাগে। টিউটোরিয়ালবিডিতে মানসম্পন্ন জুমলার টিউটোরিয়াল নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।

        1. @টিউটো,
          দোয়া করেন যেন শেষ করতে পারি 😀
          জ্ঞান শেয়ারে বাড়ে জীবনেও বুঝিনি, তা কীভাবে সম্ভব? আজ সেটা বুঝলাম!
          সে যাই হোক, স্ক্যাম নিয়ে একটা টিউটোরিয়াল লেখার কথা সেটা লিখছি…… 😀 😀

    1. @এফ,এম,রুবায়েত,
      স্যার বলার দরকার নেই, যদি কারো ২৫০০৳ কোর্স ফি বাঁচাতে পারি সেটাই আমার লেখার সার্থকতা। শিখতে পড়তে থাকুন…..
      এমন ভাবে লিখছি যে, যে ব্যাক্তি ওয়েব সাইটে ঠিকমত ব্রাউস করতে পারে না, সেও যেন সাইট বানাতে পারে…..

  3. লেখাটা যদি শেষ করেন>মংগল গ্রহটা আপনার নামে লিখে দিব,অন্ধকার রাত্রিতে আপনার পথ চলার জন্য চাঁদ-তাঁরাদের আলো বিলাতে বলব্‌্‌,্‌,্‌,্‌,্‌,্‌,্‌,্‌, ।।…।।…।।…।।…।।…।।…।।…।।…।।…।।…।।…।।…।।…।।…।।…।।…।
    এ লেখাতে জুমলার সব কিছু চাই। সাথে ধন্যবাদ দিতে চাই।

  4. কি দারুন তুতরিয়াল লিখেছেন, আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো বুঝতে পারছিনা, তবে, অনেক যানতে পারলাম

Leave a Comment