ভাল ব্লগারগণ বেশ কিছু বিষয় অনুসরণ করে থাকেন

ব্লগিং এর বয়স খুব বেশি না। আর এ অল্প সময়ে অনেকে অনলাইনে বিশাল ব্যাক্তিত্বে পরিনত হয়েছেন। বিভিন্ন ব্লগে বিভিন্ন টিপস ট্রিক্স দেখেছি । তবে বিশ্ব বিখ্যাত ব্লগারদের মধ্যে বেশ কিছু বিষয় দেখা গেছে। তারই কয়েকটি বিষয় আলোচনা করা হলোঃ

১. প্রতিটি মতামতের জবাব ২৪ ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করা উচিৎ। অনেক পাঠক মতামত দিয়ে তার জবাব খোজতে বিভিন্ন সময় ওয়েবসাইটটিতে আসে। আর তার মতামতের মূল্যায়ন হয় এটা জানলে নিয়মিত গঠনমূলক আলোচনা হতে পারে। আরও জানতে মতামতের টিপস দেখতে পারেন।

২. নিয়মিত পোষ্ট লেখা সবচেয়ে কষ্টের কাজ। তার পরেও নিয়মিত ব্লগিং করার একটা অভ্যাস করে নিতে পারলে ভাল। অনেক সময় নিয়মিত লেখার বিষয় খুজে পাওয়া যায় না। কিন্তু প্রফেশনালদের জন্য নিয়মিত চেষ্টা করা বা কিছু লেখা ভবিষ্যতে প্রকাশের জন্য রেখে দেওয়াও যেতে পারে।

৩. (স্প্যাম ছাড়া) কোন বিষয়ের বিরুদ্ধে মতামত মুছে ফেলার বিপক্ষে আমি। সহনীয় ভাষায় সমালোচনা হতে পারে।

৪.ব্লগিং জগতটা অন্য সব লেখক পাঠকের চেয়ে একটু ভিন্ন। এখানে যোগাযোগের বেপারটা একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে সাম্প্রতিক ব্লগারদের বিভিন্ন সময়ে মিটআপের বা সভা সেমিনারের ব্যাবস্থা হয়। সেখানে উপস্থিত থাকলে আরও নতুন কোন সম্পর্ক ও নেটওয়ার্ক সৃষ্টি হতে পারে। আমি কয়েকটি ব্লগের মিটআপ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম।

৫. ব্লগ থেকে টাকা আয়ের চেষ্টা করা খারাপ কোন কিছু না। এটা ব্লগের সমৃদ্ধির জন্য দরকারী।

৬. সবচেয়ে বড় কথা, লেখালেখি করলে অনেক অনেক বিষয় শিখা যায়। গভীরভাবে বেশ কিছু বিষয় উপলব্ধি করা যায়। নিজেকে প্রকাশ করা ও অণ্যদের এ বেপারে ধারনার একটি সুবিধাজনক পরিবেশ তৈরী হয়। আর তাই নিয়মিত ব্লগিং করা খুব প্রয়োজনীয়।

15 thoughts on “ভাল ব্লগারগণ বেশ কিছু বিষয় অনুসরণ করে থাকেন”

  1. নিয়মিত পোষ্ট লিখাটা আসলেই বেশ কষ্টের, সবার পক্ষে সম্ভব হয় না। আমি নিজেও লিতে পারি না। আসলে ব্লগস্পটে ব্লগিং করি বিধায় ৩/টা বিভিন্ন আর্টিকেলের ব্লগ ছিল। সব গুলোতে নিয়মিত লিখাও হত না। ফলে এমন হত কোন ব্লগে ১/১.৫ মাস কোন পোস্ট লিখতে পারতাম না। 🙂
    তারপর সিদ্ধান্ত নিলাম এবং তিনটি ব্লগকে ব্লগকে না রেখে একন একটিতে মিশ্র কন্টেন্ট(ব্লগিং, গ্রফিক্স, আউটসোর্সিং) লিখছে, ভালই তো চলছে আমার ব্লগিং। 🙂 যদিও ভিজিটর নেহাতই কম পাচ্ছি। 🙁 বুঝতে পারছি না কি কি করলে ভিজিটর বাড়বে? কিন্তু চেষ্টা করছি নিয়মিত পোষ্ট করার।
    আর আয় করার চিন্তাতো সবারি থাকে, আমি আপাতত ইনফোলিঙ্কস এর বিজ্ঞাপন দেখাচ্ছি, যদি এ্যডসেন্স এখনো এপ্লাই করিনা, অন্যন্য পাবলিশার একাউন্ট থাকার পরও দেখাবোনা এখনি। কারন পর্যাপ্ত ভিজিটর না থাকলে ওসব হাইপেয়িং বিজ্ঞাপন দেখানো ব্লগকে ভারি করা ছাড়া আর কিছুই না!!!! 🙂

    ভাইয়া সংক্ষিপ্ত পোষ্ট দিয়ছেন কিন্তু অনেক গুরুপ্তপূর্ন তথ্য জানতে পারলাম। 🙂 ধন্যবাদ। বাসী ঈদ মোবারক 🙂

    1. @শাওন, পরিচালনা না করতে পারলে অনেকগুলো ব্লগ খোলার বেপারে উৎসাহ দিতে পারবো না। একটি বিষয়ে একটি ব্লগে ১০০+ মান সম্মত পোষ্ট না লিখে আরেকটি ব্লগে হাত দেওয়াটা অনেক রিস্ক। তবে বেশ কিছু বিষয়কে এক সাথে গুলিয়ে ফেলা যায় না, তেল ও জল যেমন মিশে না এই জাতীয় বিষয়ের ব্লগগুলোকে আলাদা করে রাখাই ভাল।
      অবশ্য ব্যাক্তিগত তথ্য সমৃদ্ধ (ডায়েরীর মতো) ব্লগে অনেক কিছু একসাথে করলে সমস্যার কিছু দেখি না। প্রোফেশনাল হতে গেলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। ব্লগ বিষয়ে আমার কথাগুলো মূলতঃ প্রফেশনালদের জন্য।

    1. @ডাঃ শামীম, সংক্রিয়ভাবে প্রদানকৃত মেসেজকে spam বলে। প্রথমে ই-মেইল মেসেজ দিয়ে শুরু হয়। পরবর্তিতে ফোরাম ও ব্লগে সফটওয়্যার নিয়ন্ত্রিত দ্রুত গতিতে মেসেজ প্রদান করা হয়।
      বিভিন্ন রকমের স্প্যাম আছে যেমন- instant messaging spam, Usenet newsgroup spam, Web search engine spam, spam in blogs, wiki spam, online classified ads spam, mobile phone messaging spam, Internet forum spam, junk fax transmissions, social networking

      মনে হবে যে, মানুষের হাত দিয়েই লেখা হয়েছে, অথচ সুনির্দিষ্ট প্রোগ্রমের মাধ্যমে অল্প সময়ে হাজার হাজার টেক্স পাঠানোর প্রক্রিয়া ও এ থেকে মুক্তি পাওয়া নিয়ে অনেকে চিন্তিত ।
      টিউটোরিয়ালবিডিতেও বেশ কিছু কমেন্ট আসে যা কোন ব্যাক্তি হাত দিয়ে লিখে সাবমিট করে নাই। এই সব দূর করার জন্য এখানে আকিসম্যাল প্লাগইনটি ব্যাবহার করা হয়।

    2. @ডাঃ শামীম, Masudur Rashid ফেসবুকে বলেন, স্প্যাম এর বাংলা অর্থ হল- বিরক্ত, যাহাই বিরক্তকর তাহাই স্প্যাম। দেখুন আপনার মেইলে সেই সব মেইল স্প্যাম হয় যেগুলো বার বার মেইল এসে আপনাকে বিরক্ত করে। আবার ধরুন কমেন্ট স্প্যাম- সেই সব কমেন্টস স্প্যাম হয় যেগুলোর ভিতর অনাকাক্ষিত লিংক করা যা কিনা একটা সাইটের জন্য অনেক ক্ষতিকর। http://www.bn.earntricks.com/

  2. আমি নিজেও নিয়মিত লিখতে পারি না। যখন লেখার ইচ্ছা করে তখন লিখতে পারি। তাই আমার কারও সাথে ব্লগিং করতে ভালো লাগে।

    1. @ডাঃ শামীম, অনেকে মার্কেটিং এর জন্য বারবার কোন একটি মেইল পাঠিয়ে বিরক্ত করে। এটা যদি আপনার কাছে বিরক্ত লাগে তাহলে খারাপ, না লাগলে খারাপ না। কেউ যদি স্ক্রিপ্টের মাধ্যমে (লিংক প্রকাশের জন্য) একটা কমেন্ট হাজারটা ব্লগে প্রকাশ করে তাহলে কি বিষয়টি শোভন?

      1. @ডাঃ শামীম,
        বিষয়টা এ রকমঃ

        ই-মেল এর ক্ষেত্রেঃ
        ১.একটা ই-মেল পেলেন যা বলছে আপনি ১০ কোটি টাকা পেয়েছেন, যা আপনার দাদার নামে(!) এবং বলছে আমি ব্যাংক অফ এশিয়ার ম্যানেজার……………এ রকম ভুয়া ই-মেল।
        ২.সাইন আপ করানোর সময় বলেছে অমুক তমুক এখন অপ্রয়োজনিয় ই-মেল পাঠায় যা ইউসলেস বা অনাকাঙ্খিত (আমার এক একাউন্টে স্প্যাম এত বেড়ে গিয়েছে যে কাজের ই-মেলও খুজতে হয়!)
        ৩.প্রাতারনা, অপরিচিত কাউকে প্যণের প্রচার করে ইমেল……………….. সব বলতে গেলে একটা টিউন হয়ে যাবে…………………

        কমেন্টের ক্ষেত্রেঃ
        গুগলের নিয়ম হচ্ছে যে লিঙ্ক বেশি সাইটে পাওয়া যায় সেটি প্রথমে দেখানো
        (গুরুরা চেতবেন না। নয়তো উনি নাও বুঝতে পারেন)
        সেক্ষেত্রে কি করবেন?
        তাই কমেন্টের মধ্যে লিঙ্ক ঢুকানো হয়…………….
        কিছু স্প্যামের উদাহরনঃ
        ধন্যবাদ। আমার সাইট স্কুহদকজ্য.কম এ ঘুরে আসুন,প্লিজ….
        ধন্যবাদ। আমার সাইট স্কুহদকজ্য.কম এ সব পাবেন তো দেরি কেন?

        প্রকৃপক্ষে এ সব সাইট তার কমেন্টের মতই শুণ্য…………………
        এতে আমি চরম বিরক্ত হই এবং বেশির ভাগ সময় সাইট ব্লক করে দেই………………

        আমি কিন্তু এই সাইটে আজ বেশ কিছু কমেন্ট করেছি কিন্তু লিঙ্ক দিলাম এটায়। কেন অন্য গুলোতে দিলাম না কেন? অন্য গুলোতে শুধু ধন্যবাদ টাইপের কমেন্ট করেছি! এটা আমি এটা স্প্যাম মনে করি।
        ওতে পাঠকও সাইটে যায় না, এডমিনও চেতে যায়!!!
        কিন্তু এত সুন্দর (বোঝানোর জন্য বলছি,গুন প্রচার নয়) কমেন্ট দেখে অনেকই আগ্রহী হবেন, চাই কি আমাকে উৎসাহ দেবার জন্য এডমিন এটা ডু ফলো করে দিবেন!

        আর যদি স্প্যামের অপূর্ব(!) স্বাদ নিতে চান তাহলে ইমেল এড্রেস দিন আমি বুঝিয়ে দেবার ব্যবস্থা করব!!!

  3. ডাঃ শামীম

    yes , এবার বুঝলাম , আমি অনেক ফোরামে লিখার পর, যেমন এখানে লিখার পরও আমার ইমেইল-এ spam হিসেবে গেছে , এটা আমার দরকার। কিন্তু কিছু সাইট থেকে বারবার ইমেইল আসে যেত খুবই বিরক্তি কর। ধন্যবাদ।

Leave a Comment