ফটোশপে 3D পেনসিল তৈরি

ফটোশপে পেন্সিল আমি বহু আগে একটা বানিয়েছিলাম কিন্তু নিজের কাজ নিজেরই পছন্দ হয় নাই তবে ঐ পদ্ধতিটা ছিল খুব সোজা। তবে আজ একটা পেনসিল বানালাম যেটা কিছুটা হলেও প্রফেশনাল লুক আছে। আমি একটা কথা বলি আমি ফটোশপ সিএস ৫ আপডেট হয়েছি। তাই এবার থেকে স্কিনসট গুলো সিএস ৫ এর হবে। আজ আমাদের প্রজেক্ট এর নাম হল ফটোশপে পেন্সিল তৈরি। তো কাজে নেমে পড়ি।

১. নিচের মত সেটিং নিয়ে একটা নতুন ডকুমেন্টেরই নিন।

২. নতুন একটা লেয়ার নিন এবং Rectangular Marquee Tool এর সাহায্যে একটা চতুর্ভুজ আঁকুন এবং ctrl+T চেপে এর কোন দুটি চাপিয়ে দিন। তাহলে নিচের মত দেখাবে।

৩. এবার Layer>Layer Style> Gradient Overlay যান এবং সেটিং নিচের মত।

৪. তারপর Stroke এ যান এবং সেটিং নিচের মত।

৫. একটা লেয়ার নিয়ে। আবার Rectangular Marquee টুল এর সাহায্যে একটা চতুর্ভুজ আঁকুন এবং ctrl+T চেপে নিচের কোন গুলো চাপিয়ে নিন। নিচে দেখুন।

৬. এবার Layer>Layer Style> Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

৭. আবার একটা লেয়ার নিন। এবং Rectangular Marquee এর সাহায্যে নিচের মত করে কোনার দিকে একটা লম্বা দাগ দেওয়ার চেষ্টা করুন। তারপর Edit>Transform>warp যান এবং নিচের দিকটা একটু ছুঁচালো করে দিন।

৮. এবার Layer>Layer Style>Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

৯. এবার এই লেয়ারটা কপি করতে হবে। তার লেয়ার প্যালটে গিয়ে উক্ত লেয়ার সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে Duplicate Layer এ ক্লিক করুন।

১০. এবার এই Duplicate Layer লেয়ারের পেনসিলের অংশটুকু আর একটা কোনায় নিয়ে যান।

১১. এইবার দেখুন আপনার পেনসিলের মাঝে একটা ফাঁকা অংশ তৈরি হয়েছে। একটা লেয়ার নিন এবং উক্ত ফাঁকা অংশে Rectangular Marquee টুল এর সাহায্যে বর্ডার করে নিন। এবং কালো রং দিয়ে ভরাট করে ফেলুন।

১২. তারপর Edit>Transform>warp যান এবং নিচের দিগরটা একটু ছুঁচালো করে দিন।

১৩. এবার Layer>Layer Style>Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

১৪. আবার একটা লেয়ার নিন। এবং Elliptical Marquee টুল এর সাহায্যে একটা ডিম্ব আকৃতি তৈরি করুন এটা আমাদের পেনসিল এর ওপরের রাবার।

১৫. তারপর Layer>Layer Style> Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

১৬. এবার আরও একটা লেয়ার নিন। এবং পেনসিল এর বডি ও রাবার এর মাঝে একটা চতুর্ভুজ আঁকুন এবং যে কোন রং দিয়ে ভরার করুন।

১৭. তারপর Layer>Layer Style> Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

ব্যাস হয়ে গেল আপনার 3D পেনসিল।

আমি আরও কিছু অংশ মডিফাই করেছি আপনি এটা PSD ফরমেটে ডাউনলোড করতে পারেন । ডাউনলোড লিং

মোডিফাই করা অংশটা নিচে দিলাম!

5 thoughts on “ফটোশপে 3D পেনসিল তৈরি”

  1. অনেকগুলো ধাপে বেশ গোছানো এ টিউটরিয়ালটি। দিন দিন আপনার প্রোজেক্টগুলো বেশ মানসম্পন্ন হচ্ছে। আশা করি আরও নতুন নতুন বিষয় জানতে পারবো। সেই সাথে ফটোশপের ফাইলটি দিয়ে দেওয়াতে আরও সুবিধা হলো। ধন্যবাদ শিবলী ।

  2. thanks ei sundor tutorial er jonno,
    achchha ekhane kew ki div based (table-less) tutorial R ajax er tutorial
    ta dite paren, parle khub valo hoto, ami valo pari na, kintu amer shikhar
    khub echchha. jodi paren, tahole kew din na pls.
    amer khu……b upoker hobe.

    1. @mitu, সিএসএস এর টিউটরিয়াল এখানে আছে। আর আমি নিজেও আজাক্স শিখার চেষ্টা করছি। আপনি আজাক্স শিখার আগে জাভাস্ক্রিপ্ট শিখে নিন।

      মতামত দেওয়ার জন্য ধন্যবাদ মিতু।

      @সবাইকেঃ কেউ আজাক্স পারলে দয়া করে শিখাবেন।

Leave a Comment