ডিজাইন কি? পছন্দ বা অপছন্দই বা কি?

এক লোকের ভিজিটিং কার্ড ডিজাইন করতে হবে। পকেট থেকে অনেকগুলো ভিজিটিং কার্ড বের করে বলল এই কার্ডটির মতো করে একটি ডিজাইন করে দিন। তার সাথের বন্ধুটি বলল, না না, এই কার্ডটির মতো ডিজাইন করে দিন। আমার কাছে তার একটিও পছন্দ হলো না।  আমি আরেকটি ডিজাইন বানাতে শুরু করলাম।

প্রফেশনাল জীবনের শুরুটা গ্রাফিক্স ডিজাইন দিয়ে হলেও সৌন্দর্য্যের ভাবনাটা মাথার ভেতরে সব সময় কাজ করতে থাকে। ওয়েব ডিজাইনের ক্ষেত্রেও এক ঘটনা ঘটলো। এক জন বন্ধু তার ব্লগ ডিজাইনের জন্য  কয়েকশত প্রিমিয়াম থিম থেকে একটা থিম পছন্দ করলো। ১৭৬ ডলারে  কিনে দিলাম। কিছু কিছু জিনিস সংযোজন আর বিয়োজন করে দিলাম। দুই মাস পরে সেই থিমটি তার আর ভাল লাগলো না। সে তার ডিজাইনটি পরিবর্তন করতে চায়।

ডিজাইন

ডিজাইনারদের কাজের ক্ষেত্রে হাজার হাজার উদাহরণ আছে যার পছন্দ অপছন্দের দিধা দ্বন্দে পরে।

ওয়েব জগতে বড় বড় প্রতিষ্ঠানেরও ডিজাইনের ক্ষেত্রে সাদা মাটা ভাব ও বেশ কিছু বিষয় মুছে ফেলার ধারনাকে বদ্ধমূল করছেন। এপল তার নতুন ওএস এ শীরনামহীনতাকে পছন্দ করছে যার বেপার অনেক আগেই বলেছি।

গুগল তার ক্রোম ব্রাউজারেও “http://” অংশটি বাদ দিয়েছে। বিলাসবহুলতাতেই সুখ নেই। ঘরে বিভিন্ন ধরনের আসবাবে সয়লাব করলেই সৌন্দর্য বাড়ে না। বিশ্বের সেরা ওয়েবসাইটগুলোর ডিজাইন অনেক বেশি সুন্দর নয়। এনিমেশনে ভরাও নয়।

usabilitypost.com ও zenhabits.net সাইট দুটির দিকে তাকালেই বুঝতে পারবেন ব্যাপক জনপ্রিয় এ সাইট দুটির ডিজাইন অতি সাধারন। কিন্তু পাঠকের সুবিধার জন্য সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। বিজ্ঞাপনের ঝামেলা ও লিংক দিয়ে ভরে রাখে নি তারা। ডিজাইনের বেপারটি, পছন্দের বেপারটি দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে অনেকটা।

এখন কথা হলো দৃষ্টিভঙ্গিটাই শেখার বেপার। ভাল ও খারাপ, সুন্দর ও অসুন্দর চেনার সাধারান কিছু দিক সম্পর্কে সবার ধারনাটাও জরুরী।

ছবি সুত্র

2 thoughts on “ডিজাইন কি? পছন্দ বা অপছন্দই বা কি?”

    1. @শিবলী, ডিজাইনটি ঠিক আছে। স্লাইডগুলোর একটু স্লো করেন। লগোটি কি রঙিন করতে পারবেন? ব্যাগ্রাউন্ডে নিলের পরিবর্তে #006699 রংটি দিতে পারেন। tutorialbd.com লেখাটি আরেকটু বড় করে দিতে পারেন। ফটোশপের ফাইলটি আপলোড করে দিয়েন। অনেক অনেক ধন্যবাদ।

Leave a Comment