ফ্রি ব্লগার এর জন্য নতুন দুইটি গেজেট

বেশ কিছু দিন টিউটোরিয়াল বিডিতে আমি অনুপস্থিত ছিলাম। আজ একটা টিউটোরিয়াল লেখার শখ জাগল! তাই আমি ওপেন করে বসলাম টিউটোরিয়াল বিডির পোস্ট করার পাতা।

ফ্রি ব্লগারের সাথে আমারা কম বেশী পরিচিত হয়েছি। এর ওপর আমার বেশ কিছু টিউটোরিয়াল আছে। গেজেট বিষয়ক কিছু টিউটোরিয়াল হয়তোবা আপনার চোখে পড়েছে। আমি যে সব গেজেট এর খবর দিই ওগুলো মূলতঃ ব্লগার এর নয় অন্য প্রতিষ্ঠান অথবা অন্য কোন ডেভেলপারের তৈরি। এই গেজেট আমাদের এখনও ব্যাবহার করতে হয় কারণ গেজেট তৈরিতে ফ্রি ব্লগার ততটা শক্তিশালী হয় নাই। তবে ইন্টারনেটে এর অভাব দেখা যায় না।

Popular Posts Gadget:

ফ্রি ব্লগার এর দারুণ একটা গেজেট এটা এটা আপনার ব্লগের সর্বচ্চ ভিজিট হওয়া পোস্ট গুলো দেখাবে। নিচে স্কিন সট দিলাম।

Blog’s Stats Gadget:

আমি যখন ফ্রি ব্লগার এর প্রথম দিকের ব্যাবহার কারি ছিলাম তখন ভিজিটর কাউন্টার খুব ব্যাবহার করতাম। কিন্তু সব গুলোই ছিল অন্য কোন প্রতিষ্ঠানের। এটা ফ্রি ব্লগার এর নিজেশ্ব জিনিস ব্যাবহার করে দেখে পারেন।

গেজেট সমূহ ব্লগে স্থাপন:

ফ্রি ব্লগারের অন্য গেজেট গুলো যে ভাবে ব্লগে স্থাপন করে এগুলোও ঠিক সেই ভাবেই করে। Design > Page Elements যান এবং Add a Gadget ক্লিক করুন এবং প্রথমেই নতুন গেজেট গুলো দেখতে পাবেন। এগুলো এড করে ফেলুন।

7 thoughts on “ফ্রি ব্লগার এর জন্য নতুন দুইটি গেজেট”

  1. ২য় গ্যাজেট টা নিয়ে একটু বলি । এটা এখন আর এড না করলেও চলবে । কারন ব্লগারে এখন লক্ষ্য করলেই দেখবেন এটা স্বয়ংক্রিয়ভাবে এড করা আছে । settings মেনুর মতো একটা মেনু আকারে দেয়া আছে । তবে ১ম যে গ্যাজেট টার কথা বলেছেন সেটা আগে কখনো খেয়াল করিনি । ধন্যবাদ ।

    1. @শাম্মী, আপু (আপনার নাম শুনে আপু মনে হচ্ছে তাই বললাম), আপনি যেটার কথা বলছেন ওটা হল হিডেন ভিজিটর কাউন্টার অনেক ব্লগার আছেন যারা ভিজিটর কাউন্টার ভিজিটরকে দেখাতে পছন্দ করেন (এক ধরণের বাহাদুরি আরকি)।
      আর আমার এবার এর টিউটোরিয়ালটা এক দম বেশী হালকা হয়ে গেছে দেখছি!

  2. রাফসান

    হা হা হা::: ! এটা নিয়ে আবার লেখার কি হলো? নতুন কিছু পেলে লেখবে !

    1. @রাফসান, কিছু মনে করবেন না, আপনার মত মহা অভিজ্ঞ লোকদের জন্য আমি এই টিউটোরিয়াল লিখি নাই! আমি লিখেছি যারা প্রশ্ন করে “Elliptical Marquee Tool কই পামু” তাদের জন্য।

Leave a Comment