ফুটবল মডেলিং টিউটোরিয়াল!!!

সম্পাদকীয়ঃ রুবেল বেশ থ্রিডি এনিমেশনের বেশ কিছু কাজ করেছেন। ভিমোতে তার সুন্দর ভিডিওগুলো থেকে সৃষ্টিশীলতা সম্পর্কে ধারণা করা যায়। আশা করি টিউটরিয়ালবিডিতে ভিডিও টিউটরিয়ালের আরও সমৃদ্ধ হবে।

পুরো ভিডিও টিউটরিয়ালটি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এই অব্জেক্ট টি তৈরি করতে ব্যবহার করা হয়েছে bevel সেটিংস। যা editable poly তে রয়েছে। সহজ কথায় বলতে এডিটেবল পলি-র বিভিন্ন সেটিংস পরিবর্তন করে এই মডেলিং এর কাজ সম্পন্ন করা হয়েছে…..

এডিটেবল পলি মডেলিং দিয়ে অনেক জটিল মডেলিং অতি সহজে ও অল্প সময়ে দ্রুত করা সম্ভব। টিউটোরিয়াল অনুসরন করুন। এবং চোখ রাখুন। প্রতিনিয়ত আপডেট করা হবে এই সাইট। আপনাদের সবাইকে নিয়ে অনেক বড় প্রজেক্ট-এ কাজ করার ইচ্ছা রয়েছে।

Modeling Football (ফুটবল মডেলিং) টিউটোরিয়াল!!

টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসলে উপকৃত হব।

Rubel3d Tu-2.Ball model to light..texture & rendering p1 from rubel3d on Vimeo.

বিস্তারিত এই সাইটে

Leave a Comment