দশটি প্রশ্ন যা আপনার ব্লগকে আরও উন্নত করে তোলতে পারে

আমি দিন দিন আমার লেখার মান উন্নয়নের চেষ্টা করছি। প্রোব্লগারের একটি পোষ্ট চোঁখে আটকে গেলো। এখানে লেখক ব্লগারকে দশটি প্রশ্ন করে ও তার সাজেশন সমুহ দেন। মূলতঃ বেশ কিছু বিষয়ই একজন ব্লগারের মান সম্পর্কে নিদের্শক, আবার বেশ কিছু মানুষিকতা একজন ব্লগারের মাঝে থাকতে হয়। সেই সব দরকারী কথাগুলোই আছে সেখানে।
দশটি প্রশ্ন যা আপনার ব্লগকে আরও উন্নত করে তোলতে পারে

দশটি পয়েন্টের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরলাম।

আপনি কি আপনার লেখার মান উন্নত করতে চান এবং সে জন্য চেষ্টা করে যাচ্ছেন?

সত্যিকার অর্থে লেখার মান উন্নত করার কোন বিকল্প নাই। ব্লগারকে অনেক বেশি কথা বলতে হবে, সহজ, সুন্দর ও প্রঞ্জলতার সাথে বলতে হবে। যারা ব্লগে আসবে তারা শুধু তাকিয়ে থেকে আনন্দের সাথে ব্লগটি পাঠ করতে চায়। ওয়েবে লক্ষ লক্ষ ব্লগের মধ্যে আপনার ব্লগটিকে অন্যতম করে তুলতে ও মানুষের মনে গেথে রাখতে অবশ্যই ভাল মানের লেখা প্রয়োজন।

আপনি কি সে বেপারে কখনো চেষ্টা করেছেন? আপনি কি খুবই উন্নত ধরনের লেখালেখির চেষ্টা করে যাচ্ছেন? আপনার লেখার মধ্যে কি এমন কিছু আছে যা পড়া মাত্রই এটা আপনার রেখা- পাঠক মাত্র বুঝতে পারবে? এমন কোন স্টাইল আছে কি যা অন্য কারো নাই?

আমি প্রথম দিকে যে ধরনের টিউটরিয়াল লিখতাম এখন কিন্তু তার চেয়ে একটু ভিন্ন মাপের লেখা লিখছি। আমি বেপারটা বুঝতে পারছি যে, আমার লেখার মান দিন দিন উন্নত হচ্ছে। আপনার খবর কি?

জয়ের জন্য খেলছেন নাকি না হারার জন্য?

টিকে থাকা সহজ, আরশোলা টিকে আছে কিন্তু ডায়নাসর বিলুপ্ত হয়েছে। আপনি যদি ব্লগার হিসেবে শুধু টিকে থাকতে চান? না হেরে মাঝামাঝি অবস্থানে থাকাটা কি আপনার লক্ষ্য নাকি বিজয়ী হতে চান?

পৃথিবীতে (প্রায়) সবাই অর্থ, সম্মান আর খ্যাতি অর্জন করতে চায়। আপনার ব্লগটি খ্যাতি অর্জন করুক এটি চান না? আপনি কি চান না যে হাজার হাজার পাঠক এসে আপনার ব্লগে সময় দেক? তাহলে শুধু সফল হতে হবে। এজন্য প্রয়োজন অন্যদের চাইতে বেশি পরিশ্রম, বেশি সময় দিতে হবে লেখালেখিতে, শিখতে হবে অনেক কিছুই।

দিন দিন আপনার ব্লগের মান কি উন্নত হচ্ছে?

এখন কথা হলো আপনার ব্লগে ভিজিটর নিশ্চই আগের চেয়ে বেড়েছে। কিন্তু প্রতি নিয়ত বাড়ছে কি? নাকি কোন দিন বেড়ে আবার কমে যাচ্ছে? অবশ্য প্রতিটা নতুন দিনে আপনার ব্লগের মান আরও উন্নত হতে হবে, আরও বেশি বেশি ভিজিটর আসতে হবে। নতুন লেখা হবে আগের লেখার চেয়ে ভাল মানের।  যারা সফল হয়েছে তাদের ব্লগের ভিজিটরের উত্থান পতন দেখুন।

আপনার ব্লগ সম্পর্কে কে কি বলছে তা শুনুন ও জানুন। নিজেই নিজের লেখার ধরনটিকে এগিয়ে নিন। আশা করা যায় এ বিষয়গুলোর দিকে নিয়মিত ব্লগিং করলে সফলতা নিশ্চিত।

আরও পড়ুন

ফুল টাইম ব্লগাররা যেভাবে শরীরের যত্ন নিবেন!

ব্লগিং এ সফলতার বেপারে যে দরকারী কথাটা বলা হয় না

ব্লগারের কন্ঠস্বর কেমন হওয়া উচিৎ

লেখালেখির উপকরন কোথায় পাবেন?

আপনার ব্লগিং ওস্তাদ কে?

5 thoughts on “দশটি প্রশ্ন যা আপনার ব্লগকে আরও উন্নত করে তোলতে পারে”

  1. একদম খাটি কথা, আসলে আমার ব্যক্তিগত দিক বিবেচনা করলে আমি নিজেই বলতে পারি যে, আমি কিছু কিছু করে আগায় যাচ্ছি। আগের চেয়ে কিছুটা ভিজিটর পাচ্ছি বেশি। 🙂 তব এটা আমার দৃষ্টিতে একেবারে ভাল না। কারন আমি যে হারে আমার ব্লগের দিকে সময় দিই তাকে ১০% ভিজিটার পাই আমি মনে করি। 🙁 কিন্তু আমাকে পেতে হবে অন্তত ২৫%-৩৫%(শুরুর দিকে) কিন্তু কিভাবে পাবো এটাই ঠিক বুঝিনা। মাঝে মাঝে প্রো ব্লগারদের ব্লগে উকি মারি… ওনাদের থেকে কিছু শিক্ষতে চেষ্টা করি, ওগুলান আবার আমার ব্লগে প্রয়োগ করি। হয়তো সাময়িক লাভ হয়, কিন্তু দু-চারদিন পর আবার যেই লাউ সেই কদু। আসলে আমাদের দেশী ব্লগারদের থেকে শিখতে হবে, কিন্তু আফসোস আমাদের দেশী ব্লগাররা চাপা প্রকৃতির(সবাই না) তারা তাদের জ্ঞানটাকে আমাদের মত উঠতি ব্লগারদের মাঝে দিতে চায় না। তাই হয়তো এমন, কিন্তু আমিতো নিজে চেষ্টা করে যাচ্ছি, আসলে কেউতো একাই সব করতে পারে না, তাই না। কারো না কারো সাহায্য দরকার। কিন্তু কি বলবে, যারা ভাল পারে তারা তাদের নিয়েই ব্যস্ত 🙁

  2. আমি জীবনান্দদাসের কবিতা সমগ্রের সব কবিতা আমি পড়েছি। সেখানে আমি দেখেছি কবি’র প্রথম দিকের লেখাগুলো থেকে পড়ের লেখাগুলো ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। আমি অনেক বড় ব্লগারের লেখাও দেখেছি সেখানে তাদের মানও উন্নত হতে দেখেছি।
    বাংলা ব্লগারের সংখ্যাও খুব বেশি না। তাই এখনই সব কিছু বাংলা ব্লগে আশা করা যায় না। ব্লগাররা চাপাপ্রকৃতির-এটা কেন যেন মানতে পারছি না। ব্লগারদেরকে খোলা মনের মানুষ হতে হয়।
    আপনার ব্লগিং জীবন সুখি হোক, শুভ কামনা রইল।

    1. @টিউটো, আসলে ভাই চাপা প্রকৃতির বলতে আমি বুঝিয়েছি… সহজে কিছু বলতে চায় না এমন অভ্যাসটাকে। মানলাম যে, তারা অনেক সাধনা করে নিজের জ্ঞানটাকে অর্জন করেছে। কিন্তু তাই বলে এমনটা কিপটেমি ভাব 🙁 , অবশ্য শেষ পর্যন্ত বলেই ফেলেন ব্যপারগুলান কিন্তু তাও পরিপূর্ণ না। আমি আগেই বলেছি যে, সবাই এমনটা না। কিছু কিছু ব্যক্তি বিশেষ এমনটা করেন। আমি আমার মাত্র ১.৫ বছরের ব্লগিং কারিয়ারে প্রায় ২০-২৫ (দেশী এবং বিদেশী) জন ব্লগারের ব্লগ প্রতিনিয়তই ঘুরাঘুরি করছি এখনও। সব সময় আছি নতুনের সন্ধানে। দেখি সামনের দিকে কি হয়। 🙂

      আসলে আমি একজন নবীন ব্লগার, লেখায় আমার অনেক ভুল হতেই পারে এটা স্বাভাবিক। ভুলটা কিন্তু আপনাদের মত যারা অভিজ্ঞ তাদেরি ধরায় দেয়া উচিত, তাই না? ব্লগিং এর মূখ্য বিষয় যেটি তাহল ভাল লিখা, ভাল লিখ ও নিজের লেখার উন্নতিকল্পে আমি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। কিন্তু ফল পাচ্ছি কই। ভাল লিখা লিখলাম, কিন্তু, ভাল কমেন্ট কই। কমেন্ট যে লিখার প্রান 🙂 , আপনি যেমন এই পোষ্টটি রিখেছেন অবশ্যই আশা করেছিন ভাল কমেন্ট আসবেই। আমিওতো তাই আশা করি। কিন্তু, গুটি কয়েক আমার চেয়েও যারা নবীন ব্লগান নতুন করে তৈরী হচ্ছে তা হয়তো আমাকে কিছুটা ফলো করে ব্লগে গিয়ে ভিজিট করে। ভাল হয়েছে, ধন্যবাদ, আরও লিখা চাই, এসব লিখে আসে কমেন্টে। বুঝলাম তারা নবীন বলে এমনটা লিখে আসে। কিন্তু আমার ভুল গুলো কে ধরবে? আমি কি নিজেই আমার ভুল ধরতে পারবো? আসলে আমাদের কাজ আমাদেরকেই ধরতে হবে, তার মানে হল”আমি বাংলাদেশী, আমার দেশের অভিজ্ঞ ব্লগাররাই কিন্তু আমার ভুল-সুদ্ধ ধরবে।” বাহিরের কেউ আমাকে সুধরাতে আসবে না।

      জানি আমার এই কমেন্ট আপনাকে একটু চিন্তায় ফেলবে। কিন্তু ভাইয়া, দেশটা আমাদের, উন্নতি হলে আমাদেরি হবে। ২০২১ সাল নাগাদ ডিজিটাল রূপ দেখার আসায় আছি সবাই। কিন্তু, কাজ করছি কয়জন? দেশ কি একায় একায় ডিজিটাল হবে, নাকি দেশের মানুষদের চিন্তা-চেতনায় ডিজিটাল ভাব আসবে। সবাইকে একত্রে কাজ করতে হবে তবেই না চিন্তা-চেতনায় ডিজিটাল ভাব আসবে। আসুন না আমরা একসাথে সবাই ব্লগেং করি, সবার অভিজ্ঞতাকে সবার মাঝে শেয়ার করি। একবার আসুন আমার ব্লগে কি ভুল করে যাচ্ছি আমি দেখুন বলুন, আমাকেও সুযোগ দিন ভাল কিছু লিখার।

      হয়তো, আমার ব্লগেও কেই একজন এতা বড় কমেন্ট করে এই প্রশ্নগুলো করবে। সেও কিন্তু আমার মত জবাবের অপেক্ষায় থাকবে, ভাল কিছুর অপেক্ষায় থাকবে। আমি কিন্তু, সেদিনে জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। আপনি কি প্রস্তুত আমার উত্তর দেয়ার জন্য। 🙂 🙂

      অনেক কথা বলে ফেললাম 🙂 ,জয় হোক বাংলাদেশী ব্লগার‘দের। ভাল থাকবেন। 🙂

      1. @শাওন, প্রকৃত বেপার এই যে, ব্যক্তিগতভাবে অধিকাংশ ব্লগারই সহায়তা করতে চায় না। বিশেষতঃ তারা সাহায্যগুলোকে একটা ব্লগ পোষ্ট আকারে দিতে চায়। তবে আপনি যদি ভাল ভাবে কথা বলতে পারেন ও সু সম্পর্ক রাখতে পারেন তাহলে ভাল একটা সাহায়ের আশা করতে পারেন।
        এখন কথা হলো আপনার কি প্রয়োজন সেটা গুছিয়ে জানাতে হবে। নিয়মিতভাবে ছোট ছোট সমস্যাগুলো সাহায্য অনেকে করতে চায় না। আপনার ব্লগটি আমি দেখেছি। লেখার মান মোটামুটি ভাল। আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন তাহলে খুব ভাল ফল পেতে পারেন। যদি আপনার টেকি নিউজ নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তহলে নিচের কথাগুলো পড়ে দেখেন,

        টেকি নিউজ লেখার সবচেয়ে মজার বেপার হলো গুরুত্বপূর্ণ খবরগুলো তৈরী করাই থাকে, শুধু সুন্দরভাবে উপস্থাপনা করা। বিভিন্ন ওয়েবের (যেমন গুগল,এপল,ইয়াহু) খবরগুলোর দিকে চোখ রাখতে হয় আর দ্রুত পোষ্ট করতে হয়। আরেকটা সুবিধা আছে তা হলো-সার্চ থেকে অনেক বেশি ভিজিটর আসে। এ ক্ষেত্রে আপনি http://mashable.com/ অনুসরন করতে পারেন।

        আশা করি, সাধ্য মতো সহযোগিতা করবো।

        1. @টিউটো, ধন্যবাদ ভাইয়া, আমি চেষ্টা করে যাচ্ছি টেকি নিউজ নিয়ে কাজ করে যাবার জন্য। আপনার দেয়া কথাটি আমি অবশ্যই অনুসরন করবো। 🙂 মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ। 🙂

Leave a Comment