মনে রাখার মতো ব্লগ পোষ্ট লিখবেন কিভাবে?

সব কিছু সহজে মনে থাকে না। গুরুত্বপূর্ণ কোন আনুষ্ঠানের কথা মনে থাকে বছরের পর বছর, আবার গতকার দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি সেটাও ভুলে যাই সহজে।

মনে রাখার মতো ব্লগ পোষ্ট লিখতে একটু চেষ্টার প্রয়োজন আছে, ভাবনার দরকার আছে, একটু পরিবর্তিত হয়ে,পরিবর্ধিত করে লিখতে হয়।

ব্লগ অনেকটা আইসক্রিমের মতো, পাঠকরা শুধুমাত্র মুখে দিলেই গলে পেটে চলে যায়। কষ্ট করে কামরে শক্ত কোন খাবার কেউ খেতে চায় না। অনেক বেশি মজা পেতে চায় সামান্য একটু পরিশ্রমে। ব্লগারকে সেই জিনিসটিই বানাতে হয়। ব্লগকে রোলার কোষ্টারের সাথেও তুলনা করতে পারেন। পাঠক সেখানে উঠে বসে থাকবে তাকে আনন্দ দেওয়ার দায়িত্ব আপনার।

ব্লগের জনপ্রিয়তার জন্য ব্লগের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, বরং সেটির উপস্থাপন পদ্ধতিই দরকারী বেপার আর তাই অনেকেই অনেক বেশি জানার পরেও ভাল ব্লগার হতে পারেন না। অথচ অনেকে খুব কম জানার পরেও ব্লগার হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

এমন কিছু লিখতে হবে যাতে সবাই মনে রাখে আপনাকে। সবার মতো করে নিয়মিত বিষয়গুলোতে লিখলে কিভাবে সাবার মাঝে আপনাকে আলাদা করে তুলবেন?
প্রোব্লগারে বেশ কিছু টেকনিকের কথা বলা হয়েছে তার সাথে আমার কথাগুলো মিলিয়ে ব্লগিংয়ের বেপারে কিছু বলবো।

অপ্রত্যাশিত

অপ্রত্যাশিভাবে যদি কখনো কিছু লিখে বসেন সেটা কিন্তু মনে রাখার মতো হতে পারে। এ বেপারটা কখনো ভালো হতে পারে, আবার কখনো সেটা খারাপও হতে পারে। বেশ কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস লেখার পরে অনেকগুলো ম্যাসেজ আসলো। সেখানে এক বন্ধু বললো- “তোমার এ স্ট্যাটাসে সমস্যা আছে। তোমার কাছে এরকম হালকা বিষয় আশা করা যায় না। তোমার এক ফ্যান আমাকে এটা জানিয়েছে।” বুঝতে পাররাম যে সেটা অনেককে হিট করেছে।

নিজস্ব চিন্তা

ব্লগে অবশ্যই নিজস্ব চিন্তার অবলোকন থাকতে হবে। আমি কিছু দিন আগে বেশ কিছু নিজস্ব চিন্তার কাজের বর্ণনা করেছিলাম। নিজস্ব এমন কিছু ভাবনা থাকতে পারে যা কেউই চিন্তা করতে পারে নি অথচ অনেক বেশি প্রয়োজনীয় বিষয় সেটা।

কয়েক বছর আগে অফিসের একটি অনুষ্ঠানে এক এক জন এক এক রকম অভিনয় করেছে, তবে একজন পুরুষ অফিসার নারীর খুবই সুন্দর অভিনয় করেছিল যা সবার মনে গেথে আছে।

মজা

মজার মজার বাক্যের ব্যবহার যা হাসাতে পারে, ছন্দমতার সাথে কথা বলা যা আনন্দ দেয়, ইউনিক উদাহরন টানা যা ভুলেও কেউ চিন্তা করে নাই, উত্তেজিত হয়ে কথা বলা যা সাধারনতঃ শোনা যায় না-তা মানুষকে ব্যাপকভাবে আলোরিত করে।

শুধু মজাই না, দুঃখজনক কাহিনী, আর্শ্চয্য ছবি বা ভিডিও কনটেন্টও মনে রাখার মতো হতে পারে।

তবে এরকম লেখালেখি সব সময় হয়ে ওঠে না। যখন একটা মনে রাখার মতো আইডিয়া হয় – তখন একটু সুন্দরভাবে লেখা শুরু করেন।

আপনার কি মনে হয়?

কি ধরনের পোষ্ট আপনাদের অনেক দিন মনে থাকে? কোন কোন পোষ্টের কথা এখনো আপনার মনকে আলোরিত করে। মতামতে জানালে খুসি হবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

আরও জানুন

9 thoughts on “মনে রাখার মতো ব্লগ পোষ্ট লিখবেন কিভাবে?”

  1. হুম! আমার তো অঞ্চলিক ভাষায় ও সাধু ভাষায় লেখা পোস্ট বেশী দিন মনে থাকে, তাহলে আমি এর পরের পোস্টা গুরু চন্ডালি ভাষায় করবো! কারণ শুদ্ধ সাধু ভাষা আমার জানা নাই।

    1. @শিবলী, ওয়েবে লেখালেখিতে ভাষার বেপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা আর্টিকেল হাজার হাজার মানুষ দেখতে পায়। ভাষাগত একটি ভুল হাজার মানুষের চোখে কাটা দেয়। তাই ভাষা ব্যবহারের শুদ্ধতার দিকে নজর দেওয়া উচিত। অবশ্য অনেক সময় টেকি লেখায় ভাষা অতটা গুরুত্ব পায় না।
      মনে রাখার মতো পোষ্ট লিখতে হলে সুন্দরভাবে ও মজা করে উপস্থাপনা করতে হবে। তোমাকে ধন্যবাদ, শিবলী।

        1. @শিবলী,অনেক সময় ধরে এই পোষ্টটিতে মন্তব্য আশা করছিলাম। ব্লগিং এ মনমুগ্ধকর কিছু করার আশা করছি আর এ বেপারে কে কি বলে তা জানা দরকার। মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

  2. ধন্যবাদ , মনে রাখার মত করে বলতে গেলে আমার সব পোষ্টই কম-বেশী মনে আছে , কেউ যদি বলে অমক পোষ্টটা বলো তো দেখি আমি হয়ত ৯০% পারবো । তবে পাঠকের মনোযোগ আকর্শন করাতে পারছি কিনা জানি না , চেষ্টা চালিয়ে যাবো। অনেকে অনেক রকম লেখা লিখছে এটা শেখাচ্ছে ওটা শিখাচ্ছে তার মধ্যে আপনার পোষ্টগুলি ব্যতিক্রম , এজন্য মনে রাখা সহজ যে আপনার নাম না দেখলেই বলে দেয়া যাবে এটা আপনার লেখা । ধন্যবাদ আবারো জানাচ্ছি ব্যতিক্রমি পোষ্ট করার জন্য

    1. @rm2334, আমি অনেক সময়ই আমার লেখার ধরন রক্ষা করে চলতে পারি না। টিউটরিয়াল সাইটটি পরিচালনার কারনে আমাকে অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও লেখতে হয়। তারপরেও যেহেতু আপনি আমার লেখার ধরনটা আলাদা এটা পেরেছেন তাতেই আমি ধন্য।

    1. @শিবলী, আইকন প্যাকটা দারুন হয়েছে তবে কিছু কিছু রং কিন্তু লগোর নিজস্বতা হারিয়েছে। এটা কোথায় জমা দিবে? টিউটরিয়ালবিডির জন্য কয়েকটা বিজ্ঞাপন বানাতে পারবে? ২০০*২০০,১২৫*১২৫,৪৬৮*৬০ পিক্সেল সাইজের কয়েকটা বিজ্ঞাপন দরকার। এনিমেটেড জিআইএফ হলে আরও ভাল হয়…।

      1. @টিউটো, ওকে ভাই, বহু আনন্দের সাথেই করবো! তবে পরশু থেকে শুরু করবো কাল আবার আমার বিতর্ক প্রতিযোগিতা আছে। আর একটা কথা কি কি বা কোন কোন গুলো নিজের রং হারিয়েছে একটু বলবেন? সরতাম। আমি নতুন তো তাই একটু সমস্যা হচ্ছে।
        তবে খুব তাড়াতাড়িই এই সব সমস্যা কেটে উঠবো।

        ওহহো! এড গুলোতে কি লোগো লাগাবো? আর ওগুলোর মধ্যে ভাষা বাংলা না ইংরেজি?

Leave a Comment