ওয়ার্ডপ্রেসের দরকারী প্লাগিন ডাউনলোড লিংক এবং বর্ণনা

আমরা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং করছি তারা কমবেশি প্লাগিন ব্যবহার করি । না জানার কারনে আমরা অহেতুক প্লাগিন ব্যবহার করি যা ব্লগটিকে শুধুই ভারী করে ফেলে ।
আজ আমি ওয়ার্ডপ্রেসের দরকারী প্লাগিন ডাউনলোড লিংক এবং এর বর্ণনা করবো

  • Add Meta tag
  • All in one SEO Pack
  • BanglaKB
  • Bm-cutom login
  • Contact form 7
  • Display widget
  • Login warning Banner
  • Login LockDown
  • Sexy Bookmark
  • Thesis open hook
  • Top commenter’s gravater
  • Twitter goodies
  • Virtual bangla keyboard
  • WordPress Importer
  • WP db backup
  • Wp monalisa
  • WP Maintances Mood
  • WP pagenavi
  • WP Post Thumbnails
  • WP Post views
  • WP User online
  • Yet another related post

Add Meta tag :

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনি আপনার ব্লগে কোন কোডিং করা ছাড়াই মেটা ট্যাগ যোগ করতে পারবেন , এটি ডাউনলোড করুন এবং পছন্দ অনুযায়ী সম্পাদন করুন।

All in one SEO Pack:

ডাউনলোড লিংক

আপনার ব্লগের এসইও এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্লাগিন। এটি ডাউনলোড করুন এবং পছন্দ অনুযায়ী সম্পাদন করুন।

BanglaKB:

ডাউনলোড লিংক

যারা বাংলায় ব্লগিং করেন তাদের অধিক দরকারী একটি প্লাগিন। এটির মাধ্যমে আপনি আপনার ব্লগে পোষ্ট লেখার অপশনে বাংলা ফোনেটিক বসাতে পারবেন এবং
মন্তব্যের ঘরে এটি বসাতে চাইলে Comments.php তে যে জায়গায় বাংলা ফোনেটিক বসাতে চান সে জায়গায়
< ?php wp_banglak_comments(); ?> এই কোডটি বসিয়ে দিন।

Bm-cutom login:

ডাউনলোড লিংক

ওয়ার্ডপ্রেস ব্লগের লগিন প্যানেলকে নিজের পছন্দমত ডিজাইন করতে এই প্লাগিন ব্যবহার করা হয়। পোষ্টটি ভালোভাবে জানতে এই পোষ্টটি পড়ুন

Contact form 7:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনি আপনার যোগাযোগ পাতায় যোগাযোগ ফর্ম বসাতে পারবেন যাতে আপনার ভিজিটররা কোন সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করতে পারে , এটি করতে হলে প্লাগিনটি আপলোড করুন এবং সয়ংক্রিয় (এক্টিভ) করুন। তারপর আপনার ব্লগের ড্যাসবোর্ড থেকে Contact form এর Edit এ যান এবং পছন্দ অনুযায়ী সম্পাদন করুন , ফর্ম এর নাম টুকু কপি করে নিয়ে আপনার যোগাযোগ পাতায় html মুডে বসিয়ে আপডেট করুন

Display widget:

ডাউনলোড লিংক

এই প্লাগিনটি ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য খুবই দরকারী , এই প্লাগিনটি ব্লগ লোড হবার সময় অনাকাঙ্খিত ওয়াইজেটটি লোড করে না। এটি করতে হলে প্লাগিনটি আপলোড করুন এবং সয়ংক্রিয় (এক্টিভ) করুন। তারপর আপনার ব্লগের ড্যাসবোর্ড এর ওয়াইজেট সমূহে যান এবং ওয়াইজেটটি সিলেক্ট করে ওয়াইজেটটি যেখানে দেখাতে চান সেখানে সেখানে টিক দিন তারপর সেভ করুন।

Login warning Banner:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের লগিন প্যানেলে আপনার পছন্দমত বার্তা দিতে পারেন।

Login LockDown:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের পছন্দমত সময়ে লগিন লক করে রাখতে পারবেন যাতে কোন ব্যবহারকারী বারবার লগিন করার চেষ্টা করে ভুল পাসওয়ার্ড দিলে সে যে সময় দেয়া থাকবে সেই সময় পর্যন্ত লক হয়ে থাকবে , ওই সময়ের আগে আর লগিন করতে পারবেন না।

Sexy Bookmark:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের প্রত্যেক পোষ্টে শেয়ার বাটন যোগ করতে পারবেন।

Thesis open hook:

ডাউনলোড লিংক

এই প্লাগিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্লাগিন। এই প্লাগিনটি মূলত যারা Thesis থিম ব্যবহার করেন তাদের জন্য অনেক দরকারী , কারন সাধারনভাবে এই থীমকে ইডিট করা যায় না কিন্তু Thesis open hook এর মাধ্যমে অনায়াসেই তা করতে পারবেন।

Top commenter’s gravater:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের সর্বোচ্চ মন্তব্যকারীকে দেখাতে পারবেন। এটি করতে হলে প্লাগিনটি আপলোড করুন এবং সয়ংক্রিয় (এক্টিভ) করুন। তারপর আপনার ব্লগের ড্যাসবোর্ড এর ওয়াইজেট সমূহে যান এবং ওয়াইজেট থেকে Top commenter’s gravater ওয়াইজেট নিয়ে পছন্দমত নাম দিয়ে সেভ করুন।

Twitter goodies:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগে টুইটারের টুইট উয়ইজেট দেখাতে পারবেন। এটি করতে হলে প্লাগিনটি আপলোড করুন এবং সয়ংক্রিয় (এক্টিভ) করুন। তারপর আপনার ব্লগের ড্যাসবোর্ড এর Twitter goodies মেনুতে যান এবং প্রয়োজনীয় সম্পাদন করুন , তারপর ব্লগের ড্যাসবোর্ড এর ওয়াইজেট সমূহে যান এবং ওয়াইজেট থেকে Twitter goodies profile উইজেট নিয়ে সেভ করুন।

Virtual bangla keyboard:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের মন্তব্যের ঘরে বাংলা কিবোর্ড যোগ করতে পারেন।

WordPress Importer:

ডাউনলোড লিংক

এই প্লাগিনটি মূলত যারা ফ্রি হোষ্টিং ব্যবহার করেন তাদের জন্য দরকারী। এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের পোষ্টসমূহ , বিভাগসমূহ, মন্তব্যসমূহকে Export করে রাখলে তা আবার Import করতে পারবেন।

WP db backup:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের সব ডাটাকে সংরক্ষণ করে রাখা যায়।

Wp monalisa:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের পোষ্ট এবং মন্তব্যের ঘরে ইমোকশন ব্যবহার করতে পারবেন।

WP Maintenance Mood:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের কাজ চলাকালীন সময়ে Under Construction দেখাতে পারেন।

WP pagenavi:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের ফুটারে পেজ নেভিগেশন দেখাতে পারেন।

WP Post Thumbnails:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের পোষ্টে থাম্বানিল দেখাতে পারেন। এটি করতে হলে প্লাগিনটি আপলোড করুন এবং সয়ংক্রিয় (এক্টিভ) করুন। তারপর আপনার পোষ্ট লেখাতে যান Custom field এ Thumbnail লিখে তার পাশের খালি ঘরে আপনার ইমেজের লিংকটি দিন তারপর আপডেপ করুন।

WP Post views:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের প্রথম পাতায় এবং পোষ্টের পাতায় পোষ্টটি কতবার পড়া হলো তে দেখাতে পারেন। এটি করতে হলে index.php এবং single.php তে যে জায়গায় WP Post views দেখাতে চান সে জায়গায়
<?php if(function_exists(‘the_views’)) { the_views(); } ?>     এই কোডটি বসিয়ে দিন।

WP User onlines:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের ভিজিটরের গণনা রাখতে পারবেন। এটি করতে হলে প্লাগিনটি আপলোড করুন এবং সয়ংক্রিয় (এক্টিভ) করুন। তারপর আপনার ব্লগের ড্যাসবোর্ড এর ওয়াইজেট সমূহে যান এবং ওয়াইজেট থেকে WP User onlines ওয়াইজেট নিয়ে পছন্দমত নাম দিয়ে সেভ করুন।

Yet another related post:

ডাউনলোড লিংক

এই প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগের পোষ্টের পাতায় একই রকম পোষ্ট দেখাতে পারবেন।

    [ বি:দ্র: এই পোষ্টের সব প্লাগিনের পূর্ণ বর্ণনা করা হয়নি কারন আমার মনে হয় বাকি টুকু আপনারা পারবেন ]

    10 thoughts on “ওয়ার্ডপ্রেসের দরকারী প্লাগিন ডাউনলোড লিংক এবং বর্ণনা”

    1. প্লাগিনগুলোর এরকম বাংলা আয়োজন ভালই লাগলো। আমি এর বেশ কয়েকটি ব্যবহার করেছি। আশা করি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের মধ্যে এই প্লাগইনগুলো আরও জনপ্রিয়তা পাবে।

      1. আমি “লেখকে প্রিয়তে নিন” plugins টা কোথায় পাবো।দয়া করে সাহায্য করুন

      1. @Aloran, মেইলটা কি স্প্যাম এ জামা হয় কিনা দেখবেন। আর যদি স্প্যামেও না থাকলে মন্তব্য করুন আমি একটি ইউজার বানিয়ে দেব।

          1. @aloran, আপনি কি লোকাল কম্পিউটারে সেটআপ করেছেন? (তা না হলে) অনেক সময় হোষ্টিং জনিত সমস্যার কারনে এটা হয়। আপনি আপনার হোষ্টিং প্রোভাইডারের সাথে আলাপ করে দেখতে পারেন। নতুন তরে আরেকবার ওয়ার্ডপ্রেস সেটআপ করে দেখেন।

    2. Wow, amazing blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your website is excellent, as well as the content!. Thanks For Your article about ওয়ার্ডপ্রেসের দরকারী প্লাগিন ডাউনলোড লিংক এবং বর্ণনা | টিউটোরিয়ালবিডি .

    Leave a Comment