যখন ওয়েব সাইটের ডিজাইন পরিবর্তন করা সম্ভব হয় না

যখন ওয়েব সাইটের ডিজাইন পরিবর্তন করা সম্ভব হয় নাঢাকা শহরটা যে বসবাসের অনুপযোগী হয়ে গেছে তা ভাল ভাবে বুঝতে পেরেছি চট্টগ্রামে এসে। যদি ঢাকার শহরের জানজট ও জলাবদ্ধতা দুর, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য হাজারো কর্মসূচী হাতে নিয়েও কোন কাজ হচ্ছে না। বেপারটা হলো অনেক আগেই এই শহরের জন্য পরিকল্পনা করে কাজ হাতে নেওয়া দরকার ছিল। এখন এত বেশি স্থাপনা হয়ে গেছে যে নতুন করে পরিকল্পনা করে স্থাপনা নির্মানের সব পথ বন্ধ হয়ে গেছে।

ওয়েবসাইটের ডিজাইনের ক্ষেত্রে এরকম বেশ কিছু সমস্যায় পরতে হয়। মনে করুন আপনার ওয়েব সাইটটি বেশ জনপ্রিয় হয়ে ওঠলো। হাজারের বেশি কনটেন্ট তৈরী করে ফেলেছেন। গুগল ভাল প্যাজ র‌্যাংক দিয়ে দিল। কয়েক হাজার ব্যাকলিংক তৈরী হয়ে গেল। জানা অজানা বিভিন্ন জায়গা থেকে এই নামে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসতে লাগলো। এই মুহুর্তে আপনি যদি চান যে,

  • ১. ওয়েবসাইটটির নাম পাল্টে দেবেন (এই কনটেন্টগুলোই অন্য ওয়েবে নিয়ে বসাবেন এবং এটি মুছে দিবেন) অথবা
  • ২. পার্মালিংকের পদ্ধতি বদলে দিবেন অথবা
  • ৩. ডাটাবেজ ডিজাইন পরিবর্তন করবেন।

তাহলে ব্যাপক ঝামেলায় পরতে পারেন,

প্রথমতঃ সাইটের কনটেন্টগুলো গুগল ইন্ডেক্স করে ফেলেছে। তার মানে সাইটের কনটেন্ট গুগলের হাতে চলে গেছে। সাইটের কনটেন্টগুলো অন্য সাইটে কপি পেষ্ট করলেই গুগল কালো তালিকায় ফেলতে পারে আপনার (নতুন) সাইটকে। যদিও আগের সাইটটির কনটেন্ট মুছে দিয়েছেন, গুগল কিন্তু সাথে সাথে আপনার সাইটের কনটেন্ট তার তালিকা থেকে মুছে দেয় নি। তাই পুরানো নতুন কনটেন্টের নতুন সাইটটি গুগলের কালো তালিকায় পরে যেতে পারে খুবই সহজে।

যখন ওয়েব সাইটের ডিজাইন পরিবর্তন করা সম্ভব হয় না

দ্বিতীয়তঃ সাইটের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে প্রতিটা পাতার লিংক বিভিন্ন সাইটে ব্যবহৃত হয় এবং পার্মালিংক পরিবর্তন করার সাথে সাথে সেই সব লিংক থেকে আসা ভিজিটর হারানোর সম্ভাবনা থাকে। যদিও রিডাইরেক্ট করার অনেক কৌশলই অবলম্বন করা যায়, তবে লিংকের সংখ্যা যত বেশি হবে সাইটের গতি ততইকেম যাওয়ার ভয় থাকে।

তৃতীয়তঃ কনটেন্টগুলোকে ও তা ভিন্নভাবে প্রকাশের জন্য ডাটাবেজটি ভিন্নভাবে সাজাতে চাইলেও আরেক বিপত্তি দেখা যায়। ডাটাগুলো কপি করে করে পেষ্ট করতেও বেশ অনেক সময় লেগে যেতে পারে। অনেক সময় অপারেটর নিয়োগ দেওয়ার মতো ঝামেলাও পোহাতে হতে পারে।

তাই সাইট ডিজাইনের সময় পার্মালিংক সহ বেশ কিছু বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া উচিৎ। সাইটে অনেক কনটেন্ট হয়ে গেলে ডিজাইনের খরচের চেয়ে কনটেন্টের সরানোর খরচ বেশি হয়ে গেলে বিপত্তিতে পড়তে হতে পারে।

3 thoughts on “যখন ওয়েব সাইটের ডিজাইন পরিবর্তন করা সম্ভব হয় না”

    1. @ডিজে আরিফ, ওয়েব সাইটের লিংকগুলো দেওয়ার পদ্ধতি। স্ট্যাটিক ওয়েবে ফোল্ডার ও ফাইলের নাম অনুসারে পৃষ্ঠাগুলোর নাম হয়। ডায়নামিক ওয়েবে অনেক সময় ডায়নামিকভাবে লিংকগুলো তৈরীর ব্যবস্থা থাকে। সেই লিংকগুলো কিভাবে দিবেন সেটা যদি পরিবর্তন করেন তাহলে এসইও তে সমস্যা হতে পারে যদি আগেই ইনডেক্স করা থাকে।

  1. আসসালামু আলাইকুম।
    বিষয়টি গুরুত্বপূর্ণ।আপনাকে ধন্যবাদ।
    আমার প্রশ্ন হল,আমি ওয়ার্ডপ্রেসে একটি ব্লগ খুলেছি। সেটা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি এখন চাই, সেটা নতুন ডোমেইন দিয়ে নতুন হোস্টিং নিয়ে আসতে। সে ক্ষেত্রে আমার বর্তমান সব কন্টেন্ট কি নতুন হোস্টিং এ নিয়ে আসতে পারব? কপি-পেস্ট করে নিয়ে আসলে নুতন ওয়েব সাইট কি গুগেলের কাল তালিকায় চলে আসবে?
    তাহলে আমি কী করতে পারি? অনুগ্রহ পূর্বক জানালে খুব উপকৃত হব।

Leave a Comment