ফটোশপে আউটলাইনের ব্যবহারঃ ছবি রিটাচিং

কিছুক্ষন আগেই একটি ছোট প্রোজেক্ট শেষ করলাম। মূলতঃ ছবির আউটলাইনের মাধ্যমে ছবিকে একটি ভিন্ন আমেজ দেওয়া যায় তারই ব্যবহার দেখবো। বিশেষ করে খেলার আবগপূর্ণ সময়ের ছবিগুলোকে আউটলাইন করে প্রদর্শন করলে বেশ ভাল লাগে। বাংলাদেশ বানাম নিউজল্যান্ডের খেলার একটি ছবি নিয়ে কাজ করা হয়েছে এখানে।

 ফটোশপে আউটলাইনের ব্যবহারঃ ছবি রিটাচিং

ধাপ-১

প্রথমে ছবিটি থেকে অন্যান্য ছবিসমুহ মুছে ফেলি। এ জন্য স্ট্যাম্প টুলটি ব্যবহার করবো। Alt চেপে ব্যাগ্রাউন্ড এর একটি অংশ ক্লিক করে তার পর ছবিটিতে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডের অংশটি ছবিতে চলে যাবে। এভাবে ছবিগুলো মুছে ফেলি।

 ফটোশপে আউটলাইনের ব্যবহারঃ ছবি রিটাচিং

ধাপ-২

এবার ছবিটিকে ম্যাগনেটিং ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করি।

এবার ছবিটিকে ম্যাগনেটিং ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করি

ধাপ-৩

ছবিটির সিলেক্টকৃত অংশ নতুন একটি লেয়ারে নিয়ে পেষ্ট করি। নতুন লেয়ারে গিয়ে প্রয়োজন বোধে ছবিটি আরও ভালভাবে সম্পাদনা করা যেতে পারে। সিলেক্টকৃত অংশে কোন কিছু বাড়তি থাকলে তা মুছে ফেরা যেতে পারে।

ছবিটির সিলেক্টকৃত অংশ নতুন একটি লেয়ারে নিয়ে পেষ্ট করি

ধাপ-৪

লেয়ার প্লেটের ডান পাসের উপরের কোনের এরো থেকে Blenfing Option সিলেক্ট করি। ব্লেন্ডিং অপশনের Stroke থেকে নিচের মতো করে সেটিং করি। সাদা রং ও স্ট্রোক এর মান ৫ দেই।নতুন লেয়ারটির চার পাসে একটি স্ট্রোক অংকিত হবে।

ছবি রিটাচিং

ছবিটি নিচের মতো দেখা যাবে

ছবি রিটাচিং

ধাপ-৫

ছবিটির স্ট্রোককে আরও সুন্দরতম করতে আউটার গ্লু ব্যবহার করা যেতে পারে।Blending Option > Outer Glue থেকে নিচের মতো করে সেটিং পছন্দ করি।

ছবিটির স্ট্রোককে আরও সুন্দরতম করতে আউটার গ্লু ব্যবহার করা যেতে পারে

সব শেষে ছবিটি নিচের মতো দেখাবে

সব শেষে ছবিটি নিচের মতো দেখাবে

আরও দেখুনঃ

2 thoughts on “ফটোশপে আউটলাইনের ব্যবহারঃ ছবি রিটাচিং”

Leave a Comment