ফটোশপে গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট

ফটোশপে অনেকদিন পরে হাত দিলাম। মূলতঃ শিবলীর প্রোজেক্টগুলো আমাকে অনুপ্রানিত করছিলো। তাই নিজে একটু কাজে হাত দিলাম।

ফটোশপে গ্রাস ইফেক্টের টেক্সটগুলো দেকতে খুবই ভাল লাগে মনে হয় যেন গ্লাসের সোপিস। আজ খুব সহজে গ্লাস টেক্সট ইফেক্টের তৈরীর কৌশল শিখবো।

প্রথমে একটি চতুর্ভূজকে গ্রাডিয়েন্টের মাধ্যমে নিচের মতো করে বানাবো। মূলতঃ এটি করা হবে টেক্সটির ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার জন্য।

ফটোশপ গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট

তার পর টেক্সট লিখে নেই। নিচের মতো করে,

ফটোশপে গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট

লেয়ারের ডান পাস থেকে Blending Option সিলেক্ট করি, ও নিচের মতো করে অপশন গুলো এডিট করে নেই।

ফটোশপে গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট
ফটোশপে গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট
ফটোশপে গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট

.

ফটোশপে গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট

.

ফটোশপে গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট

এবার ওকে তে ক্লিক করলেই কাজটি সহজে হয়ে যাবে। মূলতঃ ফটোশপের ব্লেন্ডিং অপশনের নানামূখি ব্যবহারে টেক্টকে আরও অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারেন। নিজে নিজে ব্লেন্ডিং এর বিভিন্ন অপশন পরিবর্তন করে করে আরু ভিন্ন ভিন্ন ডিজাইন আনুন টেক্সটে।


নিচের মতো ছবি ব্যাগ্রাউন্ডের মাধ্যমেও সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন এই ইফেক্টকে

ফটোশপ গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট

আরও দেখুনঃ

ফটোশপে গোল্ডেন টেক্সট

ফটোশপে বেগুন তৈরি

ফটোশপে কলা তৈরি

ফটোশপে কমলা তৈরি

4 thoughts on “ফটোশপে গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট”

  1. ওয়াও! বস এখন থেকে যে বিষয় গুলো সমস্যা যে গুলো নিয়ে পোষ্ট করতে হবে। তাহলে আপনি আমার পোষ্ট এ অনুপ্রাণিত হয়ে পোষ্ট করবেন।
    একে বলে প্রফেশনাল। কত সুন্দর ডিজাইন!

  2. @শিবলী: অহেতুক আড্ডা গল্প থেকে অনেক নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়েছে। বড় বড় উদ্যোগও হয়ে হাসি ঠাট্টা থেকে। অনেক সময় মতামত একটা কথাই একটা ভাল পোষ্টের জন্ম দেয়।

  3. Wow, awesome blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your website is excellent, let alone the content!. Thanks For Your article about ফটোশপে গ্লাস টেক্সট ইফেক্টের সহজ প্রোজেক্ট | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment