লুকিয়ে ফেলুন ড্রাইভ ও ফোল্ডার অপশন অনেক কিছুই

Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা

চুরির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের File বা Folder কে আমরা Properties থেকে Hide করে রাখি। Advanced দের কাছে এ Option প্রয়োগ করা যায় না। তারা ঠিক ই চুরি করতে পারে। স্বাভাবিক ভাবে Hide করা ফাইল দেখা যায় না। Tools Menu থেকে  Folder Option এ গিয়ে Show the Hidden File and Folder এ ক্লিক করলে Hide করা File দেখা যায়। কিন্তু যদি Folder Explorer থেকে Folder Option সরিয়ে ফেলা যায় তাহলে তো আর কেউ Folder Option এ যেতে ও পারবে না আর  Show the Hidden File and Folder এ ক্লিক করে Hide করা File দেখতে পারবে না।স্বাভাবিক ভাবে এটি নিচের মত থাকেঃ

0 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

এবার কিভাবে এটি করবেন আমি তাই বলছি।

প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে ok করুন। নিচের মত একটি window আসবে।

screenshot1 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

তার পর user configuration  এ ক্লিক করুন।

screenshot2 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

এখান থেকে Administrative Template open করুন।

screenshot3 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

তার পর windows Component open করুন.

screenshot4 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

এখান থেকে Windows Explorer open করুন।

screenshot51 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

তার পর Removes the Folder option menu from the Tools menu কে open করুন।

screenshot7 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

Enable করুন।

এবার দেখুন আপনার Folder Option গায়েব।

screenshot8 Folder Explorer এর Tools Menu থেকে Folder Option সরিয়ে ফেলা | Techtunes

একই পন্থা অবলম্বন করে গিয়ে Disable বা Not Configured এ ক্লিক করে ok করুন। পুনরায়   দেখুন আপনার Folder Option।

এখানে আরো মঝার জিনিস রয়েছে। নিজে নিজে চেষ্টা করে বের করুন ।

ড্রাইভ লুকিয়ে ফেলাঃ

আপনার কম্পিউটার যদি অনেকে ব্যবহার করে তাহলে আপনার file এর নিরাপত্তা থাকে না। সবাই আপনার file গুলো দেখতে পারে। তাই আমরা ফাইল গুলো হাইড করে রাখি। অনেক গুলো ফাইল লুকিয়ে রাখা যেমন বিরক্তি কর তেমনি কষ্ট কর। তাই যদি সবগুলো ফাইল একটি ড্রাইবে রেখে লুকিয়ে ফেলি তাহলে তো ভালো হয় তাই না?

এবার কিভাবে একটি ড্রাইব লুকিয়ে ফেলবেন তাই চিত্র সহকারে দেখাচ্ছি।

প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে ok করুন। নিচের মত একটি window আসবে।

screenshot1 আপনার computer এর Drive লুকিয়ে ফেলা।  | Techtunes

তার পর user configuration  এ ক্লিক করুন।

screenshot3 আপনার computer এর Drive লুকিয়ে ফেলা।  | Techtunes

এখান থেকে Administrative Template open করুন।

screenshot21 আপনার computer এর Drive লুকিয়ে ফেলা।  | Techtunes

তার পর windows Component open করুন.

screenshot4 আপনার computer এর Drive লুকিয়ে ফেলা।  | Techtunes

এখান থেকে Windows Explorer open করুন।

screenshot11 আপনার computer এর Drive লুকিয়ে ফেলা।  | Techtunes

তার পর Hide these specific Drive from my computer  কে open করুন।

screenshot31 আপনার computer এর Drive লুকিয়ে ফেলা।  | Techtunes

Enable করুন।

তার পর drive select করুন।

এবার দেখুন আপনার Selected Drive  গায়েব।

একই পন্থা অবলম্বন করে গিয়ে Disable বা Not Configured এ ক্লিক করে ok করুন। পুনরায়   দেখুন আপনার Drive।

Leave a Comment