“ব্লগ থেকে অর্থ সংগ্রহ করার চেষ্টা করা উচিৎ”- কেন?

এটা একটা স্পর্শকাতর বিষয়। অনলাইনের ব্লগারদের মধ্যে একটি অংশ ব্লগ থেকে আয়ের বেপারে অতি উৎসাহী- দিন রাত তাদের চেষ্টা হলো অনলাইনে টাকা আয়। আরেকটা আংশ শুধু মনের আনন্দেই ব্লগিং করেন। নিজের তথ্য ও জ্ঞান সবার মাঝে বিতরনের আনন্দই তাদের লেখালেখির মূল উৎসাহদাতা।

আমার অভিজ্ঞতাঃ

আমি নিজেও লেখালেখিটার শুরুটা করি নিজের মনের আত্নতৃপ্তির জন্য। নিজে ডোমেইন ও হোষ্টিং কেনার সময়ও আয়ের বেপারে কোন পরিকল্পনা করি নি। অফিসের কাজের পারিশ্রমিক যা পাই তা দিয়ে চলে চলে যাচ্ছে দিন। অধিক আয়ের জন্য হতাশা আমাকে কখনো গ্রাস করতে পারে নি। অনলাইনে টাকা আয়ের বেপারে বেশ কিছু বেপার জানার অনেক পরে নিজে আয়ের বেপারে হাত বাড়াই। বেশ কিছু টাকা আয় হয়, তবে এখন পর্যন্ত অনলাইনে আয়ের চেয়ে আমার ব্যায়ই বেশি।
বেশ কয়েক মাস একটি প্রতিষ্ঠান তাদের হয়ে ব্লগ লেখতে আমন্ত্রণ করে ও তারা আমাকে মাসিক বেতনের প্রস্তাব করে। আমি সহজেই তাদের সাথে কাজ শুরু করি। এক মাস কাজ কারার পরে এক মজার বেপারে দেখতে পেলাম। এ পর্যন্ত যত কাজই করেছি বা করি নাই, সেই মাসেই সর্বোচ্চ পরিমান কাজ করা হয়েছে।
বেপারটা আমাকে ভাবিয়ে তুললো। মনে হলো এতদিন টাকা আয়ের জন্য কাজ করি নি তাই কাজের পরিমান কম হয়েছে। প্রফেশনাল লেখকরা প্রতিদিন নিয়মিত এত লেখালেখি করে কিভাবে? তারা এত সময় পায় কিভাবে? কিসের টানে প্রতিদিনই তারা লিখেন? আমি যেমন প্রতিদিন অফিসে যাই…যেতে হয়, তারাও কি প্রতিদিন সে জন্যই লেখেন… লেখতে হবে তাই লেখেন? কি কি কারনে ব্লগ থেকে আয়ের উৎস বের করা প্রয়োজন?

এক.

এডসেন্সের একাউন্টে কোন একটি চ্যানেলে বেশি টাকা আয় হলে আমি নিজে সেই চ্যানেলের জন্য বেশি কাজ করতে অনুপ্রেরণা পাই। পুরানো ফেলে রাখা সাইটের সামান্য আয় হলেও সেই সাইটের উন্নয়নে সময় দিতে কষ্ট হয় না। লেখকরা যেহেতু চাকরী করে না তাই তাদেরকে লেখার দিকে ঝুকিয়ে দিতে কেউ বলবে না বা কেউ বললেও তারা কথা শোনতে বাধ্য না। কিন্তু আমারা যারা পাঠক তারা সেই লেখকে নতুন নতুন লেখা পেতে চাই। প্রফেশনাল লেখক ছাড়া একজন লেখকের কাছ থেকে নিয়মিত কিছু আশা করা যায় না। অনেক ভাল ভাল লেখককে আমি ঝড়ে যেতে দেখেছি। তাদের অনেকে চাকরীতে, অনেকে ডিজাইনের কাজে, অনেকে ব্যাবসা বা অন্য কোন কাজে বেশি টাকা পাওয়ায় সেই দিকে চলে গেছে। পাঠকরা কি হারাচ্ছে না সেই সব প্রতিভা? (একটা বেপার আমি বলতে চাই যদিও সেটা শোভন নাও হতে পারে…) পাঠকরা যদি সেই ঝড়ে যাওয়া লেখকদের এমন কোন আয়ের ব্যবস্থা করতো যা লেখককে অন্য সব পেশায় আয়ের চেয়ে বেশি তাহলে হয়তো অনেকে ঝড়ে পরার হার অনেক কমে যেতো।

দুই.

ব্লগ থেকে অর্থ সংগ্রহ করার চেষ্টা করা উচিৎ
ইংরেজী অনেক ব্লগে একটা পেইড লেখক দল থাকে যারা মূলতঃ টাকার বিনিময়ে তাদের লেখাগুলো জমা দেয়। বিভিন্ন ফ্রিল্যান্স সাইটে গেলে এরকম “লেখা আহবান” দেখতে পাবেন। ব্লগ থেকে একটা সুনির্দিষ্ট পরিবমান আয় হলে এবং এরকম একটি দল গঠন করতে পারলে সাইট আর থেমে যাবে না। সেই অবস্থানে যাওয়া কঠিন কিন্তু অসম্ভব তো নয়। যারা অতি ব্যস্ত ও মনে করছে যে ব্লগে সময় দিতে পারবে না তাদের জন্য এটাই হতে পারে সহজতম সমাধান।

তিন.


ব্লগে বিজ্ঞাপন একটা বিরক্তকর বিষয়। অনেকেই তাদের ওয়েবে বিজ্ঞাপন ব্যবহার করতে নারাজ। একটি ব্লগ জনপ্রিয় হতে থাকলে সেই ব্লগে সম্পাদক/মডারেটর/লেখক, ডোমেইন, হোষ্টিং সহ বেশকিছু খরচ রয়েছে, যার জন্য অর্থ সংগ্রহ করা প্রয়োজন হয়ে পরে। বাংলাদেশের বেশ কিছু ভাল ভাল ওয়েবে নিয়মিত মডারেশন, সম্পাদক ও ভাল হোস্টিং ব্যবস্থাপনার অভাবে পিছিয়ে যাচ্ছে। একটা ভাল মানের অর্থের জোগান ও তার সুষ্ঠ ব্যবস্থাপনা না থাকলে জনপ্রিয় ব্লগগুলো চালানো একটা কঠিন বেপার হয়ে দাড়ায়।

আমি মূলতঃ অর্থ সংগ্রহের  প্রয়োজনীয় দিক তুলে ধরলাম, এর অবশ্য বেশ কিছু অপ্রয়োজনীয় দিকও থাকতে পারে। ব্লগিংএর উপর নিচের লেখাগুলো নতুন ব্লগারদের কাজে লাগতে পারে বলে মনে করি।

8 thoughts on ““ব্লগ থেকে অর্থ সংগ্রহ করার চেষ্টা করা উচিৎ”- কেন?”

  1. পুরা পোষ্টটি ভাল হয়েছে

    বাংলাদেশের বেশ কিছু ভাল ভাল ওয়েবে নিয়মিত মডারেশন, সম্পাদক ও ভাল হোস্টিং ব্যবস্থাপনার অভাবে পিছিয়ে যাচ্ছে–>> চোখের সামনেই তা দেখা যাচ্ছে

    1. @LuckyFM, উতকৃষ্ট উদাহরনটা আমাদের টেকটিউন্স। আগে দিনে অন্তত ২-৩ ঘন্টা থাকতাম একটানা। কিন্তু এখন দিনে একবারো যেতে ইচ্ছে হয় না 🙁 । যাব কি করে ব্লগ লোড হতেই তো আমার ……. 🙁

  2. LuckyFM কেঃ এ বেপারটা হতো না যদি একটা ভাল মানের আয়ের পথ নিষ্চিত থাকতো। আমি আমার এ ব্লগটিতে আট ঘন্টার মতো সময় দেই, তেমন কোন আয় হয় না। আমি যদি এমন কোন ভাল আয়ের সন্ধান পাই যে কোনো মূহুর্তেই তো হারিয়ে যেতে পারি। মাঝ খানে ইংরেজী ব্লগে হারিয়ে যাওয়ায় নিয়মিত পোষ্ট দিতে পারি না।
    তাই ব্লগকে বাঁচিয়ে রাখার প্রয়োজনেই ব্লগ থেকে আয়ের পথ খোজ করা উচিত।

  3. “ব্লগকে বাঁচিয়ে রাখার প্রয়োজনেই ব্লগ থেকে আয়ের পথ খোজ করা উচিত”
    কথাটা আপনার নজর কেড়েছে দেখছি। যাদের ভাল ইনভেষ্ট আছে তারা হয়তো প্রথমে আয়ের পথ নাও খোজতে পারে। তবে আয়ের টাকা দিয়ে নতুন ব।রগ বানালেও ভাল হয়।

  4. ভাই জান, আমার ছোট একটা প্রশ্ন আছে ? আপনার এই ব্লগ এ তো এড ও নাই । তাই আয় নাই বললেই চলে । তার মানে আমাদের ছেড়ে হারিয়ে যাওয়ায় চেস্টা করছেন।
    তো এড দিন আমরা প্রতিদিন এড চালু করে আপনার সামানও হলেও আয়ের ব্যবস্তা করার চেস্টা করব । তোও আমাদের ছেড়ে যাবেন না। ধন্যবাদ ।। অনেক অনেক সুন্দর ব্লগ এর জন্য ।। সুমন বাংলার ।।

  5. @সুমন : বেপারটা সত্যিই চিন্তার বিষয়। আয়ের পথ খুব সোজা না।আপনারদের নিয়মিত উপস্থিতি, মতামত দেওয়া, পোষ্ট লেখাই বাচিয়ে রাখতে পারে এ ব্লগকে। আমি হারিয়ে না যাওয়ার চেষ্টা করছি।

Leave a Comment