ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল টিউটোরিয়াল – পর্ব চারঃ লোগো বিষয়ক

ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেলকে গুছিয়ে একটু ভিন্ন মাত্রায় সাজানোর জন্য আমার ধারাবাহিক টিউটরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা মূলত: লগইন পাতা, এডমিন প্যানেলের বিভিন্ন ছবিগুলোকে পরিবর্তন করার কৌশল নিয়ে আলোচনা করবো। ওয়ার্ডপ্রেসের নিয়মিত লগইন ছবি অনেকের বিরক্তবোধ করে, বিশেষত: অনেকের জন্য একটি ব্লগ বানালে সদস্যগণ ওয়ার্ডপ্রেসের লোগো দেখে চিনতে নাও পারে। তাই আবশ্যই আপনার ব্র্যান্ডের জন্য বানিয়ে নিন আপনার লোগো আর সেগুলোর সাথে পারচয় করিয়ে দিন, সকল সদস্যদের।

আগের পর্ব

১. লগইন প্যানেলের লোগো পরিবর্তন:

yourdomain.com/wp-admin/images/logo-login.gif এই ছবিটার পরিবর্তে নিজের মতো করে একটি লগইন লোগো বানিয়ে (logo-login.gif নাম দিয়ে) সেটা আপলোড করে দেন আপনার সাইটের সারভারে wp-admin/images ফোল্ডারে। আগের ছবিটা রিপ্লেস হয়ে যাবে। কোন কোড পরিবর্তন না করেই সহজে লগইন লগো পরিবর্তন করতে পারবেন।

(বি: দ্র: ছবিটি অবশ্যই 310px x 70px রাখবেন)

আরও বিস্তারিত জানতে ওয়ার্ডপ্রেসের সাইটে দেখতে পারেন।

এভাবেই টিউটরিয়ালবিডির লগইন লগো পরিবর্তন করেছি। ছবিতে দেখুন।

২. এডমিন প্যানেল লোগো পরিবর্তন

blank.gif নামের একটি লগো বানিয়ে নিন। এটি আপলোড করুন yourdomain.com/wp-includes/images/ ফোল্ডারে। আপলোডকৃত ছবিটি পূর্বের ছবিটিকে রিপ্লেস করে দেবে। আর হয়ে যাবে কাজ শেষ।

আশা করি ধারাবাহিক টিউটরিয়ালে সবাই অংশগ্রহণ করবেন। মতামত অংশে আপনার অভিমত জানাতে ভুলবেন না কিন্তু।

2 thoughts on “ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল টিউটোরিয়াল – পর্ব চারঃ লোগো বিষয়ক”

  1. আপনাকে অনেক ধন্যবাদ ,কারন ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য কম্পিউটার এবং ইন্টারনেটের কোন বিকল্প নেই ।আর এই প্রযুক্তির ক্ষুধা মেটানোর জন্য আপনার সাইটের কোন বিকল্প নেই। আমি আপনার সাইট নিয়মিত ভিজিট করি ।এটা আমার খুব ভাল লাগছে।আমি চাই আপনি আমাদের নতুন নতুন পোস্ট উপহারে দিবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ , আর সময় পেলে আমাদের কম্পিউটার,ইন্টারনেট এবং ওয়েব সাইট বিষয়ক পুরাপুরি বাংলা ব্লগ সাইট http://www.pchelpline24.com ভুবনে ঘুরে আসুন।দেখুন,জানুন এবং আপনিও এখানে লিখুন , আমরা আপনার অপেক্ষায় থাকব ।

Leave a Comment