জে-কোয়েরী বনাম ফ্ল্যাশঃ কোনটি পছন্দ করবেন?

এইচটিএমএল৫, সিএসএস৩ ও জে কোয়েরী (jQuery) ওয়েবের চেহারা রীতিমতো বদলে দিচ্ছে। অনেক আগে থেকেই ওয়েবে ২ ডি এনিমেশন ফ্ল্যাশের ব্যবহার হয়ে আসছে। ইদানিং জে-কোয়েরীর ব্যবহার অনেকের কাছে ফ্ল্যাশের বিকল্পের কথাই মনে করিয়ে দিচ্ছে। যদিও ফ্ল্যাশ ও জে-কোয়েরীর মধ্যে সার্বিকদিক থেকে তুলনা করা যাবে না। তবুও ওয়েবে এদের ব্যবহারের দিক থেকে বেশ কিছু বিষয় আলোচনা করা যেতে পারে।

এক.

ওয়েবসাইট সমুহ সধারনত: ব্লগ ছাড়া আনন্দদায়ক ওয়েব (যেমন- গেম, ছবি এলবাম, ভিডিও বা বিজ্ঞপনের) মূলতঃ বিভিন্নভাবে নিজেকে তথ্যগুলোকে প্রকাশ করতে চায়। ফ্ল্যাশ অবশ্যই অনেক রকম করে প্রকাশ করার ক্ষমতা রাখে কারন এটি একটি এনিমেশন তৈরীর প্লাটফর্ম। ফ্ল্যাশ তথ্য পরিবহন করা ও রঙের সন্নিবেশটা যত সহজ জে কোয়েরীতে তত সহজ না।

Duchy Originals সাইটটিতে খুবই সুন্দরভাবে জে-কোয়েরীর এনিমেশন ব্যবহার করা হয়েছে। দেখে নিতে পারেন।

জে-কোয়েরী বনাম ফ্ল্যাস : কোনটি পছন্দ করবেন?

দুই.

এ দু’টির একটা পছন্দ করতে হলে সাইটে কতগুলো কনটেন্ট থাকবে তাও একটা প্রয়োজনীয় বিষয়। অসীম সংখ্যক ডায়নামিক কনটেন্টের ক্ষেত্রে অনেক সময় জে-কোয়েরীকেই পছন্দ করা হয়। যদিও ফ্ল্যাশ দিয়েও ডায়নামিক লোডিং এর কাজ করানো যায়।

SoBe Reskin Yourself : সাইটটিতে ডিজিটাল ট্যাটুর জন্য তৈরী । সহজে ছবি আপলোড ও ট্যাটু যুক্ত করার মজার সাইটি এটি ফআল সাইটের একটি সুন্দর উদাহরন।

তিন.

অনেক তথ্যনির্ভর সাইটে ফ্ল্যাশ ব্যবহারে সমস্যায় পরতে হয় ডাটাবেজ নিয়ে। জে কোয়েরীর সাথে যতটা সহজে ডাটাবেজ কানকশন ও ব্যবহার করা যায় অতটা সুবিধা অবশ্য ফ্ল্যাশ দিতে পারে না।

মাল্টিমিডিয়া ভিত্তিক সাইটের জন্য ফ্ল্যাশ ব্যবহার করাটা যুক্তিযুক্ত যদিও বেশি ডাটা থাকে। অনেক ক্ষেত্রে জে-কোয়েরী ও ফ্ল্যাশ দুইটাই ব্যবহার করা যেতে পারে।

High Point Village: এই সাইটটিতে ফ্ল্যাশ ও জে কোয়েরী একসাথে ব্যবহার করা হয়েছে।

High Point Village

আশা করি ওয়েব ডিজাইনারদের আলোচনায় লেখাটার বেপারে একটি অবস্থানে পৌছতে পারবো।

Facebook Likeus on our Facebook Page to receive more updates.

A Closer Look at Choosing Between Flash and jQuery

// //

Whether HTML5 will beat Flash or not, it has been one of the most frequently discussed topics in the web design community lately. In the heat of this debate another popular opposition, Flash vs. JavaScript, was somewhat lost. It’s rather paradoxical, taking into account that HTML5 is still in the draft version (even though a working one) and JavaScript, particularly its most popular library jQuery, is a complete and active platform which is widely used in modern web construction.

A Closer Look at Choosing Between Flash and jQuery

In other words, while HTML5, with its innovative and potentially dangerous for Flash “video” and “canvas” elements, is a sleeping menace against Flash (in some areas), jQuery is its quite real and pushing competitor. In this article we would like to look at the current capabilities of both Flash and jQuery and define situations when each of these platforms should be used.

You might have seen lots of articles on web design blogs showing examples of how jQuery can actually replace Flash. However, we prefer to avoid the “vs” perspective as we believe it’s not the right angle to look at these platforms from. What would your reaction be if you saw an article on a random blog discussing 10 ways to replace a spoon with a fork? Exactly. Flash has no equals in making rich multimedia websites that involve a user into a whole interactive experience, just like a movie or a game does.

Instead of trying to replace Flash, it’s more effective, in our opinion, to use jQuery in a completely different niche, like creating web applications that are a balance of visual attractiveness and functionality.

Flash or jQuery? Decision Factors

Obviously, the major factors predetermining which tool should be used in the development of a particular website are the purpose of the site and the audience it’s targeted to. Is it a personal portfolio or online store that you are going to create? Is this information, a service or pure entertainment your visitors will come to the site for? After these questions are answered, the idea of what kind of design this should be and thus, what tools are best to achieve it, will take shape in your mind.

Here are some more specific factors you might consider in further evaluation:

How Much Interactivity?

Evaluate the importance of interaction features on the site. Enhanced interactivity is typical of websites with a relatively low level of information consumption, such as promotional and advertising websites, product presentations, music clips, exhibitions of professional skills etc.

These websites rarely offer more than two informational appeals to the users (mostly the name of the promotion object and where it can be obtained), and focus mainly on delivering an enjoyable website usage experience. Among the common elements that can be seen on sites of this type are games, controllable 3D objects, advanced animations and transitions.

When the task is to engage the users via any sort of entertaining experience relying heavily on interaction, Flash, undoubtedly, offers far more options, than JavaScript. jQuery, in its turn, is a perfect solution to give a text-based website some moderate interactivity and subtle dynamics. This is what it’s best to use for, but not limited to. Sleek visual feedback on mouse hovers and clicks and a variety of smooth animation effects created while using jQuery can be vivifying water for HTML/CSS-based sites.

Duchy Originals
Utilizing a nifty jQuery carousel the designers of the Duchy Originals websites managed to display content compactly yet attractively to the users.

Duchy Originals

4 thoughts on “জে-কোয়েরী বনাম ফ্ল্যাশঃ কোনটি পছন্দ করবেন?”

  1. ধন্যবাদ রেজওয়ান ভাই। জে কোয়েরীর ডায়নামিক ব্যবহার আসলেই ওয়েবেসাইটকে ব্যবহার বান্ধব করে তুলছে।

Leave a Comment