ডাটাবেজ ব্যাকআপ নেওয়া ও ভিন্ন সারভারে ট্রান্সফার পদ্ধতি

রাসেল শিখাচ্ছেন ডাটাবেজ ব্যাকআপ ও ট্রান্সফারের পদ্ধতি। এখানে মূলত: সি প্যানেলের পিএইচপি মাইএডমিন থেকে কিভাবে এক্সপোর্ট ও ইমপোর্ট করা হয় তা আলোচনা করা হচ্ছে। বাস্তব ক্ষেত্রে প্রয়োগের বেলায় সাবধানতা অবলম্বন করা উচিত। এখানে অবশ্য ডাটাবেজকে ইউনিকোড রুপান্তরিত করার বেপারেও আলোচনা করা হয়েছে। এইটি টিউটবিডিতে এর আগে দুইটি ধাপে (ধাপ-এক দুই ) প্রকাশিত হয়েছিল। (সম্পাদকিয়)

ডাটাবেজ ব্যাকআপ পদ্ধতি

এখানে দুইভাবে ডাটাবেজ ব্যাকআপের পদ্ধতি বর্ণনা করা হলো: প্রথমে আপনার সাইটের হোস্টিং প্যানেলে লগিন করুন। তারপর phpMyAdmin এ ক্লিক করুন। নিচের মত আসবে

http://img693.imageshack.us/img693/1639/bdrasel01.gif

বড় করে দেখুন

তারপর এখান থেকে উপরের মেন্যুর Export এ ক্লিক করুন।

http://img269.imageshack.us/img269/158/bdrasel02.gif

তারপর এখানকার View dump (schema) of databases এখানে

Export: আপনার কাংখিত ডাটাবেজ এবং ডাটাবেজের মুড/ফরমেট সিলেক্ট করুন।

তারপর সবশেষে Go এ ক্লিক করুন। চিত্রে দেখুন।
http://img408.imageshack.us/img408/6504/bdrasel03y.gif

বড় করে দেখুন

তাহলে একটা ডাউনলোড লিংক পাবেন এই ফাইলটা সেভ করে রাখুন। এটাই আপনার ডাটাবেজের ব্যাকআপ। ysmile
উল্লেখ্য এভাবে যে কোন সাইটের (ওয়ার্ডপ্রেস, জুমলা, পানবিবি ইত্যাদি) মাইএসকিউল ব্যাকআপ নিতে পারবেন।

ডাটাবেজ ইমপোর্ট করা:

প্রথমে আপনার সাইটের হোস্টিং প্যানেলে লগিন করুন। তারপর phpMyAdmin এ ক্লিক করুন। নিচের মত আসবে

http://img693.imageshack.us/img693/1639/bdrasel01.gif

 বড় করে দেখুন (New Window)

এখান থেকে Import এ যান

তারপর এখানকার File to import এ আপনার পূর্বের ডাউনলোড করা এসকিউএল, জিপ বা জিজিপ ফাইলটি এখানে চিনিয়ে দিন।

http://img192.imageshack.us/img192/8770/dbimport01.gif

বড় করে দেখুন

তাহলেই ডাটাবেজ ইমপোর্ট/আপলোড হয়ে যাবে।

http://img443.imageshack.us/img443/4103/dbimportsmall.gif

তাহলেই ডাটাবেজ ইমপোর্ট/আপলোড হয়ে যাবে।

7 thoughts on “ডাটাবেজ ব্যাকআপ নেওয়া ও ভিন্ন সারভারে ট্রান্সফার পদ্ধতি”

  1. আপনাদের মত ব্লগারদের কারনেই আজ আমরা এত কিছু জানি । এই যে নিঃস্বার্থ ভাবে নিজের সময়গুলো ব্যয় করে অন্যের সাহায্য দেয়া, এই প্রবণতা কয়জনের থাকে?

  2. অনেককে দেখেছি , নিজে জানে কিন্তু অন্যের সাথে শেয়ার করতে চায় না। তবে আরেকটা জিনিস হয় কি, ধরেন আমি কোন ফ্রেন্ডকে শিখালাম, তারপর দেখি ঐ ফ্রেন্ড আমাকেই পাত্তা দেয় না। বা আমার থেকে যে শিখেছে তা স্বীকার করতে চায় না। আবার নিজে জানলে আমাকে কখনও বলে না যে এই জিনিসটা সে জানে, সেলফিশের মত আচরন করে। এই জাতীয় প্রবনতার কারনে কাওকে অনেক সময় শিখাতেই ইচ্ছা করে না। বাস্তবে কাওকে শিখানোর সময় দেখি মানুষটা কি সেলফিশ নাকি । সেলফিশ মানুষকে আমি ঘৃণা করি।

  3. মাসপি কে: এরকম মানুষ অবশ্য কিছু আছে। তবে তাদের সংখ্যা খুব কম। আমার মনে হয় এই সব ভেবে কোন রাভ নেই। বেশিভাগ সময়ই শিখাতে গেলে নিজের আরও বেশি শিখা হয়। রাসেল ও মাসপিকে ধন্যবাদ।

  4. টিউটো ভাই,
    খুশি হলাম আপনার কথায়, আমিও আপনার সাথে একমত। রাসেল ও মাসপি ভাই ধন্যবাদ।

  5. খুবই ভালো একটি পোষ্ট , শুধু নতুনদের জন্য না পুরাতনদের জন্য অনেক কাজে দেবে। ধন্যবাদ রাসেল ভাইকে

Leave a Comment